![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
কোনো মেয়ে যখন বলে "সিগারেট ই
তো খাচ্ছি প্রস্টিটিউট তো হচ্ছি না "
তখন ই খারাপ লাগে।
আমি আগাগোড়া আধুনিকতাকে সাপোর্ট
করি কিন্তু এর
নামে ণোষ্টমী দেখতে পারি না।
আমার একটা অনেক ঘনিষ্ঠ আপু আছে তার
সাথের একবার ফোনে হওয়া কথপোকথন
তুলে ধরলাম...
-ওয়াইন আমাদের বাসার ফ্রিজে সবসময় ই
থাকে।
-আনকেল আন্টি কিছু বলে না?
-কি বলবে???
-কি বলবে মানে???
-এইটা খাইলে কিছুই হয় না।শরীর গরম হয়
জাস্ট।
-আনকেল খায়?
-সিগারেট খাইতেও ভয় পায়
-আসলেই কিছু বলে না?
-আজব তো। বলবে ক্যান???
-আচ্ছা তুমি খাও নিয়মিত??
-অকেশনালি।সিগারেট ও অকেশনালি।
-কাম সারছে।সিগারেট ও খাও??
-ওকেশনালি
-খেয়ে কি মজা পাও??
-জানি না
-তাইলে খাও ক্যান?
-সবাই খায়।ফ্রেন্ডসরা খায়।
-সবাই ঘু খাইলে তুমিও খাবা?
-খাইতেও পারি ঠিক নাই
আসলে এইটাই ফ্যাক্ট অধিকাংশ মানুশ
জানে না কেন তারা সিগারেট খায়??
বা অন্যান্য মাদকদ্রব্য নেয়? অধিকাংশ
মানুষ অন্যকে অন্ধ অনুকরণ করে।
অনেক ছেলে পেলে দেখছি যারা কয়
সিগারেট খাইলে ধোয়ার সাথে দুঃখ
উইড়ে যায়।অথচ এরা জানে না আসলেই
কি উড়ে যায়।এরা এত কিছু গুগল করে অথচ
"how cigarette dispels pain? " নামে একটা গুগল
ও করে নাই।আর দেশ আজ ও এই জন্যেই
অনুন্নত....
©somewhere in net ltd.