![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
আমি যখন কাউকে নিয়ে পচানীমূলক বা ব্যঙ্গময়
স্ট্যাটাস দেই তখন তার অনুচরবাহিনী বা তার
নিজের ব্যপক ইগোতে লাগে এবং এইটা প্রায়ই হয়
যে আমি বাস্তবে বা ভার্চুয়ালি গালি,
মাইর ,গুতাও পর্যন্ত খাইছি কিন্তু এই পর্যন্ত
কাউরে নিয়ে প্রশংসামূলক স্ট্যাটাস দেয়ার জন্য
মাইর গুতা দেয় নাই....
আসলেই মানুষ নিজের গুনগান
শুনতে ভালবাসে নিজে অথবা নিজের আইডল
কে ব্যঙ্গাত্মক রূপ দেখতে না.....
আমার স্পষ্ট মনে পড়ে আরেফিন রুমি যখন
দদ্বিতীয় বিয়ে করে আমি ওরে পচাইয়ে ভাঙচুর
একটা স্ট্যাটাস দিছিলাম।ভাঙচুর বল্লাম
এইকারণে কারন অনেক লাইক কমেন্ট পড়ছিল।কিন্তু
কমেন্ট গুলা অধিকাংশ ছিল
আআমাকে গালি পুর্বক।
মজার বিষয়টা হইলো পরবর্তীতে ওর একটা ভাল
আনরিলিজড ট্রাক বের হইছিল।যেটার অনেক
প্রশংশা করে আরেকটা স্ট্যাটাস দিছিলাম।কই
সেদিন তো কেউ আমারে গালি দিল না....????
শেখ হাসিনারে যখন পচাই কয়েকজন
আইসে গালি দিয়ে চইলে যায় কিন্তু যখন সুনাম
গাই কেউ আসে না গালি দিতে।কারনটা কি কেউ
বোঝাবেন আমারে ...???
আমারে একবার মাহফুজ ভাই বলছিল....
"কথাগুলার লাইনঘাট ঠিক রাখ।লেখা উন্নতমানের
হবে।"
"লাইঘাট বলতে কি বোঝাচ্ছেন??? "
"এই যে একজনরে আজকে পচাস কালকেই আবার
তারে আদর চুমা দেস।এইডা তো সিকুয়েল
থাকলো না :/ "
"ভাই আমি কাউরে পচাই আরেকজনরে আনন্দ
দেয়ার জন্যে।আর আমি আমার লিমিট বুঝি।আমার
মনে হয় এতটুকু পর্যন্ত গেলেই সে ঠিক থাকবো এর
বেশি গেলে মাইন্ড খাইবো।কিন্তু মজার বিশয়
হইলো আমি ভুল ভাবি অধিকাংশ সময়।
কারন হলো আমি আমার নেটের প্রথম দিকথেকেই
এমন সব ভার্চুয়াল ভাই বোন
পাতায়ছি যারা আমারে একদিন অনেক বেশি আদর
করে পরেরদিন ই মানুষরে হাসানোর জন্যেই হোক
আর এম্নিই হোক পচাইতে পচাইতে মাটির
তলে গাইথ্যা থোয়।জিনিসটা আমি নিজেও ইনজয়
করি।কারন কথায় আছে ধর্ষন যখন দেখবা হয়ে গেছই
তখন সেটাকে এনজয় করতে চেষ্টা কর।আমিও তাই
তাদের কেও পচাই। "
মূলত এভাবে ভার্চুয়াল সম্পর্ক স্ট্রং হয়।তবে ওরকম
মন মানষিকতা র লোকগুলার সাথে।তাই
বাস্তবে আমার অনেকের সাথেই মিল খায় না।
কারন বাস্তব সত্য আর
নিজেকে নিয়েফাজলামী এই দুটো জিনিস মানুষ
সহ্য করতে পারে না কখনোই।আর এই জন্যেই
কারো সাথে ভাল সম্পর্ক হওয়ার
স্বম্ভবনা দেখা দিলেই আমি একটু একটু
করে নিজেকে গুটিয়ে নেই।
প্রিয়ামের সাথে সম্পর্ক অনেক বেশি ঘনিষ্ঠ
কর্তে পারিনি,পান্থ যখন আমাকে বেস্ট ফ্রেন্ড
ভাবতে শুরু করে তার কাছ
থেকে সরে আসছি,মেহেদীর সাথের সম্পর্ক ও
আমি নিজে গলা টিপে মারছি,আবিরের সাথে যখন
ই নিয়মিত দেখা করা শুরু ককরছিলাম তারপরেই
আমি ব্যস্ততার জন্য ওদের
সাথে থাকতে পারিনি,অথৈ/প্রভাতদের সাথেও
একই কাজ করছি।
একজনের সাথে শুধু করতে পারিনি আর তাই
দিত্বীয়বারের মত সম্পর্ক নষ্ট হইলো।
হয়ত যশোরে আসার পর সবার সাথে বেশি ক্লোজ
হতেভগেলে একই অবস্থাই হত।
আল্লাহর কাছে শুকরিয়া অত ক্লোজ
হতে দেয়নি সবার সাথে।
আসলে দোষ আমার নিজের বুঝতে পারিনা কার
নেয়ার ক্ষমতা কতটুকু।সবাইরে নিজের
লেভেলে ভাইবে কখনো কিছু করা উচিৎ না।
যদি পারি জীবনে কাউরে কখনো আর বেস্ট
ফ্রেন্ডের মর্যাদা দিমু না।
আর কারো ওরকম লেভেলের ভাল ফ্রেন্ডের
লিস্টে ঢোকনের আগেই আগের মত চেষ্টা করব
নিজেরে গুটায় নেয়ার।কারণ এতে সমপর্ক
টিকে থাকা।
আর এটা টেকানোই বেশি জরুরি
©somewhere in net ltd.