নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

সেই ধোকাবাজিনীর বড় কিন্তু সবচেয়ে ছোট গল্প.... :)

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৮





একটা কাহিনী বলি।



একবার হিরার সাথে দেখা করার জন্য যশোর থিক্কা ফরিদপুর যামু।



তো পৌছালাম বিকালের দিকে ফরিদপুর।এইবার আমি রাতে ৫ মিনিটের মত ফোনে কথা কইলাম।হেরপর কইলাম "জান আজ রাতে তো কথা কইতে পারমু না। বাসায় আইছি তো তাই।"



"আচ্ছা জান। প্রবলেম নাই। লাভ ইউ। তোমাকে অনেক মিস করব। "



আমি তো মনে মনে আত্মহারা। সালার কি বউ পাইছিরে বাপ।আম্রে মিস করব???? B)



রাতের বেলা আমার খুব কথা বলার পিনিক উঠলো ।এইবার দিলাম কল।ফোন ওয়েটিং। কাহিনী কি এত রাতে ফোন ওয়েটিং কক্যান....??? :(



এরপর দেখলাম সে নাম্বার টা অফ করে দিল।এরপর আমি ফেবুতে ঢুকলাম ও র প্রোফাইলে ইদানীং যেই ছেলেগুলারে বেশি একটিভ পাইতাম সবগুলার নাম্বার নিলাম।এরপরবসব গুলারে কল দিয়ে একটা রে ফোন এ ওয়েটিং পাইলাম।



এরপর হীরা আমাকে সারাজীবন যত নাম্বার থেকে কল দিছে সবগুলাতে কল দিলাম।ওর একটা বান্ধবী র নাম্বার ওয়েটিং পাইলাম।ওনেকক্ষণ ধরে মিসকল দেয়ার জন্য ও আম্রে ব্লকায় দিল।



কিন্তু ডুয়েল সিম ফোণ গুলাতে একটা নাম্বার বিজি থাকলে আরেকটা নাম্বারে কল ঢুকতে দেরি করে।হীরা একটা সিম পাল্টাইছিল। আরেকটা পাল্টায় নাই।তাই ব্লক করা সত্বেও ফোনে কল ঢুকতে দেরি করল।





যথারীতি দেখলাম একটা টাইমে গিয়ে ওই ছেলে আর হিরার নাম্বার এক সাথে শেষ হল।





পরেরদিন আটটায় দেখা করার কথা।গেলাম কোচিং এএর সামনে।



কল দেই কল আর ঢোকে না।



আমি তো পড়লাম মহা ফাপড়ে।পরে দেখলাম সেই কল দিল আম্রে একজায়গায় ওয়েটাইতে কইলো।



এইবার পুরা কাহিনী বুঝলাম চাইনা সেট গুলাতে এক সিম দিয়ে কল ব্লক করলে অন্য সিম ঢোকালেও আগের নাম্বার ই ব্লকলিস্টে থেকে যায়।



তাই হীরা যখন সিম পাল্টায়ছে সকালে নাম্বার টা ব্লক লিস্টেই রয়ে গেছে।



তো সে আসল এক টাইমে।



-কেমন আছ?



-এইতো।



-রাতে কি হইছিল?



-কি হবে?



-ফোন বন্ধ করলা ক্যান? আর ওয়েটিং এ ছিল ক্যান?



-কই ওয়েটিং এ ছিল নাতো।



-তাইলে আমি কারে কল দিলাম?



-ও আম্মু স্বর্না আপুর সাথে কথা বলতেছিল।তোমার কল ডিস্টার্ব ভেবে হয়ত কেটে দিয়ে সিম অফ করে রাখছে।



-ও আই সি।আচ্ছা স্নেহার নাম্বারটা কার কাছে? (যেই নাম্বার দদিয়

সারা রাত কথা বলল)



-ওইটা স্নাহার কাছেই।কেনো?



-এম্নি।তোমার কাছে নাইতো???



-আরে আহ।



-ও



এইবার ও আমার হাত জড়ায় ধরে বলল...



-কি হইছে এরকম চেহারা হইছে কিভাবে?? সারা রাত ঘুমাও নাই।



আমি হাতটা ওর হাত থেকে সরায় নিলাম।



- কি হল??? সন্দেহ করতেছ তুমি আমারে??? হ্যা করবাই তো পাগলের মত তোমায় ভালবাসি তো।এইজন্যেই।



-ও।ভাল।



এরপর কিছুদূর হাটলাম।ও আমার জন্যে চকলেট কিনবে তাই একটা রেস্টুরেন্ট এ ঢুকবে।আমাকে বলল



-খাবা কিছু???



-নাহ



-খাওয়াবো তোমাকে।



-ভেতরে পরিচিত কেউ থাকতে পারে আমি ঢুকবো না।(রেস্টুরেন্টে)



-তাইলে এক্ককাজ কর আমি বাইরে আছি তুমি ভেতরে থেকে দেখে আমারে কল দাও।



-কল ঢুকবে না।



-কেনো টাকা নাই???



-আছে।



-তাইলে????



-গতকাল স্নেহার সিম দিয়ে সারা রাত কথবলছ তাঞ্জীমের সাথে তখন আমি মিসকল দিচ্ছিলাম বলে আমাকে ব্লক করছ।সকালে উঠে তুমি সিম পাল্টায়ছ ঠিকই কিন্তু ব্লকলিস্ট থেকে আমাকে বের করনি.... :3











দেখলাম হাসি খুশি নাদুস নুদুস মুখটা চিমটা মাইরে গেল.... :v :v :v













ওরকম আরো বহুত কাহিনী আছে।এই একটা আহমেদ ভাইয়ের জন্য লেখলাম :)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৭

ডরোথী সুমী বলেছেন: গল্প না সত্যি? তবে বাস্তবে এমনটা ঘটে।

২| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D :D

৩| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৫

নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: @সুমি আপু আমার নিজ জীবনের গল্প =_=

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.