নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

বর্তমান কথকথা.....

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪

আমার বয়সের ৮-১০ টা ছেলে যখন সারাদিন আড্ডাবাজি,সিগারেট নিয়ে থাকে আমার এই বদ্ধ রুমটাকেই বেশি ভালো লাগে।



এই হেডফোন,এই ফোন আর পড়ার টেবিল ( নামেই খালি।জীবনেও পর্তে বসি নাই মন দিয়ে :3 ) ,আর বিছানা আমার এত্ত প্রিয় জায়গা।



সারাদিন বিছানায় গোড় পারি হেডফোন টা গুইজে কানে,হাতে ফোন নিয়ে।



জীবনের অনেক বেশি সময় কাটাইলাম জানালা দিয়ে আকাশ দেইখে,সিলিং ফ্যানের দিকে তাকাইয়ে আর ফোনের ৪ ইঞ্ছি স্ক্রিনের দিকে।



আমার মনে হয় এই দুই বছরে এই গুলার দিকে যতক্ষন তাকায় ছিলাম তার ৪০ ভাগের এক ভাগ টাইম বইয়ের দিকে তাকায় থাকলে প্লাস পাইতাম। কিন্তু তা করি নাই।হয়ত আর করাও সম্ভব না।নেশা টাইপের হয়ে গেছে।চাইলেও এইসব এখন ছাড়তে পারি না।



তবে মা বাপের কথা মনে পড়লে খারাপ লাগে।এই দুইটা লোকরে আমি মোটেও ভালোবাসি না।গত দেড় বছরে একবারো তাদের জন্যে কাদি নাই।অনেক ছেলেপেলে দেখি কাইন্দে পদ্মা নদী বানায় দেয়।



তবে বাড়ি গেলে যদি তাগো লগে ভেজাল লাগাই মাত্রাতিরিক্ত খ্রাপ লাগে (সবার ক্ষেত্রেও যদিও) ।এই দুইটা লোক যদিও সামর্থ্য অনুযায়ী কেনিকোনা টাকাও আমার পিছে খরচ করে না ই।(আমার ছুডু দুইটা পিছে করে) ।তাও এই লোক দুইটারে কিছু দিতে চাই।



সবাই পারলে আমার জন্যে একটু দোয়া কইরেন আমি যেন নামাজ টা আবার ঠিকমত ধরতে পারি।আর আমার এই নেশা টা একটু কমাইতে পারি।একটু পড়তে পারি... :(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.