![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
আজ আমির খানের আর্টিকেল টা পড়ছ কেউ ' স্বপ্ন নিয়ে ' পাতার....????
আমি নিজেও এরকম একটা পোষ্ট দিছিলাম কিছুদিন আগে।ভাল লাগলো তার আমার মতের মিল দেখে।
আসলেই যারা কোনো আশাতে কোনো কাজ করে তারা লাইফে কোনোকিছু পায় না..... :/
একটা উদাহরণ দিয়ে বোঝাই......
আরেফিন রুমি,অয়ন চাকলাদার,রাকিব মোছাব্বিরের মত শিল্পীরা মূলত কমার্সিলার ধারার গান করে।আই মিন টাকা র জন্য গান করে।
আর দেখেন আপ্নি যত বড় ফ্যান ই হোন না কেন এদের এলবামের ১০ টা গানের মধ্যে সর্বোচ্চ চারটা গান আপনার অনেক ভাল লাগবে।
অন্যদিকে দেখুন সুমন ভাই ( অর্থহীন ) ইনি ব্যক্তিগত ভাবে প্রতিষ্ঠিত। পেশায় নাবিক।সে যদি সব কাজ ছেড়েও দেয় তার টাকা পয়সা যা আছে মিনিমাম ৮-১০ বছর বসে খেতে পারবে।মানে টাকার জন্য সে গান করে না। গান করে মনে র সুখের জন্য। তার গান শুনে দেখেন ১০ টার মধ্যে ৭ টাই ভালো লাগবে।
যেই কাজটা করতে হবে শুধু সেইতাই করা উচিৎ। চাপ নিলেই কাজ পন্ড হবে।
আর এইজন্যেই আমার পড়াশোনা হয় না। আমি খালি ভবিষ্যত নিয়ে লাফাই
©somewhere in net ltd.