নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

দুই দলের কামড়াকামড়ি রোধকল্পে আমার মতামত (ফাজলামী তয় সিরিয়াস পুস্ট B| )

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৬

অনেক চিন্তা ভাবনার পর কয়ডা আইডিয়া বাইর করলাম দেশের রাজনীতি নিয়ে দুই দলের কামড়াকামড়ি রোধ কল্পে.... :v :v :v



প্রথম কথা হইতেছে বাংলাদেশে আগামী বিশ বছর অন্তত এই দুই দলের বাইরে আর কারো আসার চান্স নাই।



যদিও বা আসে তাইলে এরা এগো আন্ডারপ্যান্টের মধ্যেই থাকব :D



তো দেশে যখন দুই দলই থাকবে এবং দুই দলই ই যখন ক্ষমতায় থাকতে দৃড়্র প্রতিজ্ঞ তাইলে দুইডা দলের ই ক্ষমতায় রাখার ব্যবস্তা কর্তে হবে।



কারন এই দুই দলের জন্যে সারা দেশ তো আর দু:খ দুর্দশার শিকার হয়ে থাকতে পারে না।



যাই হোক যেই কথায় ছিলাম, এক কাম করলেই তো দেশ টারে দুই ভাগ কইরে ফেলি এক ভাগ আওমেলীগ আর এক ভাগ বিএনপির।



এক ভাগে খালি আওমেলীগ সমর্থিত রা থাকবে আরেক ভাগে বিএনপি। ।



আর পাচ বছর পর পর জনগন দল মানে ভূভাগ চেঞ্জাইতে পারবে।



ভাগ যার যত বড় হবে সে তত টাকা নিজের ঘাটিতে ভরতে পারবে আবার ভাগ হ্রাস পেলে নিজের টাকাও কমে যাবে তাই তারা দূর্নিতি করতেও ভয় পাবে।



আবার জনগণ ও নিজের স্বার্থে ভোট দিবে যোগ্য লোককে।



ভেজাল ক্লিয়ার।তবে এর জন্য মনে হয় সমাজতান্ত্রিক না কি যেন কয় ওই ব্যবস্থা চালু কর্তে হবে।মানে ধনী গরীব সমান অধিকার।



এই সারাদিন দুই জনের বকর বকর ভাল্লাগে না। >_<



মানুষের অভিশাপেও তো এই দল দুইটা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা।



আসলে এত মানুশ বদদোয়া দেয় তাও কোনো অভিশাপ কাজে আসে না ক্যানো জানেন....????



আমার মনে হয় এই দেশে আর একখান ও নেক ব্যক্তি নাই।থাকলে একজনের অভিশাপ অন্তত কামে লাগত..... :/

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশের জয়!
ক্রিকেট নিয়ে একটি পু্রোনো লেখা, পড়ুন।
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.