নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

আমার ফোনের ডাইরিয়া রোধকল্পে ভাই বোনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি... :'(

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

আমার ফোনের নতুন রোগ হইছে যতটুকু খায় তার চাইতে বেশি হাগে..... >_<



মানে ডাইরেক্ট লাইন।মানে আরো ক্লিয়ার কইরে কই।অরজিনাল চার্জার গেসেগ্যা জাহান্নামে এহন পুরা বাজার খুইজে যেইসব দুইনাম্বার চার্জার পাইলাম তাহার একখান ও স্মার্টফুনের জন্যে না.... >_<



তাও নরমাল যেইসব চার্জার পাইলাম তার দোষ হইলো সেইগুলা ৪৫০ এম্পিয়ারের যেইখানে আমার ফোনের দরকার ১০০০-১২০০ এম্পিয়ার।



ফলটা খুবই খারাপ। এক পার্সেন্ট চার্জ হইতে টাইম লাগে ৮ মিনিট আর সেখানে এক পার্সেন্ট চার্জ ফুল ব্রাইটনেস এ খরচ কর্তে টাইম লাগে তিন মিনিট.... -_-



তাও না হয় ঠেলায় পইড়ে সহ্য করলাম কিন্তু বাদ সাধিল আমার স্মার্টফুন সাহেব আরেকজায়গায়।



ঠিকমত খানাপানি দেই নাই বইলে তিনি তাহার পেটের ই বারোটা বাজিয়ে দিয়েছেন...



আই মিন আমার ব্যাটারীতেও ডডিস্টার্ব দেখা দিচ্ছে।



সারা রাত চার্জ দিয়া ৪৭% চার্জ নিয়া ঘর থিক্কা বাইর হইলাম।দুপুরের দিকে দেহি আমার ফুন সাহেব খাওয়ার সিগ্ন্যাল দিতেছে... :|





ইরাম প্যারায় আমি লাইফে পড়ি নাই।



সিম্ফনীর কাস্টমার কেয়ার সহ পুরা যশোরে কোনো জায়গায় চার্জার, বয়াটারী নাই।



ঢাকার কোনো সহৃদয়বান ভাই বা বোন যদি আমারে একটু হেল্পাইতেন ভালো হইত... :'(



একখান ১০০০+ এম্পিয়ারের সিম্ফনীর অরজিনাল চার্জার + ব্যাটারী ২১০০+ এম্পিয়ারের symphony w125 এর জন্য কিন্না পাডায়তেন চির কৃতজ্ঞ থাকতাম.... :(

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০

হেডস্যার বলেছেন:
প্যারাসিটামল দুই বেলা। :>

২| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০

নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: :|

৩| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

মোঃ আনারুল ইসলাম বলেছেন: প্যারাসিটামল দুইটা ২ঘন্টা পরপর।

কাজ না হলে দয়ালবাবার পানি পড়া লাগবে।



Just Fun ...

৪| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:২১

নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: kam হচ্ছে না :'(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.