![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
আমার ফোনের নতুন রোগ হইছে যতটুকু খায় তার চাইতে বেশি হাগে..... >_<
মানে ডাইরেক্ট লাইন।মানে আরো ক্লিয়ার কইরে কই।অরজিনাল চার্জার গেসেগ্যা জাহান্নামে এহন পুরা বাজার খুইজে যেইসব দুইনাম্বার চার্জার পাইলাম তাহার একখান ও স্মার্টফুনের জন্যে না.... >_<
তাও নরমাল যেইসব চার্জার পাইলাম তার দোষ হইলো সেইগুলা ৪৫০ এম্পিয়ারের যেইখানে আমার ফোনের দরকার ১০০০-১২০০ এম্পিয়ার।
ফলটা খুবই খারাপ। এক পার্সেন্ট চার্জ হইতে টাইম লাগে ৮ মিনিট আর সেখানে এক পার্সেন্ট চার্জ ফুল ব্রাইটনেস এ খরচ কর্তে টাইম লাগে তিন মিনিট.... -_-
তাও না হয় ঠেলায় পইড়ে সহ্য করলাম কিন্তু বাদ সাধিল আমার স্মার্টফুন সাহেব আরেকজায়গায়।
ঠিকমত খানাপানি দেই নাই বইলে তিনি তাহার পেটের ই বারোটা বাজিয়ে দিয়েছেন...
আই মিন আমার ব্যাটারীতেও ডডিস্টার্ব দেখা দিচ্ছে।
সারা রাত চার্জ দিয়া ৪৭% চার্জ নিয়া ঘর থিক্কা বাইর হইলাম।দুপুরের দিকে দেহি আমার ফুন সাহেব খাওয়ার সিগ্ন্যাল দিতেছে...
ইরাম প্যারায় আমি লাইফে পড়ি নাই।
সিম্ফনীর কাস্টমার কেয়ার সহ পুরা যশোরে কোনো জায়গায় চার্জার, বয়াটারী নাই।
ঢাকার কোনো সহৃদয়বান ভাই বা বোন যদি আমারে একটু হেল্পাইতেন ভালো হইত... :'(
একখান ১০০০+ এম্পিয়ারের সিম্ফনীর অরজিনাল চার্জার + ব্যাটারী ২১০০+ এম্পিয়ারের symphony w125 এর জন্য কিন্না পাডায়তেন চির কৃতজ্ঞ থাকতাম....
২| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন:
৩| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
মোঃ আনারুল ইসলাম বলেছেন: প্যারাসিটামল দুইটা ২ঘন্টা পরপর।
কাজ না হলে দয়ালবাবার পানি পড়া লাগবে।
Just Fun ...
৪| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:২১
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: kam হচ্ছে না :'(
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০
হেডস্যার বলেছেন:
প্যারাসিটামল দুই বেলা। :>