![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
কিছুদিন আগে এক
মেয়ে আমারে বলতেছিল....
তার নাকি যখন ৪৫ দিন বয়স তাদের বাসায়
একটা কাজের লোক রাখা হয়
যে নাকি আবার ৩ বছরের
মেয়ে নিয়ে আসে।তো ওই মেয়ের আম্মু
ওই মেয়েকে তার মেয়ের
সাথে স্কুলে ভর্তি করিয়ে দেন।ঢাকার
নামকরা স্কুল স্বাভাবিক ভাবেই অন্য
মেয়েদের সাথে মিশতে মিশতে তার
আচার আচরণ ও বড়লোকের মেয়েদের মত
হয়ে গেছিল।কেউ দেখলে বলতই
না সে কাজের মেয়ে।
কিন্তু সে ইন্টার সেকেন্ড
ইয়ারে পড়া অবস্থায় এক ড্রাইভারের
প্রেমে পড়ে।এবং মাত্র ২ মাসের
প্রণয়ে তাকে বিয়েও করে ফেলে।
তো আমি মেয়েকে জিগাইছিলাম,
মেয়েটার কি চেহারা সুন্দর ছিল...???
বলল, অবভিয়াসলি সুন্দরী+স্মার্ট।
আমি বল্লাম, তাহলে ড্রাইভার
বিয়ে করল কেন???
উত্তরে বলল সেই জানে।
বিষয়টা নিয়ে ভাবলাম
আসলে সে ইচ্ছা করলেই বড়লোকের
কোনো ছেলেকে পটাতেই পারত।কিন্তু
তার রক্তে আছে দারিদ্র।সে হয়ত বামুন
হয়ে চাদে ছোয়ার সাহস পায় নি।
দেশের দুই রাজনীতি বিদের অবস্থাও
তাই, একজনের
রক্তে রাজনীতি সে এগুলা ছাড়া কিছুই
বোঝে না আরেকজন তো অশিক্ষিত।তার
কথা আর কি কইতাম....
২| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮
রবিউল ফকির বলেছেন: মিয়া নিজের মনগড়া লেখা লেখেন কেন? বিশ্বের অনেক বড় এবং নামকরা উদ্ভাবন করেছেন যারা ক্লাস ফাইভ পর্যন্ত করেনি। তাছাড়া আমাদের জাতীয় কবি হয়েছেন কতটুকু লেখাপড়া করে সেইটাও মনে হয় আপনি জানেন না।
আমার বাবা-মা এমনকি আপনার বাবা-মা কতটুকু শিক্ষিত? তারা তাদের সংসার পরিচালনকা করতেছে না। মানুষের নিজের পাছায় গু লাইগা থাকলেও অপরকে কিন্তু ঠিকই বলে ঐ বেটা তোর পাছা ধু।
৩| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২২
অগ্নি সারথি বলেছেন: খিক।
৪| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯
জনাব মাহাবুব বলেছেন: এভাবে কাউকে খাটো করা ঠিক নয়।
শিক্ষিত হলেই উন্নতি ও সাফল্য আসে না।
অল্প শিক্ষিত মানুষকে মূল্যয়ন করতে শিখুন।
৫| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১০
নতুন বলেছেন: আসলে সে ইচ্ছা করলেই বড়লোকের
কোনো ছেলেকে পটাতেই পারত।কিন্তু
তার রক্তে আছে দারিদ্র।সে হয়ত বামুন
হয়ে চাদে ছোয়ার সাহস পায় নি।
রক্তে দারিদ্র থাকে?????
খালেদা/হাছিনা সো কেসে থাকা পুতুল মাত্র.... তাদের ঐখাতে বসিয়ে বাকি রাজনিতিবীদেরা দেশ নিয়া ধান্ধা কইরা খাইতেছে.....
সাধারন মানুষকে ভুলাতে হইলৈ একটা ইমসনাল ইসু লাগে.... তাই হইতেছে এই দুইজন...
আর সাটিফিকেটেই যদি সব হইতো তবে....
নবী রাসুল থিকা শুরু কইরা... অনেক কবি ..নেতা আপনার হিসেবে ছোট!!!
৬| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১২
চারশবিশ বলেছেন: অশিক্ষিত বলতে আপনি কি বোঝেন
৭| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭
বোকা মিয়া বলেছেন: আপনার ধারণা ভুল। কেবল স্কুলে-কলেজে গিয়ে পড়ালেখার নামে আড্ডাবাজি, ডলাডলি করলেই শিক্ষিত হওয়া যায় না। শিক্ষা একটি চলমান প্রক্রিয়া আর এটার সাথে নিজেই সম্পৃক্ত হতে হয়। দুনিয়ার কেউ কাউকে শিক্ষা দিতে পারবে না যতক্ষণ সে নিজে শিখতে না চায়। পৃথিবীর অনেক মহৎ মানুষ স্কুলে যান নাই কিন্তু তারা ছিলেন স্বশিক্ষিত।
৮| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: @রবিউল বাবা - মা দুইজনই ঢাকা ভার্সিটির স্টুডেন্ট।আর বাবা বিসিএস ক্যাডার। আর কিছু লাগবে শিক্ষিত হতে??!!
৯| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: আর @সবাই দেশ দেশ সেবা করতে শিক্ষা না লাগলেও এত জনবহুল একটা দেশ পরিচালনা করতে কি শিক্ষা লাগে না ভাইয়া রা......????
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আপনি এই ভাবে বললেন ? :!> :#>
জানেন আমরা আপনাকে বল্গ ছাড়া করব।