নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

আমার ভাল বন্ধু না থাকার প্রধান কারণ.....

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৫

সমালোচনা কথা টা ভাঙলে আসে 'সম' আর 'আলোচনা' .... -_-



মানে সমান ভাবে আলোচনা।



আমি যখন কারো সমালোচনা করি তখন চেষ্টা করি তার ভাল, মন্দ দুইদিক ঈ তুলে ধরতে একই স্ট্যাটাস বলেন বা কথা - বার্তাতেও।



ব্যাপারটা অনেক আগেই বলছিলাম বাঙালী খালি গুনগান শুনতেই পছন্দ করে কখনো গালি শোনার জন্য নয়।কারণ বাঙালী শিক্ষা লাভ করার জাতি নয় (আমি নিজেও বাঙালী। বুঝে নিয়েন কি বুঝাইলাম)



যাই হোক যারা ভাবে আমি সমালোচনা করি নিজের দাম বাড়ানোর জন্য তাদের বলি আমি নিজেও চাই কেউ আমার সমালোচনার 'সমালোচনা' করুক।কারন আমি আমার ভুল থেকে শিখতে চাই।তাকে মোকাবিলা করতে চাই।



ছোটবেলা থেকেই আমার ঘাড়ের রগ ব্যপক ত্যাড়া।কেউ সামনে দিয়ে আমার মতের বিরুদ্ধে কথা বলে যাবে আমি সহ্য করব এটা কোনোদিন হয় নাই।বড় কেউ উল্টাপাল্টা কিছু বল্লে চোখ গরম করে তাকাইছি এট লিস্ট বিড়বিড় করে বেয়াদপি করছি এটাই আমার স্বভাব।



বাপের সাথেও এইটা করছি।ফল খালি বাপ-মা না দুনিয়ার সব লোক আমার সমালোচনা করে।



এরপরেও আমি বিলিভ করি কিছু লোক এই সমালোচনার জন্যই আমাকে ভালবাসে।হ্যা এটা ঠিক তারা আ

আমাকে বেশি আপন করতে ভয় পায় তাদের সমালোচনা করব সেই ভয়ে বাট তারা বিপদে - আপদে সাহায্য চায়।এর মানেই তো তারা আমায় আপন ভাবে। তাইনা???



আমার অত আপন লোক দরকার নাই।আমার কোনোদিন ও বেস্ট ফ্রেন্ড হয় নাই।হয়ত আমার কপালেই নাই।আমার এখন মনে হয় ভবিষ্যতে ও হয়তো এমন কাউকে পাব না -_-

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.