নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

বন্ধু সমাচার....#২

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৪

আমার মনে হয় আমার একটা ক্ষমতা আল্লাহ দিছে মানুশের দুঃখ কষ্ট সহজেই বুঝতে পারার...



আমি এটা নিয়ে অবশ্য অনেক হ্যাপি।কীভাবে কীভাবে যেন আমি অনেক মানুশের ই ভেতরের দুঃখ কষ্টের সাক্ষী...



যা অনেককে বলতে পারে না আমাকে ঠিকই একবার বলে গেছে বা আমি বলিয়ে নিছি।



the Godfather নামে একটা মুভি আছে।যেখানে গডফাদার সবার সব সমস্যার সমাধান করে দেয় ফ্রি ফ্রি।শুধু একটাই শর্ত তার বন্ধু হতে হবে।আর তাকে গড ফাদার ডাকতে হবে....



আমিও ওই মুভিটার মতো সবার ফ্রেন্ড হতে চাই।তার সমস্যা সমাধান করতে চাই।



মানুষের এইসব দুঃখ কষ্টের মাঝে একটা জিনিস ই দেখি।মানুশ জানে এই কষ্টের শেষ নাই।তাও তাদের মনে ছোট্ট আশা।শেষ হয়ে যাবে।সব আগের মতো আগাবে...



বাট আমার স্ট্যাটিকস বলে আসলে বাস্তবে আবেগ কখনোই চলে না....



একজন বাবা মারা গেলে মেয়ে সবচেয়ে বেশি কাদে আপনি তাই মেয়েকে কি সবচেয়ে ভালো বলবেন....???



নাকি যেই ছেলে সারাদিন মস্তানী করে এসে ছিনতাই করা টাকা দিয়ে আপনাকে ওষুধ কিনে খাওয়ায় তার প্রশংসা করবেন???



হ্যা হয়তো বাইরে ঘৃণায় দেখাবেন।বাবা হিসেবে দেখানো উচিৎ। বাট মনে মনে আপনে কিন্তু তার প্রশংসা ই করবেন....



দুঃখজনক হলেও সত্যি এটাই বাস্তবতা।আমি তাই আমার আশেপাশের মানুষগুলোকে বাস্তবের পেছনে ছুটতে বলি।অলীক কিছুর পেছনে না।এইজন্যই অনেকের কাছে আমি অনেক খারাপ। কিন্তু মন থেকে আমি কারো খারাপ চাই না :-)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.