নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

২০ টি অজানা তথ্য বেজবাবা সুমন সম্পর্কে.... :-)

২৪ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৮

"এক মুঠো গোলাপ আর ওই নীল আকাশ

আকাশের চাদ অথবা এই রাত.... m/"



আজ সেই বেজবাবা সুমন এর সম্পর্কে অনেকেরই কিছু অজানা তথ্য শেয়ার করছি.... :-).



১.তার আসল নাম 'সাইদুস সালেহীন খালেদ "



২.সে বিখ্যাত খালেদ গ্রুপের মেইন বিজনেস হোল্ডার।



৩.খুব সম্ভবত উত্তরাতে তার নিজের একটা রেস্টুরেন্ট আছে।



৪.তার পারসোনাল স্টুডিও এর নাম "স্টুডিও ব্যাস "



৫.তিনি পেশায় একজন নাবিক।



৬.৭ বছর বয়স থেকে গিটার ধরেন।



৭.১২ বছর বয়সে প্রথম ব্যান্ডে ঢোকেন।



৮.১৯ বছর বয়সে ১১ টা ব্যান্ডে পারফর্ম করেন।



৯.তিনি মারাত্বক ভাবে ক্যান্সারে আক্রান্ত।এবং তার যতবার এই ক্যান্সারের জন্য সার্জারি হইছে বাংলাদেশে খুব কম সং্খ্যক লোক বাচার জন্য এতটা বেশি লড়াই করছেন....



১০.এখনো পর্যন্ত তার কোনো ফ্যানই তার স্ত্রীর নাম উদ্ধার করতে পারেননি।তার বাচ্চা দুটোর নাম অরোরা আর আহনাফ।



১১.পূর্বে তিনি মারাত্বক রকমের মোটা ছিলেন এবং পরবর্তীতে ৩ টা সার্জারি র মাধ্যামে চিকন হন....



১২.তার অনেক গান তার নিজের লেখা হুলেও সবচেয়ে জনপ্রিয় গান "অদ্ভূত সেই ছেলেটি " তার ছোটো ভাই সজীবের লেখা...



১৩."প্রতিচ্ছবি " গানটা শুননে অনেক মেয়েই ভাবতে পারেন তার জন্য গানটা লেখা হইছে আসলে গানটা লেখা হয়েছিলো তার ছেলে আহনাফের জন্য।



১৪.তিনি ই একমাত্র mtD custom made 5 string ব্যাস গিটারের মালিক এই পুরো উপমহাদেশে....



১৫.তার পূর্বে ইউজ করা ব্যাস গিটার গুলো অধিকাংশই মাইলস এর শাফিন ভাই কিনে নিয়েছেন।



১৬.ছোটো বেলায় তার সকল ভাইদের মধ্যেই সেই ই সবচেয়ে খারাপ ছাত্র ছিলেন এবং তার বাবা তাকে এই জন্যেই পছন্দ করতেন না।



১৭.জীবনের দ্বিতীয় গিটার টি তিনি কিনেছিলেন এক পার্কে বসা প্রেমিক প্রেমিকা জুটির পেটে চাকু ঠেকিয়ে....



১৮.ফুয়াদ বাংালদেশে মিউজিক করার জন্য আসলে সে তপুর বাড়িতে সুমন ভাই এর সাথেই ভাড়া নিয়ে থাকতো....



১৯.তিনি চেলসির সাপোর্টার...



২০.সর্বশেষে যেটা বলা সবচেয়ে বেশি জরুরি তিনি পাচ ওয়াক্ত নামাজ পড়েন.... :-)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

আরণ্যক রাখাল বলেছেন: হ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.