![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
রাত দুপুরের অংকের কোলালাকুলি
আর কাটাকাটি
এতো এতো সামেশনের ভেতরে
শুধু তোমাকেই দেখি...
কত্ত কত্ত সম্ভবনার
অসম্ভবে
ইন্ট্রিগেশন চায়
তোমাকেই জড়াতে....
ফাংশনেরাও আজ অনশন করে
তোমার পদধূলি কেনো পড়ে না তটে
অংকের মতো যদি তুমি মিলে যেতে
আমার এই ছোট্ট হৃদয়ে
আপেক্ষিকতার সূত্র ভূলে
গড়ে সব নিতাম মধ্যমে..
জ্যামিতিক সেই ভালোবাসার গড়ে
যোজন যোজন বিস্তার গড়ে
একক মুক্য সংখ্যার মতো
প্রমাণ করতাম সব উপপাদ্য... <3
©somewhere in net ltd.