![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
আমার দাতের পোকা
দেখতে বোকা বোকা
যেন গাট্টু গাট্টু
পেট ভরার পরেওও বলে ' আরেকটু '
আমার দাত খেয়ে
বানায় একেকটা মেয়ে
তারাও বানায় ছেলে
একটু সুযোগ পেলে
আমি মরি ব্যাথায়
আম্মুই শুধু চেচায়
পোকা গুলা মহাসুখে খায়
আমার দাতের গা 'য়
আমার কি দোষ
তাই বলে নই তো নন্দ ঘোষ
চকলেট তো খাওয়াই দরকার
তাই বলে কি দিবি বলৎকার?
আমার সাতে বানিয়ে আস্তানা
প্রতিনিয়ত বানাচ্ছিস কারখানা
আমার প্রতি কি নেই তোদের দয়া
অথবা একটু খানি মায়া...?
আমি তো মরি তোদের জ্বালায়
তোরা আসলেই একটা বালাই
©somewhere in net ltd.