![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
তুমি আমার না
সেটা যেমন জানি
তুমি আমার না
সেটাও তেমন মানি
তোমার ভবোদয় হয়
হঠাৎ করেই রয়
তুমি ছুরি মারো
ছিড়েফেড়ে না
' ভালোবাসি ' বলে কাছে টানো
কোনো এক মায়ায় বাহুদোরে আনো
এন্থেসেসিয়া করে তবেই ছুরি মারো
বুকের ঠিক মাঝখানটায় ভরো
একটু একটু করে আরও...
বুঝিনা আমি তোমার ছলনা
মিথ্যা আদরে হয়ে যাই খেলনা
এক সময় বুঝি সবই সত্য না
প্রেম ভালোবাসা নিয়ে
উক্তি গুলো আসলেই ভূল না..
ঔষুধের মৃত্যু হলে
ব্যথারা জেগে ওঠে
বুঝি রক্ত পড়ে
বুকের ভেতর ও পোড়ে
কিছু বুঝে ওঠার আগেই বুঝি
লোহিত কণিকারা গেছে মরে
ইচ্ছে করে তাদের পাঠাতে
তোমার কাছেই রেপিং পেপারে মুড়ে
মাংস পিন্ড এফোঁড় ওফোঁড়
তবুও তোমার প্রেমেই বিভোর
করতে যদি একবার ও সফর
এ মনে সত্যিই নামতো ভোর...
©somewhere in net ltd.