![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
এবং কেউ অতীতে চলে
ইপিললিপিলের চাষ করা পতিতে
এভাবে ট্রাক্টর ঘষে যায়
সমাজ তান্ত্রিক মনের উপরে
আমার মাথায় হাত
সামনে অনেক আইড়
মাছের আড়ত
আমি ভেতরে ঢুকি
থরে থরে সাজানো মানত
এভাবে ঈশ্বর আসে
একের পর মৃত্যু সাজা পায়
স্বর্গ নরকের হিসাব
কর্কশ ভাবে কানে জন্ম নেয়
আমি কামিয়াল হতে পারি না
আমি কোন ঈশ্বরে মানি
তাদেরকে কতোটুকুই বা জানি
আমি কিসের ভাষায় তর্ক করি
রাত নামানোর ঘুমের বড়ি
আমি শুদ্ধতা চাই
অনেক মানবতা
বিশ্বে ঈশ্বর বিরাজ করুক
থামুক,সহিংসতা
আমি ধর্ম চাই
অধর্মের বর্ম হিসেবে
আমি কর্ম চাই
এটাই চর্ম ঢাকে...
©somewhere in net ltd.