নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

বাস-কন্ডাক্টর...

০১ লা মে, ২০১৫ সকাল ৭:২৫

যারা রাস্তা বেচে খাচ্ছো স্বাধীনভাবে
তাদের স্বাধীনতার দাপট থেমে যাবে
তোমরা মারা পড়বে অভাবে
মধ্যজীবি পরকীট চলে এসেছে
খারাপ ব্যবহার করতে

তোমরা খারাপ ব্যবহার পাওয়ার যোগ্য
তোমরা মিথ্যে বলে ভাত খাও
বাসা থেকে সত্য বলে বাসস্ট্যান্ডে যাও
এরপর পুরোটায় মিথ্যে
তোমাদের গন্তব্য,মন্তব্য
সব কিছু যেন এক মিথ্যের ঝুলি

আমি পশ্চিম বাংলার এফোঁড়-ওফোঁড়
ক্রস করছি তোমার যানে চলে
এমন ভাব তোমার সাবওর্ডিনেট আমি
আমার কষ্ট করে আয় করা টাকা নিয়ে
তোমার তৈরী করা কেচ্ছা কাহিনী শুনতে ভালো লাগে না
তোমাকে ভাই ডাকতে আমার লজ্জা লাগে
কেনো এই পহেলা মে
কেনো তোমাদের এতো সাজ সরঞ্জাম?
যতসব ফালতু তোমরা করে বেড়াও গেঞ্জম

আমি এসব চাই না
প্রতি নিশ্বাসে বিষ কিনছি
কড়া কিছু চকচকে নোট দিয়ে
আমরা উল্টো রথে বসেছি যেন
মৃত্যু হাতে নিয়ে
এর চাইতেও আমি ভালো গাড়ি চালাই
নিউইউর্কের রাস্তায়
আমার পিএইচপিতে

তাও তোমার তাচ্ছিল্যতা আমার টাকা পাওয়ার পর
দেখলে গা জ্বলে আমার
কিসের এতো অহংকার?

তুমি অনেক নীচ
মিথ্যে বলে টাকা রোজগার করো
তুমি অনেক কীট
তোমার মাথায় ভাঙা উচিৎ ইট....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.