![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
দেয়ালে সেটে রাখা পোস্টারে
ক্যারেক্টারকে বেধে রাখা হয় কোস্টারে
দুটো গুলি বরাদ্দ কোস্টগার্ডকে
আর শরীর ছিন্ন ভিন্ন সী পোর্টে
আমাদের মাথায় ছিলো বিশাল গোল
সব কিছুতে হয়ে গেলো গন্ডগোল
অনেক বড় শ্রিম্পের চালান এবার
অনেক টাকা আমরা করবো সাবাড়
এতো প্ল্যান এতো আমাদের পরিকল্পনা
আমরা হাতে আকি ট্যাটু নয় আল্পনা
চোখ থাকতেও এক চোখ ঢেকে রেখে
আমরা নাকি অকালে গেছি পেকে
আমরা সবাই ব্রেভ
জ্যান্ত দিলেও গ্রেভ
আমরা এগোবো
সব গুলোকে এক এক করে সরাবো
আমাদের পথের শেষ
আমাদের ছিলো রেষ
এতো অদ্ভূত, এতো স্বপ্নে
আমাদের দেশ
অন্যকে মেরে নিজে বাচা স্বভাব নয়তো
আমাদের টাকার অভাব অনেক বেশি হয়তো
আমার মায়ের কর্কটে চোখ হলুদ
নিঃশ্বাস নেয়া মুখ দেবে যায় বুক
অনেক টাকা দরকার
শহরে ক্যাপিলাস্টদের অহংকার
চোখের সামনে সব হচ্ছিলো ব্লার
দুই দিনের ট্রেনিং এ আসলাম এখানে
অনেক টাকায় ভাসলাম প্রতিক্ষণে
এভাবে কাটছে দিন অনেক টাকা
ক্যাপিলাস্টদের পকেট কেটে করছি ফাকা
এ দু চার সিকিউরিটি কে মারতে অনেক লাগে
অনেকের সত্যিই মা ছাড়া ফাকা লাগে
এ সব ছেড়ে দিবো
মা মরে যাক
আমি সরে যাবো
নিজের মা কে বাঁচাতে
কতো মা কে শোকে কাঁদাই
নিজের মা তো বাঁচে না
নিজের মনকে অনেক ভাবাই...
©somewhere in net ltd.