![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
ভাবুন....
.
আপনি একদিন ঘুম থেকে জেগে উঠে দেখলেন....
.
আপনি আঙুল নাড়াতে পারছেন না....
.
ভূল বললাম, দেখেন নি,অনুভব করলেন আঙুল নাড়াতে পারছেন না। দেখেন নি কারণ আপনি চোখে অন্ধকার দেখছেন।মানে আপনি অন্ধ হয়ে গিয়েছেন হয়তো....
.
আবারো ভূল বললাম....
.
আপনি আসলে অনুভব ও করতে পারেননি কারণ আপনার পা ও নাড়াতে পারেন নি।মানে আপনি প্যারালাইজড.... :-)
.
কি ভাবছেন? :-)
.
চিৎকার করবেন....?
.
লাভ নেই.... :-)
.
ধরে নিন আপনি বোবাও হয়ে গিয়েছেন।চিৎকার বের হচ্ছে হয়তো আপনি জানেন না....
.
জানার কথাও না আসলে কারণ আপনি বধির...
.
এটাও ধরে নিন... :-)
.
এখন চোখ বন্ধ করে পুরো এটমোসফেয়ার টা ভাবুন... :-)
.
দুনিয়ার সবচেয়ে নিঃস্ব অবস্থা বোধ হয় এটা....
.
যেখানে আপনার চিৎকার আপনি নিজেও শুনবেন না।আপনার চোখের পানি আপনি নিজেও দেখবেন না।নিজের হাতেও বুঝবেন না....
.
শুধু হৃদপিন্ড আর ব্রেইণ টা কাজ করবে....
.
কার কথা মনে পড়বে সবার আগে....? ভেবে বলুন তো একবার... :-)
২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০৫
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: কেনো? :O
২| ২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩৪
সুমন কর বলেছেন: আপনিই আগে চিন্তা করুন। তারপর বলেন, কেমন লাগল?
৩| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০৬
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: আপনার টা শুনে তারপর বলবো :-)
৪| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৯
নতুন বলেছেন: কারুর কথা মনে হলে সবার প্রথমে মা আর নিজের সন্তানের কথাই মনে পড়বে।
নিচ ভিডিওতে দেখুন.... ছেলটি ১২ বছর এই রকমের অবস্তায় ছিলো...
https://www.youtube.com/watch?v=wjCO-bJknSs
২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ভিডিও টি পেলেন কোথায়?
৫| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:২০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আমার প্রথমে মৃত্যুর কথাই মনে আসবে। এরকম পরিস্থিতিতে বেচেঁ থাকার চেয়ে মৃত্যুই শ্রেয়।
২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: হতে পারে
৬| ২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
নতুন বলেছেন: https://www.youtube.com/watch?v=gp2oUj6EimY
মারটিন পিকটোরিয়াস.... Martin Pistorius নামদিয়ে গুগুলে সাচ দেন। গোস্ট বয় নামের একটা বই লিখেছেন।
ইন্টারনেটে খুজলে ৯৯% জিনিসই পাবেন। আমাদের যা ঘটে তা দুনিয়াতে অন্য মানুষেরও ঘটে।
৭| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৭:০৭
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: আচ্ছা দেখছি :-)
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩১
শায়মা বলেছেন: এইভাবে ভয় দেখাও কেনো ভাইয়া????

একদিন সকালে উঠে আমি হাত উঠাতেই পারছিলাম না।