![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
আকাশ তোমার কান্নায় ফেটে পড়ার কারণ বুঝিনি এখনো
মেঘমালা সুদূর আটলান্টিস থেকে যেভাবে আসলো
ভয় পেয়ে গিয়েছিলাম
পারবানবিকের মতো
ইউএফও শেষ কবে দেখা গিয়ে ছিলো তোমার মাঝে?
তোমার রুক্ষতাও এমন নিশ্চিহ্ন এর মতো আচরণ করছে
আমার ডেস্কটপে তোমার লাস্ট ল্যান্ডস্কেপেরও আজ কান্না শোভা পাচ্ছে
randomly হরিজন্টাল ট্রানজিশনেই চ্যারিয়ট হলো
বুঝলাম না সব কাকতালীয় কেনো এক দিনে
ওহ,আচ্ছা, খবর শুনেছো?
আমার অবস্থা একটু খারাপ
কিডনী নড়বড়ে
ভাবা হচ্ছে বেশিদিন বাঁচবো না
সত্যি টা জানো?
অনেক গোপণ করে গেছি
আচ্ছা তোমার কিডনী ভালো আছে তো?
মানে, আমার কেনো যেন মনে হচ্ছে
শরীরে পানি না থাকলেও এক জায়গায় রয়ে গেছে কিছু
সে খোজ নেয়নি বহুকাল
আমি সেধে জিজ্ঞেস ও করিনি
" কেমন আছে সে? " এই প্রশ্নের উত্তর তুমিও খোজো নাকি?
পৌরাণিক কাহিনীগুলো তো পড়া হলো না
কোনো দেবতার সময়ে তুমি
কিছু ছিলে নাকি?
কোনো মানবী তোমার সাথে?
এরপরে অভিশপ্ত হয়ে আকাশ হয়ে গেলে?
যার পুরোনো স্মৃতি মনে পড়লে মাঝে মাঝে কান্না পায়
আর মাঝে মাঝে রাগ?
যাই হোক,পানি অনেক রয়ে গিয়েছিলো শরীরের কোথায়
কিডনী টা চলে যাচ্ছে
মৃত্যুর আগ পর্যন্ত হয়তো তোমার মতোই কিছু পানি ঝরাবো হয়তো চোখের কোনা থেকে
এরপরে আসছি তোমার কাছে
অপেক্ষা করো আকাশ...
©somewhere in net ltd.