![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
আমি অনুসারিত প্রতি পদক্ষেপে তার
আমি কি নিতে পারি তার ভার?
এতো সহসা ছোট খাটো ডিসপেনসারিতে
কি সব ঔষুধ বিতরণ হচ্ছে
আমার পা যে টল টল করে কাঁপছে!
এদিকে হুশ কার কবে ছিলো
সন্ধ্যা আমাকে যে এক পেগ দিলো
কে জানে সে কি ভেবে নিলো
.
এরপরে এডোপশনের কাগজ পত্র
এডোপ্ট করে যেন শেষ চুক্তিপত্রে
তোমাকে ফ্রস্ট করে রাখার চিন্তা ভাবনা
এ যেন ছেলেখেলা
তোমাকে ভুলিয়ে অযথা আলোচনা
.
কতো কথা! সময়! স্মৃতি
বেরিয়ে যায় আমার বুক সেল্ফে
ঠেস দিয়ে তোলা শেষ সেল্ফি
উইচ্যাটের চ্যাটরুমের কুল্ফি
.
সব অতীত হয়ে যাচ্ছে
ভবিষ্যতের মোড়ে ঘুপটি মেরে বসে আছে বর্তমান
সময়ের খাম খেয়ালি পনা
যেন আমার গোনার বাইরে
আজ চলছে চলুক
এক পেগ খেয়ে নেই
গাড়ি থামছে থামুক
আমি তো আর বেচে নেই...
©somewhere in net ltd.