![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
ব্রহ্মাণ্ড চালাও বলে
ঢালাও ভাবে তুমি দোষ দেবে
ফ্ল্যাট আর্থের অজুহাতে
হাতি-কচ্ছপের কাছেই হারবে
.
ভেবে কতোজন ছোঁবে
মহাকাশের পানে ছোঁটে
ভূল ব্যাকরণে, ভূল কুরানে
তোমার চিহ্ন খোটে
.
এভাবেই চিরকাল চলেছে ধর্ম
অনেকের কাছে যা ছিলো বর্ম
একের পর এক লোক মরেছে
মানুষের কাটা মানুষ সরিয়েছে
.
কি দোষ ছিলো কার!
কে নেবে এদের ভার
ভূল ধর্ম, গোড়া কর্ম
না কোনো মাটির পুজো
বা কাসার মূর্তি হারায়নি তাদের
ভূল পাঞ্জাবিই ব্যাকরণ যাদের
.
এই সহিংসতা, ধর্মের ভীড়ে
তেরেসার মনুষ্যত্বের গীড়ে
সব মুছলো, বুদ্ধের মর্ত্য
কারা ভাঙলো এসব শর্ত
খুঁড়লো মৃত্যু গর্ত
পাঠালো অবকাশে
সব মৃত্যু জন্মাবে এই ঘাসে
ছুটছে তোমার কাছে আকাশে
বিচার করো!
তোমাকে যে বড় বিশ্বাস করি ঈশ্বর
একটু রেখো সাক্ষর!
পৃথিবী যে বড়ই নিরক্ষর...
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার "ভূল" বানান টি ভুল হয়েছে!