![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
মানুষের ঘোরাঘুরির পরিমাণ অনেক বেরেছে আগের তুলনায়।মানুষ এখন সময় পেলেই বেরিয়ে পরে।কিন্তু নিজের দেশকে আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা খুব কম মানুষ করছে।কিছুদিন আগে একটা কাজে কক্সবাজার যাওয়ার সুযোগ হয়।ভাবলাম এই ফাকে একটা ভ্লগ করে ফেললে কেমন হয়।সেই থেকেই শ্যুট করে এনেছিলাম।কিন্তু অক্টাপড অথবা ট্রাইপড টাইপের কোনো স্টাব্লাইজার না থাকায় হাত প্রচুর শেক করেছে এবং প্রাইম লেন্স আর ক্রপ বডির ক্যামেরা হওয়ায় শ্যুট করতেও খুব বেগ পোহাতে হয়েছে।
পুরো ভিডিও ৫০এম এম লেন্সে ৬০০ডি ক্যানন বডি ছাড়া আর কিছু ব্যবহৃত হয়নি।এডিট করেছি আমি নিজেই।
ভালো লাগলে শেয়ার করতে পারেন আর যদি পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি।স্টুডেন্ট লাইফেই টুকটাক টাকা জমিয়ে ঘুরতে বেরিয়ে যাই।খুব শখ ছিলো চ্যানেল স্টাব্লিশড হলে কোনো পেমেন্ট পেলে সেসব টাকা নিয়ে ঘুরবো সারা পৃথিবী।কিন্তু এসব ভিডিও আসলে কেউ দেখে না।তাই ঘোরাও হয়না।ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেখি কেমন বলেন আপনারা।
ইউটিউব ভিডিওটির লিংকঃ
A journey to remember Cox's Bazar
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০১
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: ধন্যবাদ আপনার রিভিউ এর জন্য।আপনার বিষয়গুলো মাথায় রাখবো পরবর্তী কাজে
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫২
রাজীব নুর বলেছেন: দেখলাম ভিডিও টি।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০২
সৌম্য বলেছেন: পার্ফেক্ট লেংথ (৪মি ৩১ সে), দারুন ক্যামেরা সেন্স, আর মার্জিত এডিটিং। কালার কারেকশন খুব ভালো লাগছে। তবে শুরুতে একটা ছেলের খামোখা ঘরের মধ্যে হাঁটাহাঁটি এটা না থাকলে আরো জমতো।