![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুকরন নয়, অনুসরন নয়, নিজেকে খুঁজি, নিজেকে জানি, নিজের পথে চলি।
((১))
হ্যালো, কেমন আছিস বইন?
-
আমিও ভালা, তোর ছুট মাইয়াডা কি বিয়া দিছস?
-
আমার কাছে একটা ভালা পোলা আছে, মাইয়া দিবিনি?
-
হ, পোলা ভাল। শিক্ষিত, দেখতে শুনতে ভাল, ভাল চাকুরি করে।
-
হ, ফ্যামিলিও ভালা।
-
আইচ্ছা, আমুনে। তোর মাইয়া এখন কিসে পড়ে?
-
ভাল, ভাল। তোর সাহেবের সাথে কথা কইস, এরপরে আমারে জানাইস, পোলার মায়েরে লইয়া আমুনে।
-
না। তোর ভাই সাহেবের শরীর’টা ভাল না।
-
হরে বইন, এর লাইগাই তোঁ কোথাও যাইতে পারি না। আইজ কি রান্না করছ? (এরপর ব্লা ব্লা..................... ব্লা ব্লা..................... ব্লা ব্লা..................... ব্লা ব্লা..................... ২০ মিনিট শেষ)
((২))
হ্যালো? করিমন? কি করস? আমি মাজেদা।
-
হু, ভালা আছি। তোরা কেমন আসছ? ভালানি?
-
হু, সবই ভালা। ঐ শোন, আমাগো স্বর্নার পোলা অহন বড় হইছে, বিয়া দিব। তোর মাইয়া কি বিয়া দিছস?
-
হ, হ, আমি অহন স্বর্নার বাসায়, হ ওরা ভাল আছে। তোর মাইয়া কতদুর পড়ছে?
-
ভাল করছস বইন, পড়াশুনা না করলে এখন কেউ দাম দেয় না। হুন, স্বর্নার পোলাও ভাল পড়াশুনা করছে। ল’পাশ দিছে, তয় উকলাতি করে না, প্রাইভেট কম্পানিতে চাকুরি করে।
-
হ, পোলা দেখতে শুনতে ভাল, উচা লম্বা।
-
আইচ্ছা পোলার মায়েরে লইয়া আমুনে।
-
আরে পোলা আইত না, পরে আইব, আগে আমরা দেইখা শুইনা লই। রাইতে ভাত খাইছস? কি দিয়া খাইছস? কেমনে খাইছস? ব্লা ব্লা..................... ব্লা ব্লা..................... ব্লা ব্লা..................... ব্লা ব্লা.................... ৩০ মিনিট শেষ )
((৩))
হ্যালো, সেলিনা? ও, সেলিনা কই? দে তোর মায়েরে মোবাইল’ডা দে, কবি মাজেদা খালা মুবাইল দিছে।
হ্যালো, সেলিনা, কেমন আছস? তোর পোলাপাইন সবাই ভাল?
-
হ, আমরাও ভাল আছি। তোর বড় মাইয়া কি বিয়া দিছস?
-
ও, ছোট’টা কি সে পড়ে এখন?
-
ও ভাল,ভাল। শোন, আমার কাছে একটা পোলা আছে, মাইয়া বিয়া দিবিনি?
-
পোলা, চাকুরি, করে ব্যাবসা করে। শিক্ষিত, দেখতে শুনতেও ভাল।
-
আমার বইনের পোলা।
-
না, ঢাকায় নিজের বাড়ি নাই।
-
না, সরকারি চাকুরে করে না। প্রাইভেটে চাকুরি করে।
-
তাতে কি? শিক্ষিত পোলা, বাড়ি গাড়ি করতে সময় লাগে নাকি?
-
এইডা কি কস? মাইনষে ভাল পোলা খুজে আর তোরা বাড়ি গাড়ি খুজস!!
-
আইচ্ছা হেইডা তগো ইচ্ছা, তয় আমি আপন মনে করে কইছিলাম। এইরকম ভালা পোলা আর হয় না।
-
আইচ্ছা, আমুনে একদিন। (ব্লা ব্লা............ব্লা ব্লা.........ব্লা ব্লা ৩০ মিনিট শেষ)
মাজেদা খালা মোবাইল’টা সোফার পাশে রাখলেন। উনাকে কিছুটা মনখুন্ন মনে হল। না, আর সুযোগ দেয়া যায় না। আমি আস্তে করে আমার মোবাইলটা হস্তগত করলাম, যেন প্রান ফিরে পেলাম। ব্যালেন্স চেক করতে গিয়ে আমি পুরাই টাস্কি খাইলাম, বিদেশে কল করব বলে বেশ কিছু টাকা রিচার্জ করে ছিলাম, পুর টাকাটাই “জলে”গেল।
“জুনি, যা তুই হাত মুখ ধুয়ে আয়, তোর সাথে কথা আছে” বলে উনি আম্মুর সাথে খোশ গল্প শুরু করলেন।
মাজেদা খালা। আমাদের মাজেদা খালা। উনি এক আজব চরিত্র। পৃথিবীর সব মানুষই উনার আপন, সব মানুষই উনার কাছে সমান, সে সিএনজির ড্রাইভার হোক আর প্লেনের পাইলটই হোক, উনি পার্থক্য খুজে পান না।
মাজেদা খালা আমার আপন খালা নন, এমনকি দূর সম্পর্কেরও কোনো আত্মীয় না। আমাকে জন্ম দিতে যখন আমার আম্মু হলিফ্যামিলি হাসপাতালে ভর্তি হন, তখন মাজেদা খালাও উনার সন্তান জন্ম দিতে একই ওয়ার্ডে ভর্তি ছিলেন। সেখান থেকেই এই দুই “মায়ের” পরিচয় হয় ও পরবর্তিতে উনারা দুইজন বান্ধবী পাতান।
আগের দিনে মোবাইল/ইন্টারনেট না থাকলেও “আত্ত্বার টান” ছিল, তাই দুই পরিবারের মাঝে খুব সহজেই একটি সেতু বন্ধন হয়। সপ্তাহে না হোক, অন্তত মাসে একবার উনাদের বাসায় যেতাম বা উনারা আমাদের বাসায় আসত। আম্মু ফার্মেসির দোকান থেকে নিয়মিত পয়সা খরচ করে মাজেদা খালাকে ফোন দিত, উনিও প্রায়ই আমাদের বাড়িওলার নম্বরে ফোন দিত। এখন আমরা আধুনিক, সবার কাছেই মোবাইল নামের আধুনিক যন্ত্র আছে, কিন্তু আম্মুকে সেই আগের মত কাউকে আর ফোন দিতে দেখি না। হয়ত উনিও আমাদের মত আধুনিক হয়ে গেছেন তাই আগের মত আর আত্ত্বার টান অনুভব করেন না।
মাজেদা খালার সাথে আমার দেখা হয় না প্রায় ৬ থেকে ৭বছর হবে। লাস্ট উনাদের বাসায় গিয়েছিলাম এক কোরবানির ঈদে, খালু সাহেব আমাকে ১০০টাকা সালামি দিয়েছিলেন, কিন্তু উনি যখন শুনলেন আমি ভার্সিটিতে পড়ি ও বেকার, তখন উনি আমাকে ৫০০ টাকা সালামি দিলেন। সেটিই ছিল আমার জীবনে পাওয়া বড় অংকের সালামি।
আজ বাসায় এসে দেখি মাজেদা খাল ড্রইং রুমে বসে আম্মুর সাথে কথা বলছেন। অনেক দিন পরে দুই বান্ধবির দেখা তাই উনারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। এক ফাকে আম্মু আমার মোবাইলে ব্যালেন্স আছে নাকি জিজ্ঞাসা করে আমার মোবাইল নিয়ে গেলেন, তারপর থেকেই মাজেদা খালা আমার মোবাইলের ১২টা বাজাচ্ছেন।
-জুনি, তোর সাথে আলাপ আছে ( কোনো এক অজানা কারনে খালা আমার জনি নাম উচ্চারন করতে পারেন না,তাই উনি আমাকে জুনি নামেই ডাকেন)
- কি আলাপ খালা? আসেন বসেন (খালা আমার রুমে এসে খাটে বসল)
-তোর কি কোনো পছন্দের মাইয়া আছে?
-না খালা, থাকলে তোঁ অনেক আগেই বিয়া করতাম
-তোর পছন্দ কেমন?
-হে হে এই ধরেন যে মেয়ে বাসায় হবে মায়েদের মত পরিপাটি, গোছানো, সাংসারিক দ্বায়িত্ববান, বাহিরে হবে বন্ধুর মত, আর বেড রুমে হবে গার্লফ্রেন্ডের মত।(আমি আমার স্বভাব মত হেসে উত্তর দেই)
(খালা কি বুঝল বলতে পারি না) উনি আবারো প্রশ্ন করল
- মানে? কেমন মাইয়া চাস তুই? আমরা সেই রকম খুইজা দেখুম।
-আমি আর কেমন মাইয়া চাইব? আপনেরা দেখেন, আপনারা মুরব্বিরা যেটা ভাল মনে করবেন সেটাই হবে, আমার কোনো পছন্দ বা আপত্তি নাই। (এবার সিরিয়াস মুডে উত্তর দিলাম)
-ভালা, সেটাই ভালা।
(খালা কিছুক্ষণ চুপ থেকে আবার কথা শুরু করলেন)
-বাবারে, কোনো বাপ মায়ে কি চায় পোলার জন্যে খারাপ মাইয়া আনতে? আমার পোলা দুইটা বুঝল না, ওরা নিজেদের মত বিয়া করল। (মাজেদা খালার দুই চোখ ভিজে উঠল), কত আশা ছিল পোলাগো নিজ হাতে বিয়া দিমু, নিজে পছন্দ করে মেয়ে আনুম, ১০ গ্রামের লোক আমার বউ দেখতে আইব, মাইনষে সুনাম কইব। কত আশা ছিল একটা ভাল মেয়ের হাতে সংসারের দায়িত্ব তুইলা দিয়া আমি নিশ্চিন্তে আল্লাহ আল্লাহ করুম।
(মাজেদা খালা কান্না করছেন ও উনার দুই চোখ দিয়ে পানি ঝড়ছে) উনি আপন মনে কথা বলেই চলছেন। মাইয়া দেখুম, মাইয়ার বাপ মা দেখুম, বেয়াই বেয়ানের সাথে গল্প করুম, বেড়াইতে যামু। কত আশা ছিল, কিছুই হইল না। পোলারা বুঝল না ওগো বাপ মা হিসেবে আমাগো কিছু চাওয়া পাওয়া থাকে, পোলাগো উপর বাপ মায়ের হক থাকে।
মাজেদা খালা দির্ঘ শ্বাস ছাড়লেন। উনি আরো কি কি যেন বলছেন। আমি এই সব শুনছি না। আমাকে কক্সবাজার যেতে হবে, ব্যাগ গুছাচ্ছি, নিচে গাড়ি অপেক্ষা করছে। আমরা ইয়াং স্মার্ট, ডিজুইস পোলাপাইন। মুরব্বিদের এই সব কথা আমাদের শুনতে হয় না, আমরা নিজেরাই সব কিছু জানি।
২| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:৩০
অন্তহীন বালক বলেছেন: আমরা ইয়াং স্মার্ট, ডিজুইস পোলাপাইন।
২৪ শে মে, ২০১৩ দুপুর ১:২৮
s r jony বলেছেন: তাই তো আমরা মুরব্বীদের কথা শুনি না।
৩| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:৩৬
আমিভূত বলেছেন: মায়েদের ইচ্ছের মূল্যায়ন যেন হয় আবার নিজের মনও রক্ষা হয় এমন ভাবে যেতে পারলে ভালো হত !
২৪ শে মে, ২০১৩ দুপুর ১:২৯
s r jony বলেছেন: খুবই দরকারি কথা বলেছেন ভাই, আপনাকে ধন্যবাদ
৪| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:৫৪
মামুন রশিদ বলেছেন: বিয়ের আলাপের মাঝে কক্সবাজার গেলে আলাপ আগাবে কিভাবে
২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৩০
s r jony বলেছেন: মা খালারা আছে না?
৫| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:০৯
কালোপরী বলেছেন: হুম
২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৩১
s r jony বলেছেন: কি ভাই?
৬| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:১২
চারশবিশ বলেছেন: ঠিক আছে ক্ষমা করে দিলাম
কক্সবাজার বলে কথা
২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৩৩
s r jony বলেছেন: শুধু ক্ষমা!!! আর কিছু দিবেন না?
৭| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:৪৪
রায়ান ঋদ্ধ বলেছেন: আমার ধারণা আমার কোনোদিন বিয়েই হবে না!!
২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৩৩
s r jony বলেছেন: কেন ভাই?
৮| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:১৯
মদন বলেছেন: +
২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৩৪
s r jony বলেছেন: ধন্যবাদ ভাই
৯| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:৫২
স্বপ্নবাজ অভি বলেছেন: টেনশন নেন কেন? দুই ভাই একসাথে বিয়ে করবো!
২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৩৫
s r jony বলেছেন: তোমার গার্লফ্রেন্ডের বড় বোন আছে? তাইলে কিন্তু তোমার শশুরের খরচ কমে যাবে
১০| ২৪ শে মে, ২০১৩ সকাল ১১:০৯
শীলা শিপা বলেছেন: আর বেশি দেরি নাই। জনি ভাইয়ের বিয়ে এ যাত্রায় মনে হয় হয়েই যাবে। তাইলে আর এখন ঘুরতে যাচ্ছেন কেন?? একবারেই যাবেন সাথে বউ নিয়া।সেটা ভাল হয় না??
২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৩৭
s r jony বলেছেন: আরে বৌ নিয়া আইলে তোঁ ডাবল খরচ হবে, তাই একা একাই আসলাম।
সমুদ্রের পানি পাঠাইছি, পাইছেন?
১১| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
জনি ভাই রক্স এন্ড বেক এগেইন। ++++++++
২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৪১
s r jony বলেছেন: ব্যাক মানে ? আমি কই গেছিলাম!
১২| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:৪২
শিপু ভাই বলেছেন:
হিমুর মাজেদা খালার কথা মনে পইড়া গেল!!!
+++++++
আমিও আমার বাবা মায়ের মনে দুঃখ দিছি। এই অনুভুতিটা আমাকে সারা জীবন তাড়া করবে।
২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৪৩
s r jony বলেছেন:
সবার মাঝেই একটা করে হিমু থাকে আর সব হিমুদেরই একটা করে "মাজেদা" খালা থাকে
১৩| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
Sohelhossen বলেছেন: ভাই বিয়া করবেন কবে ? ( কোন বিয়ার দাওয়াত পাই না )
বড় ভাইয়েরা যদি বিয়া না করে তাহলে আমাদের সিরিয়াল কেমনে আসবে ?
২৪ শে মে, ২০১৩ রাত ৮:১৪
s r jony বলেছেন: আমি তোঁ বিয়াডা করতেই চাই কিন্তু আমার বাড়ি নাই, গাড়ি নাই, তাই কেউ মাইয়া বিয়া দিতে চায় না :!> :!>
১৪| ২৫ শে মে, ২০১৩ ভোর ৬:০৭
ঘুড্ডির পাইলট বলেছেন: হুনেন আপ্নে বিয়া নিয়া টেনশুন নিয়েন না ।আমার নম্বর আছে না ?
খালি কইবেন কুন কমুনিটি ছেন্টারে বিয়া আর খাওন শুরু হইবো কখন বান্দা হাজির হয়া যাইবো ।
২৭ শে মে, ২০১৩ সকাল ১০:১১
s r jony বলেছেন: গোফে তেল দিচ্ছেন ভাল কথা, কিন্তু তার আগে গাছের কাঠাল পাকানোর ব্যাবস্থা করেন
১৫| ২৫ শে মে, ২০১৩ ভোর ৬:৫২
স্বপ্নবাজ অভি বলেছেন: আছে !
ঠিকাছে আজ থেকে আমরা দুই জন ভায়রা ভাই !
২৭ শে মে, ২০১৩ সকাল ১০:১১
s r jony বলেছেন:
১৬| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৮
লাবনী আক্তার বলেছেন: আসলে প্রতিটা বাবা-মারই কিছু স্বপ্ন থাকে তার সন্তানকে ঘিরে। মাজেদা খালার ও ছিল সেটা হয়তো পূরন হয়নি। মাজেদা খালার জন্য শুভকামনা ।
যাক, অবিবাহিত ব্লগারদের জন্য পাত্রি পাত্রি চাই নামে একটা পুষ্ট দিমু ভাবতাছি।
কিছু মনে করবেন না একটা কথা দয়া করে আল্লাহর কথার সাথে বিল্লাহ কথাটা মুছে দিন। এটা শিরক করা হয় আল্লাহর সাথে। আল্লাহর নাম নেই আমরা বিল্লাহ কিন্তু নেইনা। আর এই নামে কেউত নেই, তাইনা?
২৭ শে মে, ২০১৩ দুপুর ১:২১
s r jony বলেছেন: প্রতিটা বাবা/মায়েরই যে ছেলে মেয়ের বিয়ে নিয়ে সপ্ন থাকে সেটাই এই গল্পের সারমর্ম।
ধন্যবাদ আপনাকে, কারেকশন করে দিয়েছি।
১৭| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১:০০
লাবনী আক্তার বলেছেন: সরি পাত্র -পাত্রি চাই হবে।
২৭ শে মে, ২০১৩ দুপুর ১:২১
s r jony বলেছেন: হুম বুঝতে পারছি।
সিরিয়ালে খাড়াইলাম
১৮| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মাইয়া দেখুম, মাইয়ার বাপ মা দেখুম, বেয়াই বেয়ানের সাথে গল্প করুম, বেড়াইতে যামু। কত আশা ছিল, কিছুই হইল না। পোলারা বুঝল না ওগো বাপ মা হিসেবে আমাগো কিছু চাওয়া পাওয়া থাকে, পোলাগো উপর বাপ মায়ের হক থাকে।'' ,,,,,,,,,,,,,,,,,,,,,মন ছুয়ে গেলগো ভাই,,,,,,,,,,,এটাই সত্য,,,,,,,,এই সত্যকে কেউ অস্বীকার করতে পারে না,,,,,,কিন্ত বিধি বাম গো খালা,,,,আজকালকার পোলা-মাইয়া এইড্যা বোঝে না,,,,,,,,,,,,যুগের হাওয়া,,,,,,,
২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৪১
s r jony বলেছেন: আমরা ইয়াং স্মার্ট, ডিজুইস পোলাপাইন তাই বাপ মায়ের কস্ট আমরা বুঝিনা
১৯| ৩১ শে মে, ২০১৩ রাত ১:৩৯
নাজিম-উদ-দৌলা বলেছেন: হিমুর মাজেদা খালার কথা মনে পরে গেল! ইস! হুমায়ুন আহমেদ চলে গেছেন! হিমু আর আসবে না!
৩১ শে মে, ২০১৩ রাত ২:০০
s r jony বলেছেন:
সেটা ভাবলে আসলেই দুঃখ লাগে মনে
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৩ রাত ১০:২০
s r jony বলেছেন: কক্সবাজার যাচ্ছি, রিপ্লাই দিতে অনেক দেরি হবে তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি