নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শামিম ফেরদৌস রাজিব

আমি সম্মান ৪র্থ বর্ষের ছাত্র। ডাকনাম রাজিব।

শামিম ফেরদৌস রাজিব › বিস্তারিত পোস্টঃ

একজন ঝালমুড়িওয়ালার সততা ও আন্তরিকতা......

০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

পরীক্ষার হলে মোবাইল নিয়ে ঢুকলে শিক্ষকদের কাছে জমা দেই, কিন্তু আজ গেটেই ধরা খেলাম। গেটে জনগনের বন্ধু পুলিশের কাছে মোবাইল রেখে যেতে পারতাম কিন্তু বন্ধুদের প্রতি আমার আস্থা এতই বেশি যে সাধারন একটা সেটের কারনে সেই আস্থা ভংগ হোক তা চাইনি। তাছাড়া মনে পড়লো বিমানে এক বিদেশির দামী মোবাইলকে ভুল করে নিজের মোবাইল মনে করে পকেটে ঢুকিয়ে থাপ্পর খেয়েছিল এক এএসপি। উপায় না দেখে তেজগাও সরকারি হাইস্কুলের গেটে মধ্যবয়সী অচেনা ঝালমুড়ি বিক্রেতার কাছে মোবাইল রেখে ঢুকলাম। আমাদের দেখাদেখি আরো ত্রিশ পয়ত্রিশ জন তার কাছে সেট জমা দিয়েছিল। হল থেকে বের হয়ে দেখি মুরব্বির ঝালমুড়ি বিক্রি প্রায় শেষ, এক কোনায় বসে আমাদের জন্য অপেক্ষা করছে সেটগুলো ফিরিয়ে দেয়ার জন্য। মোবাইল সেট ফেরত দিতে পেরে তিনিই যেন বেশি খুশি। সেটগুলো ফিরিয়ে দিয়ে যেন হাফছেড়ে বাচলেন। ঝালমুড়ি বিক্রেতার আন্তরিকতা ও সততায় আমি মুগ্ধ।

মোবাইল সেটগুলোর দাম গড়ে চার হাজার টাকা হলেও কমপক্ষে ত্রিশটা সেট ছিল যার সর্বনিম্ন দাম এক লক্ষ বিশ হাজার টাকা। বেশ কিছু দামি সেটও ছিল। অসত কেউ হলে এই সুযোগ ছাড়তো না।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৮

হেডস্যার বলেছেন:
বাহ :)

১১ ই মে, ২০১৪ সকাল ১১:৪৮

শামিম ফেরদৌস রাজিব বলেছেন: :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.