![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুক/ব্লগ ভেসে যাচ্ছে 'মা' বন্দনায়।
মায়ের কাছে কি এই বার্তা আদৌ পৌছায়?
মায়ের যত্ন না নিয়ে শুধু অনলাইনে করলে মা মা,
আমার তা মনে হয় শুধুই ম্যা ম্যা।।
ফেসবুকে গতদিনও যারা অন্যকে "তোর মাকে চু**" বলে গালি দিয়েছে তারাও আজকে "মা দিবসে" মা নিয়ে সুন্দর সুন্দর স্ট্যাটাস দিচ্ছে। ফ্রেন্ডলিস্টে ব্যক্তিগতভাবে পরিচিত মা বাবার অবাধ্য সন্তান হিসেবে পরিচিত একজন ফেসবুক সেলিব্রেটিকেও দেখলাম 'মা' নিয়ে সুন্দর পোস্ট দিয়ে লাইক/কমেন্ট ভালোই কামাচ্ছে। অনেকেই যে আসলে হুজুগে মেতে লোক দেখাতে 'মা' নিয়ে লিখে বোঝাই যায়, কাজের বেলায় ঠনঠন। আজকে মায়ের সাথে কথাই হবেনা অথচ ফেসবুক বা ব্লগে মা নিয়ে লিখে ভাসিয়ে ফেলছে এমন লোকও আছে। অতএব, লোক দেখানো তথাকথিত দিবস পালন করার চেয়ে মাকে শান্তিতে রাখা, কষ্ট না দেয়া, অন্যের মাকে গালি দিয়ে "তোর মাকে চু**" না বলাই হোক আজকের দিনের শপথ।
অন্যের মাকে ধর্ষণ করার আকাংখা প্রকাশ করে নিজের মাকে সম্মান করা যায় না। আর যারা এমন বিকৃত রুচির প্রকাশ করে তারা জানোয়ার, নীরবে যারা সমর্থন করে তাদেরও রক্তে সমস্যা। তাই, নিজের মায়ের সম্মান রক্ষার্থেই অন্যের মাকে সম্মান করি, এমন গালিবাজদের প্রতিহত করি, হোক সেটা অনলাইনে বা অফলাইনে।
©somewhere in net ltd.