নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শামিম ফেরদৌস রাজিব

আমি সম্মান ৪র্থ বর্ষের ছাত্র। ডাকনাম রাজিব।

শামিম ফেরদৌস রাজিব › বিস্তারিত পোস্টঃ

মজিনার পর এবার নরেন্দ্র মোদির সহায়তায় 'বাকশাল হটিয়ে' ইসলামপন্থী (!) সরকারকে ক্ষমতায় আনার অলীক স্বপ্ন দেখছেন অনেক জামাত, হেফাজত, বিএনপি সমর্থক।

১৪ ই মে, ২০১৪ রাত ৮:০৭

ফেসবুকের কট্টর সরকার বিরোধী পেজসমূহ, গ্রুপ, প্রোফাইল ভিজিট করে ও জামাত -বিএনপি জোটের তৃনমূল পর্যায়ের অনেক সমর্থকদের সাথে কথা বলে মনে হলো তারা আগামী ১৬ মে ঈদ উদযাপনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইতোমধ্যে যেন চাদ দেখা কমিটিও গঠিত হয়েছে, তারা সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছে। ১৬ মে ভারতে নরেন্দ্র মোদী জয়লাভ করলেই তারা ঈদ উদযাপন করবে। বিশেষ করে কট্টরপন্থী জামাত ও হেফাজত সমর্থকরা মুখে ইসলামের কথা বললেও মোদির সহায়তায় 'বাকশালের' বিরুদ্ধে জিহাদ করে এদেশে (জামাতে) ইসলাম প্রতিষ্ঠা করবে, এটাই এখন তাদের স্বপ্ন! যে কোনো সাধারন মানুষই সাম্প্রদায়িক দাংগার বিপক্ষে। 'গুজরাটের কসাই' নামে পরিচিত নরেন্দ্র মোদী ভারতের ক্ষমতায় আসুক তা কোনো প্রগতিশীল হিন্দুও চায়না, যেমন এদেশের প্রগতিশীল মুসলমানরা মৌলবাদী জামাত, হেফাজতকে ক্ষমতায় দেখতে চায়না। উগ্রবাদী যে ধর্মেরই হোক তা সমাজের জন্য ক্ষতিকর। এদেশে যারা ইসলামের মুখোশে মন্দির পোড়ায়, সুযোগ বুঝে অমুসলিমদের সম্পত্তি দখল করে অথবা 'জিহাদি জোশে' এসব কাজে মৌন সমর্থন দেয় তারাই যখন শুধুমাত্র "বাকশাল হটানোর" আকাংখায় ভারতের হিন্দু মৌলবাদিদের ক্ষমতায় আসা প্রত্যাশা করে তখন তাদের 'জিহাদি জোশ' কই যায়! এথেকে আরেকবার তাদের ভন্ডামির মুখোশ উন্মোচিত হয়। এরা যে শুধু রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য ইসলামের মুখোশ পড়ে তা এভাবেই বারবার প্রমানিত হয়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৪ রাত ১২:৫০

আমি ব্লগার হইছি! বলেছেন: ঐদিকে বিজেপি ক্ষমতায় এসে মুসলমাদের ধরে মারবে আর সেই সুযোগে এইদেশের হিন্দুদের মেরে বাড়ি ঘর দখল করা যাবে এই আশায় আছে মৌলবাদিরা।

১৫ ই মে, ২০১৪ সকাল ১০:০৭

শামিম ফেরদৌস রাজিব বলেছেন: সেটাও ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.