নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শখের ব্লগার, ব্লগ লিখছি প্রায় বারো বছর হবে, তবে কোনো ব্লগে বেশীদিন থাকতে পারিনি, কেননা, লেখার কারণে হউক, বা ব্লগের নিয়ম কানুনের কারণে হউক, বার বার থেমে যেতে হয়েছে, ব্লগ লেখার বা হেল্প চাওয়ার কারণে সব কিছু হারিয়েছি।

সভ্য

আমি একজন ভালো মানুষ।

সভ্য › বিস্তারিত পোস্টঃ

জয়পুরহাটের সবচাইতে নির্জন জায়গাটি যেখানে বসে বসে আমি ভাবি

১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৬

কবিবারে আমার নিবেদন জয়পুরহাটের সবচাইতে নির্জন জায়গাটি যেখানে বসে বসে আমি ভাবি

মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: দাওয়াত দেন। যাই। ভাবি। দেখি।

১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২১

সভ্য বলেছেন: অফকোর্স দাওয়াত দিব। লকডাউন করোনা এইসব শেষ হউক. সে পর্যন্ত সংগে থাকতে হবে বন্ধু।

২| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ভেবেছিনু, ঐখানে বসে আপনি গান ধরেছেন। গান কই?

১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৪

সভ্য বলেছেন: ওরে সোনাবীজ.ফেইসবুকে রেগুলার গান হচ্ছে.এইখানেও দিবো একটু সবুর.দেখেছি এইখানে গান দিলে ইউটিউব চ্যানেল লাগে.এইটা এক বিরক্তিকর আমার জন্ন.আমি চ্যানেলে বিশ্বাসী না.কি হবে ইউটিউবে? তারপর বলতে হবে সাবস্ক্রাইব করো.এটা আমারে দিয়া হবে না। তাই তো.রয়ে সয়ে।

৩| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা ভাই,ছবি ব্যাপোক সৌন্দর্য অইছে। তয় সাধনার স্থানটা না দিকতে পেরে মনে দুঃক্ষু পাইলাম তবে এটা বুঝেছি একটা বটবৃক্ষের নীচে আপনার সাধনা (কার জন্য এবং কি ভাবেন তা পরিষ্কার না) চলে ।

১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৯

সভ্য বলেছেন: সাধনা কিছু না রে বন্ধু। মন খারাপ থাকলে বসি। গান ও করি। মনে মনে গানের কথা নিজের সুরে গাওয়ার চেষ্টা করি। এই। বেশী কিছু না কিন্তু। তবে জায়গাটা সুন্দর। কবি হতে ইচ্ছা হয়। কিন্তু আমাকে দিয়ে কবিতা হবে না এটা এসএসসি পাশের পরই বুঝেছি, সে গল্প আরেক দিন। কমেন্ট করার জন্ন ধন্নবাদ। (আমি কি বোর্ড য ফলা নেই)।

৪| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৯

খায়রুল আহসান বলেছেন: জায়গাটা সুন্দর, নির্জনে বসে ভাবনা করার মত একটি জায়গাই বটে!

আপনি জয়পুরহাটে থাকেন? মোকামতলা-জয়পুরহাট সড়কে অবস্থিত 'উথলি' নামে একটা জায়গা আছে, সেটা আপনি চেনেন? চিনলে, সেই জায়গাটি নিয়ে ক্ষণিকের দেখা- ৪ শিরোনামে আমার একটা পোস্ট আছে, অবসরে পড়ে দেখতে পারেন। :)

১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০২

সভ্য বলেছেন: হুমম। প্রজেক্টের কাজে আছি। আমি চট্টগ্রামের ছেলে যদিও, সুন্দর জায়গার পূজারী। আপনার কথা মতো আমি দেখবো আর আপনার পোষ্ট পড়বো। লেখার জন্ন ও জানানোর জন্ন অনেক শুভ কামনা। ভালো থাকবেন বন্ধু।

৫| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৬

পদ্মপুকুর বলেছেন: ছবি অনেক কথা বলে। কিন্তু ছবির সাথে কিছু কবি(তা) দিলেও খারাপ হতো না। কেবল ছবি এই ব্লগের জন্য মানানসই না বলেই জানতাম...

১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৪

সভ্য বলেছেন: আমারে কবিতা লিখতে বলছো বন্ধু, তুমি করে বলছি কিছু মনে করো না যেনো। কবিতা লেখার চেষ্টা চলছে, লিখবো কোনো একদিন, তখন সিনারি আরো সুন্দর হবে। এখানে একটা নৌকা থাকলে কবিতা বের হতো (পাল তোলা নৌকা), আগামী তে চেষ্টা নিবো। থেঙ্কউ ফর কমেন্ট।

৬| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৭

সিগনেচার নসিব বলেছেন: এটা কি তুলশীগঙ্গা নদী নাকি???

১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৫

সভ্য বলেছেন: না গো বন্ধু, এটা হলো আমার ময়ুরাক্ষী নদী, হুমায়ূন স্যারের সেই নদী. যে নদীর পড়ে বসে আমি ভাবি।

৭| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৮

অক্পটে বলেছেন: জায়গাটা কি নিরাপদ। আমাদের দেশে নিরাপদ জায়গার খুবই অভাব কিনা!

৮| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৪

সভ্য বলেছেন: বন্ধু জায়গাটি নিরাপদ মানে.নিজের মনে করতে পারবেন। এখানে কেউ কিছু করতে আসে না.একমাত্র আমি সময় কাটাই একান্তে। ইউ আর ওয়েলকাম।

৯| ১৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫০

রিফাত হোসেন বলেছেন: হুম...

১৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৯

সভ্য বলেছেন: হুমম বন্ধু।

১০| ১৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: আমার বাড়ী ও জয়পুরহাট মেলা- গোপিনাথপুর।

১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:৫২

সভ্য বলেছেন: বন্ধু সামছুল, শুনে খুবই ভালো লাগলো, জয়পুরহাট সদরে আমার বসবাস, ৫ বছর যাবত বাস করছি তাও এক প্রজেক্টের কাজে এসেছিলাম, কাজ ভালো হয়েছে বলে থাকতে হচ্ছে, বাট এই নাম আমি প্রথমবার শুনলাম, একটু খোজ করবো, আপনি মালেশিয়ায় আছেন জেনে অনেক ভালো লাগলো, দেশের ছেলেরা বিদেশে গিয়ে রোজগার করে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে ভাবতেই মন ভরে যায়, সর্বদা ভালো থাকবেন। শুভ কামনা রইলো।

১১| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৮

রানার ব্লগ বলেছেন: আমি জয়পুরহাটে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে। ওখানকার ডিসি অফিস মাঠে বাংলাদেশের ৫০ বছর পুর্তি উপলক্ষে মেলা চলছিলো, আমরা সেই মেলায় অংশ নিয়ে ছিলাম। আমাদের দল নাটক প্রদর্শন করে ছিলো। কদমতলি আর্মি ক্যাম্প নাটক টি।





১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:৫৬

সভ্য বলেছেন: ওয়াও। জয়পুরহাট এতটা প্রসিদ্ধ জায়গা তা জানা ছিলো না.আমি এইখানে এক প্রজেক্ট নিয়ে কাজ করছি প্রায় পাচ বছর, নরমালি আমি চট্টগ্রামের মানুষ, যাই হউক, আপনার ইনফরমেশন পেয়ে ভালো লাগলো। সর্বদা ভালো থাকবেন, যদি কখনও সময় এবং সুযোগ হয় তবে দেখা হবে নিশ্চয়। শুভ কামনা সব সময়।

১২| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২১

আহমেদ জী এস বলেছেন: সভ্য,




ঝুরিওয়ালা বটের নীচে আসলেই প্রশান্তির দেখা মেলে । সেই প্রশান্তির মাঝে বসে কি ভাবেন আপনি ? সে ভাবনাগুলো নিয়ে প্রশান্তির একটি পোস্ট দিন।

১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:০০

সভ্য বলেছেন: বন্ধু আহমেদ জী এস, ভাবনা গুলো নিয়ে পোষ্ট দেওয়ার কথা বলেছেন, জী জ্বনাব, পোষ্ট পাবেন। ভালো থাকবেন, শুভ কামনা রইলো।

১৩| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪৮

নেওয়াজ আলি বলেছেন: খালি জায়গাটার ছবি , কী ভাবলেন তাও লিখেন

১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:০১

সভ্য বলেছেন: বন্ধু নেওয়াজ, জ্বী সব লিখবো, একটু রেগুলার হয়ে নি বন্ধু, শুভেচ্ছা এবং শুভ কামনা।

১৪| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অফকোর্স দাওয়াত দিব। লকডাউন করোনা এইসব শেষ হউক. সে পর্যন্ত সংগে থাকতে হবে বন্ধু।

ওখেই। অপেক্ষায় থাকলাম।

১৫| ১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:০২

সভ্য বলেছেন: বন্ধু রাজীব নুর, অপেক্ষা তো করতেই হবে। শুভেচ্ছা ও শুভ কামনা।

১৬| ১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: ওকে।

১৭| ২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৮

অধীতি বলেছেন: ছবিটাই বলে দিচ্ছে কতটা নির্জন, শান্ত ও শীতল। একটা দিন বসে বসে কাটিয়ে দেবার মত।

১৮| ২৭ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৯

সভ্য বলেছেন: রাইট, এখানের প্রকৃতিই এমন, সব কিছু শান্ত যদি চিনির কল না চালানো হয়, এখন বন্ধ আছে তাই ভালো লাগা। আসুন বেড়িয়ে যান, আমার কোনো প্রবলেম নেই। আমার গান শুনবেন, সাবস্ক্রাইব করবেন প্লীজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.