নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শখের ব্লগার, ব্লগ লিখছি প্রায় বারো বছর হবে, তবে কোনো ব্লগে বেশীদিন থাকতে পারিনি, কেননা, লেখার কারণে হউক, বা ব্লগের নিয়ম কানুনের কারণে হউক, বার বার থেমে যেতে হয়েছে, ব্লগ লেখার বা হেল্প চাওয়ার কারণে সব কিছু হারিয়েছি।

সভ্য

আমি একজন ভালো মানুষ।

সভ্য › বিস্তারিত পোস্টঃ

আমায় এতো রাতে কেনে ডাক দিলি----অরিজিনাল গানটি গেয়েছেন পাকিস্তান থেকে আসা আলমগীর।

১৯ শে মে, ২০২১ রাত ৯:৪৪

এই গানটি করতে কষ্ট হয়েছে, পুরোটা পারিনি, কত্ত বড় গান প্রায় আট মিনিট। আমি ৫ মিনিট ২৭ সেকেন্ডে অফ খেয়ে গেলাম কারণ আমার মিটার শেষ। গানটি পাকিস্তান থেকে আগত শিল্পী আলমগীরের কন্ঠে শুনেছিলাম, বিটিভি বেশ ঘটা করে দেখিয়েছিলো।

এমনিতে মন ভালো নেই, বগুড়া পর্যন্ত গিয়ে ফিরে এসেছি মোটর সাইকেলে তারপর আর যেতে দেয় না, কি আজব দেশ। এতো কড়াকড়ি করেছে লকডাউন, মালুম ছিলো না। যাক, এসেই গান নিয়ে বসে গেলাম। গানটি শুনুন

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২১ রাত ৯:৪৯

জটিল ভাই বলেছেন: অসাধারণ একটা গান। এবারে আপনার কন্ঠে শুনি....

১৯ শে মে, ২০২১ রাত ৯:৫১

সভ্য বলেছেন: জটিল ভাই, আপনি শুনুন। পুরোটা গাইতে পারিনি, কারেন্ট প্রবলেম করলো। যতটুকু পেরেছি।

২| ১৯ শে মে, ২০২১ রাত ১০:৫৯

রাজীব নুর বলেছেন: আমিও খুব শ্রীঘই গান শুরু করছি। হে হে---

১৯ শে মে, ২০২১ রাত ১১:১০

সভ্য বলেছেন: রাজীব নুর ভাই, আসুন, একসাথেই করি, কোনো অসুবিধা নেই, সুর থাকলেই চলবে।

৩| ২০ শে মে, ২০২১ রাত ১:০৭

রাকু হাসান বলেছেন:

গান তো ভাল করেন। অনেকদিন পর শুনলাম।

২০ শে মে, ২০২১ রাত ৯:৫৬

সভ্য বলেছেন: রাকু হাসান ভাই, গান ভালো করি এটা আপনারা বলবেন। খারাপ হলেও বলবেন। অনেক উৎসাহ পাওয়া যায় তাতে। খারাপ হলে ভুল গুলো শুধরানোর সুযোগ থাকে, এইখানে অনেকে আমাকে উৎসাহ দেয়, আপনি ও একজন হলেন, অনেক শুভ কামনা।

৪| ২০ শে মে, ২০২১ রাত ৩:০০

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার ।খুব ভালো লাগলো
শুভ কামনা অবিরত।

২০ শে মে, ২০২১ রাত ৯:৫৭

সভ্য বলেছেন: নেওয়াজ আলি ভাই, আপনাকে ও শুভ কামনা ও ধন্নবাদ, গানটি শোনার জন্ন।

৫| ২০ শে মে, ২০২১ সকাল ৮:১২

চাঁদগাজী বলেছেন:


এটা মোটামুটি কাছে গেছে; আপনি এই ধরণের কিছু চেষ্টা করেন।

২০ শে মে, ২০২১ রাত ৯:৫৭

সভ্য বলেছেন: চাঁদগাজী ভাই, চেষ্টা করছি, দোয়া করবেন।

৬| ২৩ শে মে, ২০২১ রাত ২:২৪

মা.হাসান বলেছেন: পিনারু ভাই, আলমগির কিন্তু পাকিস্তান থেকে আসা না।
আলমগির ঢাকার পোলা। শাহীন স্কুলে অথবা সেন্ট গ্রেগরিতে পড়তো। বাংলাদেশের প্রথম ব্যান্ড কোনটা এইটা নিয়ে কিছু সন্দেহ আছে। তবে বাংলাদেশ (সেই সময়ের পূর্ব পাকিস্তান) থেকে প্রথম অডিও ক্যাসেট যেটা বের হয়েছিলো সেই ক্যাসেটের নাম উইনডি সাইড অফ কেয়ার। এই ব্যান্ডের নাম ছিলো আইওলাইটস, পরে নাম বদলে উইনডি সাইড অফ কেয়ার রাখে। ঐটার লাইন আপে আলমগির ছিলো। আলমগীর বাদে সবাই গ্রেগরিয়ান ছিলেন (আলমগীরের বিষয়ে নিশ্চিত না)। উনি পরে পাকিস্তানে চলে যান, এখন আটলান্টায় থাকেন।

ঐ সময়ে এই ব্যান্ড টা খুব পপুলার ছিলো। প্রথম আলো এদের নিয়ে একটা স্টোরি করে সম্ভবত গত বছর। আর ডেইলি স্টারে পনেরো-বিশ বছর আগে স্টোরি করেছিলো।

ইউটিউবে উইনডি সাইড অফ কেয়ারের কিছু অডিও ক্লিপ আছে। একটা দিলাম-

প্রথম বাংলা ব্যান্ড সম্ভবত চিটাগাঙের- নাম জিংগা। এটা একটা পারিবারিক ব্যান্ড ছিলো, তিন-চার ভাই বোন মিলে ফর্ম করেছিলেন। এদের একটা গান নিচে দিলাম।



আপনার গানের প্রতি ভালোবাসা দেখে খুব ভালো লাগে। চালিয়ে যান।

৭| ২৪ শে মে, ২০২১ দুপুর ২:০৮

এভো বলেছেন: আমায় এতো রাতে কেনে ডাক দিলি----অরিজিনাল গানটি গেয়েছেন পাকিস্তান থেকে আসা আলমগীর।

তাহোলে আপনার দাবি অরিজিনাল গানটা গেয়েছে আলমগীর !!!!!!! আপনার মত সংগীত শিল্পীকে আমার কিছুই বলার নাই । তাহোলে নীচের লিংকটা খুলুন , তাহোলে অরিজিনাল গানটা কে গেয়েছেন তার পরিচয় পেয়ে যাবেন , ধন্যবাদ

আমায় এতো রাতে কেন ডাক দিলি

৮| ০৩ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৯

সভ্য বলেছেন: মাঝে আমি কাজে বিজি ছিলাম বলে অনেক কমেন্ট দেখিনি, আজ দেখলাম। আসলে পাকিস্তান থেকে আসা এই ছেলেটি তখন গানটি গেয়েছিলো, আজ জানলাম শ্রদ্ধেয় আব্বাস উদ্দীনের গান। ভালো লাগলো, আপনার দয়া করে আমার গান শুনবেন এবং কমেন্ট করবেন, খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন। আমি গান করছি শুধু মাত্র গান ভালবাসি তাই, গান করে ভাত খাবো এমন চিন্তা আমার নেই। আপনাদের সবাইকে শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.