নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শখের ব্লগার, ব্লগ লিখছি প্রায় বারো বছর হবে, তবে কোনো ব্লগে বেশীদিন থাকতে পারিনি, কেননা, লেখার কারণে হউক, বা ব্লগের নিয়ম কানুনের কারণে হউক, বার বার থেমে যেতে হয়েছে, ব্লগ লেখার বা হেল্প চাওয়ার কারণে সব কিছু হারিয়েছি।

সভ্য

আমি একজন ভালো মানুষ।

সভ্য › বিস্তারিত পোস্টঃ

ওরে সালেকা, ওরে মালেকা.....সেই গুরুর গান, মনে পড়ে যায়, গান গাচ্ছে গুরু আর আমরা কি তান্ডব ডান্স।

১০ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:০২

আজম খান
আমাদের পপ সম্রাট, ছোটবেলায় কত মার খেয়েছি গুরুর গান শুনতে চলে গেছি পড়া ফেলে, তারপর ঘরে এসে মার খেয়েছি, তারপরও মুখে হাসি আর গান গলায়..ওরে সালেকা, ওরে মালেকা, সেইদিনগুলোর কথা মনে পড়লে বেশ ভালো লাগে।

আসুন পুরানো দিনে ফিরে যায়, গুরুর গান শুনি, মানে আমি চেষ্টা করেছি, গুরুর গান কি আমি গুরুর মতো গাইতে পারবো? যেদিন পারবো সেইদিন সারা বাংলাদেশ আমাকে গুরুর যোগ্য শিষ্য বলবে, অতটুকু হয়তো হতে পারবো না, চলুন গুরুর গান....নীচে লিঙ্কে দিয়েছি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২১ রাত ৮:৩৪

হাবিব বলেছেন: আগে গান শুনতাম। এখন আর শুনতে ইচ্ছে করে না।

১১ ই জুন, ২০২১ রাত ৮:২৭

সভ্য বলেছেন: হাবিব স। গান শুনবেন, দেখবেন মনের অর্ধেক জ্বালা কমে গেছে।

২| ১০ ই জুন, ২০২১ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: আজম খানের গান আমার পছন্দ।

১১ ই জুন, ২০২১ রাত ৮:২৮

সভ্য বলেছেন: রাজীব ভাই, আমি জানি আপনি গান পছন্দ করেন। থেঙ্কস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.