নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শখের ব্লগার, ব্লগ লিখছি প্রায় বারো বছর হবে, তবে কোনো ব্লগে বেশীদিন থাকতে পারিনি, কেননা, লেখার কারণে হউক, বা ব্লগের নিয়ম কানুনের কারণে হউক, বার বার থেমে যেতে হয়েছে, ব্লগ লেখার বা হেল্প চাওয়ার কারণে সব কিছু হারিয়েছি।

সভ্য

আমি একজন ভালো মানুষ।

সভ্য › বিস্তারিত পোস্টঃ

প্রতিধ্বনি শুনি আমি

২৩ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২৩

অনেকদিন পর সামু'তে আসলাম, ছুটি বেশ উপভোগ করেছি, ফরিদপুর থেকে এসে অলসতা পেয়ে বসলো, কিন্তু তা হলে কি হবে, গান তো গাইতে হবে, গান ছাড়া যে চলবে না, তাই একটা ভূপেন হাজারিকার গান গাইলাম, ভালো হলে লাইক পাবো, না হলে ডিসলাইক, আর কিছু বলার থাকলে কমেন্ট বক্স তো আছেই। আসুন গান শুনি...

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

জগতারন বলেছেন:
ব্যাক্তি ভূপেন হাজারিকা'কে এবং তার গাওয়া গান বাল্য কালে আমার
খুব ভালো লাগতো প্রিয় ছিল।
প্রাপ্ত বয়সে ব্যাপক অবগত হয়ে এবং তার কর্মকান্ড সমন্ধে
অবগত হওয়ার পরে তার প্রতি এখন আমার আগের সেই অনুভূতি এবং কোন সম্মান নেই।
এটা আমার ব্যাক্তিগত অনু্ভূতি।
কিন্তু আপনি আপনার গান গাওয়া চর্চা চালিয়ে যাবেন আশা করি এবং
আমাদের বিনোদিত করেন ও করবেন এর জন্য আপনার প্রতি আমাদের সম্মান জাগরিত থাকবে।

২| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৯:০১

সভ্য বলেছেন: জগতারন দাদা, দেরী করে উত্তর দিচ্ছি বলে সরি। আসলে আমি ছোটবেলা থেকেই উনার গানের প্রতি এক প্রকার আসক্ত ছিলাম এবং এখনও আমি উনার গান বাজলে সেইখানে থাকবো। নিজে গাইলে তো কথাই নেই। যাক, শিল্পীদের পারসোনাল লাইফের প্রতি আমি কখন মাথা ঘামাই নি। আপনার কমেন্ট খুব পছন্দ হয়েছে, সব সময় পাশে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.