![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে অসাধারন ভেবে প্রতিটা দিন শুরু করে দিন শেষে ফিরে পাই, আমি একজন খুব সাধারন। অতি সাধারন একজন। ছোটবেলায় মনে পড়ে না কিছু হতে চেয়েছিলাম কিনা। এখনো ঠিক এমনই আছি। পুরাতন যে কোন কিছু খুব ভালবাসি। নতুনকেও সর্বদা স্বাগতম জানাতে কোন ক্লান্তি নেই। খুব সাধারন একজনের ব্লগে আপনাকে স্বাগতম।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, ধর্মান্তর করাসহ মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
রায়ের পর দেশজুড়ে জামায়াতের তাণ্ডব, নিহত হয়েছে ২২ জন।
এই তান্ডব চালানোর ফলে শিবির জামাতের যারা মারা যাচ্ছে তাদেরকে জামাত-শিবিরের লোকজন তাদেরকে শহিদ উপাধিতে ভূষিত করছে।
প্রশ্ন হলো দেশের জন্য, সৃষ্টিকর্তার ধর্মের জন্য জীবন দিলে শহীদ বলা যায়।
একজন রাজাকারের ফাসীর বিরুদ্ধে অবস্থান নিয়ে অহেতুক গন্ডোগোলে প্রাণনাশ হলে তাকে শহীহ হিসেবে চালিয়ে দেয়া হচ্ছে কেন?
এটা কি জামাত-শিবিরের জোচ্চুরী নয়????
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
পদ্ম (কমল দাস) বলেছেন: বিষয়টা ভাববার মতো। ধন্যবাদ।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
সজীব৬১৪ বলেছেন: জিয়া যদি শহীদ হন , বঙ্গবন্ধু যদি শহীদ হন , তাহলে তাদের শহীদ বা বলতে দোষ কোথায় ?
০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫
পদ্ম (কমল দাস) বলেছেন:
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
খইকাঁটা বলেছেন:
আপনি একজন হিন্দু (হয়ত), একারনে একজন মুসলমানের হেরে যাওয়ায় আপনার আনন্দ, এটা আমি বুঝি। দেখেন নিরপেক্ষ অবস্থান থেকে বলি, যেখানে ট্রাইবুনাল নিজেই আন্তর্জাতিকভাবে গ্রহনযোগ্যতা পায়নি। সেখানে তাদের সিদ্ধান্ত সাধরন হিসাবে আমার মানতে একটু আপত্তি থাকতেই পারে। যারা মাঠে নেমেছে তারা সাইদীর জন্য নামেনি, একটা নীতিকে রক্ষার আন্দোলনে নেমেছে। যুগের পরিবর্তনে যুদ্ধাস্ত্রের প্রকৃতি ও পরিচালন নিয়ম পরিবর্তন হতেই পারে। তবে যদি উদ্দেশ্য নীতিকে রক্ষা হয় এবং সেই নীতিটা যদি বিধি (ইসলামী) সম্মত হয় তাহলেতো অবশ্যই তারা শহীদ। অবশ্য আপনাকে বুঝিয়ে খুব বেশী লাভ হবে বলে আশা করছি না। যাহোক ভাল থাকবেন। আপনাদের সাথে মতে অমিল থাকলেও বন্ধু থাকতে চাই।
০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫
পদ্ম (কমল দাস) বলেছেন: আপনাদের সাথে মতে অমিল থাকলেও বন্ধু থাকতে চাই
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
সজীব৬১৪ বলেছেন: আমার মনে হয় বিশ্বজিৎকেও শহীদ বলা যায়। আপনারা কি বলেন ?
০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫
পদ্ম (কমল দাস) বলেছেন:
৫| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩
যোগী বলেছেন: শহীদ বলা যাবে কিনা এটা আমি নিঃশ্চিত না, তবে তাদের গেলমান বলা যাবে এটা সিওর।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
লিঙ্কনহুসাইন বলেছেন: আত্মহত্যা বলা হবে