![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে অসাধারন ভেবে প্রতিটা দিন শুরু করে দিন শেষে ফিরে পাই, আমি একজন খুব সাধারন। অতি সাধারন একজন। ছোটবেলায় মনে পড়ে না কিছু হতে চেয়েছিলাম কিনা। এখনো ঠিক এমনই আছি। পুরাতন যে কোন কিছু খুব ভালবাসি। নতুনকেও সর্বদা স্বাগতম জানাতে কোন ক্লান্তি নেই। খুব সাধারন একজনের ব্লগে আপনাকে স্বাগতম।
সোহেল চাঁদপুরের কচুয়া উপজেলার উজানী মাদ্রাসার ছাত্র।
রোববার চাঁদপুরের স্থানীয় সাংবাদিকরা উজানী মাদ্রাসায় গিয়ে দেখতে পান অন্য শিক্ষার্থীদের সঙ্গে সোহেল ক্লাস করছেন।
গত শনিবার (১১ মে) দৈনিক ইনকিলাব পত্রিকায় চাঁদপুর জেলা সংবাদদাতার বরাত দিয়ে সোহেলের মৃত্যুর খবরটি ছাপা হয়।
এছাড়া আগেরদিন (১০ মে) চাঁদপুরের স্থানীয় দৈনিক ইলশেপাড় পত্রিকায়ও সংবাদটি প্রকাশিত হয়।
ইনকিলাবের সংবাদে বলা হয়, “৫ মে দিবাগত রাতে র্যাব, পুলিশ ও বিজিবি’র সাঁড়াশি অভিযানে কচুয়া উজানী মাদ্রাসার ছাত্র শাহাদত বরণ করে।
“হেফাজতে ইসলামের ঐ কর্মীর নাম সোহেল (২৩)। বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।”
দাউদকান্দি উপজেলার গোয়ালমারি ইউনিয়নের দক্ষিণ নর্দী গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে সোহেল উজানী মাদ্রাসার ছাত্র।
রোববার স্থানীয় চাঁদপুর প্রবাহের সাংবাদিক মো. মহিউদ্দিন এবং ভোরের কাগজের জেলা সংবাদদাতা মো. রাকিবুল হাসান কথা বলেন সোহেলের সঙ্গে।
সোহেল তাদের বলেন, গত ৫ মে ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশে তিনি অংশগ্রহণ করেননি। ওইদিন তিনি উজানী মাদ্রাসাতেই ছিলেন।
প্রকাশিত সংবাদটি গুজব বলেও জানান তিনি।
উজানী মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, মাদ্রাসার সোহেল নামের পাঁচজন ছাত্র রয়েছে। তারা সকলেই মাদ্রাসায় অধ্যায়নরত রয়েছে।
এছাড়া ওইদিনের হেফাজতের সমাবেশে তাদের মাদ্রাসার কেউ নিহত হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।
সোহেলের মৃত্যু সংক্রান্ত এ সংবাদটি গুজব, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। (সংবাদ- বিডি নিউজ)
১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
পদ্ম (কমল দাস) বলেছেন: খুব সম্ভবত তাই।
২| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০২
বাঙ্গাল৭১ বলেছেন: এসব দিয়ে প্রতারনা করার দিন শেষ। সত্য সবাই জানেত পারে। একটা জিনিষ দেখলেই বিষয়টি পিরস্কার হয় হেফাজত কর্মী নিহত হওয়াতে বিএনপির চিন্তা বেশী
১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
পদ্ম (কমল দাস) বলেছেন: ঠিক বলেছেন।
৩| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
সাধারণ মুসলমান বলেছেন: বোঝা যাচ্ছে কওমি মাদ্রাসার শিক্ষকেরা মিথ্যা বলেন না, ইনকিলাবতো মিথ্যা বলেই।
এই জায়গায় লীগ হলে সোহেলকে লুকিয়ে রাখত নিশ্চিত।
১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
পদ্ম (কমল দাস) বলেছেন: হা হা হা
৪| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
মো ঃ আবু সাঈদ বলেছেন: রাতে অন্ধকারেই শুধু হবে না বিদুৎ বন্ধ করতে হবে কেন ভাই?
দিগন্ত ,ইসলামি টিভি এত দিন চলতে পারছে..সেই দিন এত প্রয়োজন কেন হল বন্ধ করার?
কাচপুর থেকে মাত্র অল্প কিছু(শাপলা থেকে) লোককে সরাতে সরকারী বাহনিী আর লীগ সন্ত্রাসী মিলে ৭থেকে ৮ ঘন্টা লাগে,২২ জন নিহত কেন ভাই..?
৫| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আরে! আপনি তো সেই দেশের কথা বলছেন যেই দেশে মরার পড়ে মানুষ উঠে দৌড় দিয়ে বাড়ি যায়!
৬| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
মো ঃ আবু সাঈদ বলেছেন: নি খোঁজ ছিল এই ব্যাক্তি,,,
এইটা ইনকিলাবরে সাংবাদিকতার অবহেলা বলতে পারন....
তবে দশের এই চিত্র্রও কি ঠিক কিনা>>>
এর আর বাড়ি ফিরবে না ভাই....এদের জন্য একটু দোয়া কইরেন...
৭| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
রুপম শাহরিয়ার বলেছেন: আরও কত কিছু দেখবেন!
৮| ১৪ ই মে, ২০১৩ রাত ৮:৫৭
পিচ্চি পোলা বলেছেন: হেজাফতের তালিকার অপেক্ষায় সরকার ও পুলিশ প্রশাসন। তালিকা পেলে একটা একটা করে খুজে বের করে প্রমাণ করবে যে হেজাফতে কত বড় মিথ্যাবাদীর দল
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০১
অমৃত সুধা বলেছেন: ‘ইসলামের বড় ক্ষতি করছে হেফাজত’ : মাওলানা ফরিদউদ্দিন মাসউদ
http://dhakajournal.com/?p=6108