নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিঃ জন

মি: জন

মি: জন › বিস্তারিত পোস্টঃ

কাউরো হেল্প ছাড়াই ঘুরে আসুন কুয়াকাটা/কক্সবাজার

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩০

আসছে শীতের আমেজ। ক্রমেই জমে উঠছে কুয়াকাটা। যেখানে আপনি সরাসরি সূর্যাস্ত ও উদয় উপভোগ করতে পারবেন। দেখতে পাবেন সুন্দরবনের একটি অংশও।



কিভাবে যাবেন? কোথায় থাকবেন?

(কাউরো হেল্প প্রয়োজন নেই)



সরাসরি সদরঘাট লঞ্চ ঘাট থেকে পারলে আগের দিন পটুয়াখালীর টিকিট কেটে নিতে পারেন (কিছু টাকা অগ্রিম দিয়ে বুকিং ও দেয়া যায়)। ডাবল বেডের কেবিন মানভেদে ১৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে কেবিনে ঘুমিয়ে থাকলে জানালা না লাগিয়ে ঘুমালে আপনার মালামাল খোয়া যাইতে পারে। এছাড়া যদি না ঘুমিয়ে ভাগ্য ভাল হলে চাঁদের আলো দেখতে দেখতে তিনতলা ছাদের উপর বসে/ডেকে যেতে পারেন- ভাড়া জনপ্রতি ৩০০-৫০০ টাকার মধ্যে। খাবার ব্যবস্থাও থাকে লঞ্চে। মোটামুটি সকাল ৫-৬টার দিকে পটুয়াখালীতে আপনাকে নামিয়ে দেবে। সেখান হতে সোজা কুয়াকাটার বাস পাবেন। এতে সাধারণত ১.৩০ থেকে ২ ঘন্টা লাগে। কিন্তু সমস্যা হলো ৩/৪টি ফেরী পারাপার আছে। এখানকার ব্রীজগুলো এখনও সম্পন্ন হয়নি। এখানে কিছু সময় বেশি লাগতে পারে। এরপর কুয়াকাটায় অনেক ছোট বড় হোটেল আছে ১০০০-৩৫০০ টাকার মধ্যে ডাবল বেড সহ রুম পাবেন। বাস থেকে নেমে সোজা হোটেলে চলে যাবেন। রেষ্ট নিয়ে পায়ে হাটা পথ। অল্পদূরে বীচে ঘুরে/ভিজে---- আসতে পারেন।



মটর সাইকেল এ এলাকার প্রধান বাহন। বীচে আপনি কিঃমিঃ প্রতি ১৫-২৫ টাকার মধ্যে মটর সাইকেল পাবেন। মজা করে বীচে মটর সাইকেল চালাতে পারেন।



এরপর সূর্যাস্ত দেখার জন্য লাল কাঁকড়ার বীচে চলে যাবেন মটর সাইকেল-এ চড়ে। ভাড়া ২জন ১৫০- ২২০ টাকার মধ্যে। এখানে লাল কাকড়া সহ সুন্দরবনও দেখতে পাবেন। মজা করে খেয়ে আসতে পারবেন ইলিশ ভাজা, চিংড়ি ভাজা, কাঁকড়া ভাজা ইত্যাদি।



আর সূর্যোদয় দেখতে চাইলে সন্ধ্যা বেলাতেই দুইজন মটরসাইকেল ওয়ালার ফোন নম্বর সহ ভাড়া ঠিক করে রাখবেন। খুব সকালে এদের সাথে যোগাযোগ করে রওয়ানা হবেন। দুই জন ঠিক করে রাখা ভাল। মনে রাখবেন আপনার চাইতে বেশি ভাড়া পেলে ওরা আপনাকে আর নিয়ে যাবেনা। তাই দুই জন ঠিক করা থাকলে কিছুটা রিক্স কাভারেজ করে।



ও হ্যাঁ, কুয়াকাটায় সুন্দর রাখাইন মার্কেট আছে। এখান থেকে আচার সহ অনেক সুন্দর সুন্দর সামগ্রী অনেক কমদামে কিনতে পারবেন। তবে আচার বেশি কিনলে অবশ্যই বড় প্যাকেট খুলে ছোট প্যাকেটের সংখ্যা গুনে বুঝে নিবেন। নচেৎ ওরা প্যাকেটে কম ছোট প্যাকেটের আচার রাখে।



গুডলাক।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫২

ভিটামিন সি বলেছেন: নিরাপত্তা কেমন। বউ নিয়ে যেতে চাই। বউ নাকি কুয়াকাটা দেখবে। আমি অবশ্য বলছিলাম দুইজন লাগিয়ে বাড়ির পিছন দিকে একটা কুয়া কাটতে বলো। আর তুমি সেখানে দেখে নিয়ো কুয়া-কাটা। বউ বলে আসলটাই দেখবে।

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৪

মি: জন বলেছেন: দুইজন লাগিয়ে বাড়ির পিছন দিকে একটা কুয়া কাটতে বলো। আর তুমি সেখানে দেখে নিয়ো কুয়া-কাটা।


দারুন মজার কথা বলেছেন।

আমার কাছে নিরাপত্তা ব্যবস্থাটা খুব ভাল মনে হয়েছে। তবে লাল কাঁকড়ার বীচ জঙ্গলের ধারে। যদিও ওখানকার দোকান ওয়ালারা বলে ওখানে কোন দিনও সমস্যা হয়না। তবুও সন্ধ্যার পরপরই ওখান থেকে চলে আসা ভাল।

২| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫২

মহিদুল বেস্ট বলেছেন: ভাল নির্দেশনা

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৪

মি: জন বলেছেন: Thanks Bro.

৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৯

শহুরে আগন্তুক বলেছেন: ধন্যবাদ । ইচ্ছা আছে যাওয়ার ।

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৫

মি: জন বলেছেন: Also thanks you.

৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০১

কালো পতাকার খোঁজে বলেছেন: ধন্যবাদ। প্রিয়তে।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২২

এন ইউ এমিল বলেছেন: ভাই ভিটামিন সি আফনে কেন আমার মনের কথাটা আগেই কইয়া ফালাইলেন, আমি এইটাই ভাবছিলাম নিরাপত্যাটা কেমন ভাল হলে বৌরে নিয়া যাইতাম চাই.

লেখক ভাই একটা জানাবেন প্লিজ

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৭

মি: জন বলেছেন: খুবই সুন্দর জায়গা। মজা করে ঘুরে আসেন।
এছাড়া খরচও অনেক কম। কুয়াকাটায় সুন্দর রাখাইন মার্কেট আছে। এখানে ভাবীকে নিয়ে অনেক সুন্দর সুন্দর সামগ্রী অনেক কমদামে কিনতে পারবেন।

ধন্যবাদ।
ভাল থাকবেন।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৮

মি: জন বলেছেন: কক্স বাজার যেতে চাইলে

Click This Link

৭| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৫

নীলতিমি বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.