![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাদের বাড়ী কোথায়? এটিকে কোন অঞ্চলের আঞ্চলিক ভাষায় কি বলে?
আসুন তা জেনে নেই।
যেমন -
১. চাঁপাই নবাবগঞ্জ - তোমারঘে বাড়ী কুণ্ঠে জ্বী?
২. গাইবান্ধা - ক্যা-রে, তোমার ঘরে বাড়ী কোটে?
৩. নোয়াখালী - তোর বাই কন্ডাই?/তোঙ্গো বাড়ি কোনাই?
৪. চট্টগ্রাম - তোঁয়ার বাড়ি হন্ডে?
৫. যশোর - তুমাদের বাড়ী কনে?
৬. সিলেট - তুমরার বাড়ি খই?
৭. রংপুর... তোর বাড়ী কোনঠে বাহে?/তোর বাড়ী কোটে?
৮. বগুড়া: তোমার বাড়ি কুন্টি ?
৯. নেত্রকোণা - আফনের বাড়ী কই?/ তর বাড়ী কইনো?/ ওই তোর বাড়ী কোন হান?
১০. রাজশাহী - তোর বাড়ি কতি?
১১. জামালপুর - তোমাগো বাড়ি কুঠাই?
১২. কুষ্টিয়া - তোমাদের বাড়ি কোয়ানে?
১৩. টাংগাইল -- তোমাগো বাড়ি কোনহানে?
অন্য কোন অঞ্চলের/জেলার জানা থাকলে এ্যাড করুন প্লিজ।
০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪০
মি: জন বলেছেন: ধন্যবাদ। আপনার মন্তব্যের জন্য।
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৩
আমান৮২ বলেছেন: তোমরার বারী কই ?
০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪১
মি: জন বলেছেন: এটা কোন এলাকার তা লিখে দিলে ভাল হতো।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৫
ইমরাজ কবির মুন বলেছেন:
তোঁয়ার বাড়ি হন্ডে? - চট্টগ্রাম
৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৫
বিষন্ন পথিক বলেছেন: তুমাদের বাড়ী কনে - যশোর
৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৩
মি: জন বলেছেন: আপনাদের মন্তব্য গুলো মেইন পোষ্টে উঠায়ে দিচ্ছি। যাতে করে এক জায়গায় পড়া যায়। ধন্যবাদ।
৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৩
বিজন রয় বলেছেন: দারুনতো!!
আরো আছে, আরো অাছে!
৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাদের বাড়ি কোথায় - নোয়াখালী ভাষায় বলতে গেলে হবে অনেকটা নিচের মতঃ
আপনার বাড়ি কোথায় - আন্নের বাড়ি কোনাই?
আপনাদের বাড়ি কোথায় - আন্নেগো বাড়ি কোনাই?
তোমাদের বাড়ী কোথায় - তোঙ্গো বাড়ি কোনাই?
'কন্ডে' নোয়াখালীর সকল অঞ্চলে খুব সম্ভবত প্রচলিত নয়, চরাঞ্চলের দিকে প্রচলিত।
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩২
মি: জন বলেছেন: আপনার মতামত ও যোগ করা হয়েছে। ধন্যবাদ ভাই কাল্পনিক_ভালোবাসা
৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৬
শেখ ইয়াহইয়া বলেছেন: সিলেটী ভাষায় আমরা বলে থাকি তুমরার বাড়ি খই?
হা হা হা হা
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩
মি: জন বলেছেন: খুব ভাল লেগেছে।
৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: রংপুর... তোর বাড়ী কোনঠে বাহে ।।
১০| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩
অপলক বলেছেন: বগুড়া: তোমার বাড়ি কুন্টি ?
১১| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭
মি: জন বলেছেন: সকলের মতামতের জন্য ধন্যবাদ।
১২| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪১
মানবী বলেছেন: ভালো পোস্ট!
ধন্যবাদ মি: জন।
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৫
মি: জন বলেছেন: আপনাকে ও ধন্যবাদ। সাথে থাকুন।
১৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৩
নকীব কম্পিউটার বলেছেন: আফনের বাড়ী কই?
তর বাড়ী কইনো?
ওই তোর বাড়ী কোন হান?
এই সব নেত্রকোণায় চলে।
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৮
মি: জন বলেছেন: ধন্যবাদ আপনার তথ্যের জন্য।
১৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রাজশাহীঃ তোর বাড়ি কতি?
১৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৬
মি: জন বলেছেন: Click This Link
১৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৯
কলাবাগান১ বলেছেন: এর মধ্যে বাংলা ভাষা কোনটা????
১৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
গেম চেঞ্জার বলেছেন: সিলেট চট্টগ্রাম নোয়াখালি'রটা বেশি মজার লাগলো।
০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৮
মি: জন বলেছেন: আমার ও চট্টগ্রাম, নোয়াখালি'রটা বেশি মজার লাগলো।
১৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৭
প্রামানিক বলেছেন: গাইবান্ধা, রংপুর চরের ভাষা- - তগোরে বাড়ি কোনে?
জামাল পুর ইসলাম পুরের ভাষা - -- তোমাগো বাড়ি কুঠাই?
কুষ্টিায়ার ভাষা --- তোমাদের বাড়ি কোয়ানে?
টাংগাইলের ভাষা -- তোমাগো বাড়ি কোনহানে।
০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২০
মি: জন বলেছেন: গাইবান্ধা ও রংপুরের কমন আঞ্চলিক ভাষা দুইটি আগে যোগ করা হয়েছে।
অন্যান্য তিনটি মুল লেখায় যোগ করে দিলাম। ধন্যবাদ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩০
এম.এইচ.সজিব বলেছেন: * তোর বাই কন্ডাই - নোয়াখালী