![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজোন ছাত্র, কম্পিউটের সাইন্স নিয়ে ডিপ্লোমা করার পর বিএসসি শেস করেছি।আর একজন দেশপ্রেমিক , দেশ কে ভালবাসি।মা কে ভালবাসি সবচেয়ে বেশি।
তোমার তো ফেরার কথা নয়,
যে চলে যায়, সে তো ভাল কিছু পাওয়ার আশায় ছেড়ে যায়
নিয়তির ভাজে তুমি দুরত্ব গড়েছ
লক্ষ কোটি কদম এগিয়ে তুমি
আড়ালে গড়েছ হাজার মাইল ব্যাবধান
তবুও আমি ভুলিনি
ভুলার ও কথা ছিল না
যেমন টা ছিলনা ছেড়ে যাবার
হয়ত গেছ ছেড়ে
কিন্তু জড়িয়ে আছ আমার চারপাশ
আজো তোমায় ছিটিয়ে দেয় আমার পুরো আকাশ জুড়ে
চেয়ে থাকি তোমার দিকে
চারাপাশ জুড়ে তোমাকে নিয়ে আপলক তাকিয়ে থাকি
তবুও আমি ভুলিনি
ভুলার ও কথা ছিল না
যেমন টা ছিলনা ছেড়ে যাবার
হয়ত গেছ ছেড়ে
কিন্তু আমার সপ্ন জুড়ে এখনো তোমার বাস
ভাবনার উঠানে তোমাকে সাজাই
কল্পনার সিংহাসনে তোমার কাছেই শুধু আমি পরাজিত
কারন তুমি যে আমার রানি
তবুও আমি ভুলিনি
ভুলার ও কথা ছিল না
যেমন টা ছিলনা ছেড়ে যাবার
হয়ত গেছ ছেড়ে
কিন্তু মিশে আছ আমার মনের সমুদ্রে
বিশাল সমুদ্রের একমাত্র কর্ণধার তুমি
প্রতিটা সেকেন্ড ডেউ তুলে কাপিয়ে দাও আমার মনের তরি
জানান দাও তোমার অস্তত্ত,
যদিও হারিয়ে গেছ
তবুও আমি ভুলিনি
ভুলার ও কথা ছিল না
যেমন টা ছিলনা ছেড়ে যাবার
©somewhere in net ltd.