নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস দেওয়ান

বাঙালির স্বার্থ সবার ওপরে

এস দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযান, শতাধিক নেতা-কর্মী আটক

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩২

বিএনপির স্বাধীনতা বিরোধীদের পক্ষ নেওয়া নেতাদের গ্রেফতার করলো পুলিশ । তবে নারী কর্মীদের যেতে দেওয়া হয়েছে । সাদেক, ফখরুল ও রিজভিও গ্রেফতার । অনেক নেতা-কর্মী বাথ রুম ভেঙে পালিয়ে গেছে । আরো কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে পুলিশ । বিএনপির অফিস থেকে প্রথমে পুলিশের ওপর ককটেল মারা হয় । ১০০-এর উপর নেতা-কর্মীকে গ্রেফতারের পর পুলিশ অভিযান শেষ করেছে ।



এবার জামাতের সাথে বিএনপিকেও ডলা দেওয়ার আশঙ্কা । বিএনপি জামাতের পক্ষ নিয়ে দেশের সাথে শত্রুতা করেছে তারই ফল তাদের ভোগ করতে হচ্ছে । বিএনপিকে অবিলম্বে নীতি পরিবর্তন করে জামাত-শিবিরের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিৎ । এতেই দলটির মঙ্গল । দেশের মানুষের কথা ভেবে হরতাল থেকে সরে উচিৎ দলটির ।



ঘটনার সুত্রপাত ওখানে অবস্থানরত জামাত-শিবিরের উস্কানিতে শুরু হয় । পরে বিএনপি কর্মীরাও পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে । এখনও নয়াপল্টনের অফিস দাঙ্গা পউলিশ ঘিরে রেখেছে । এই মাত্র খবর পেলাম আবারও পুলিশ গ্রেফতার শুরু করেছে । যতক্ষণ নেতা-কর্মীদের পাওয়া যাবে এই গ্রেফতার অভিযান চলতে থাকবে ।



শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি অফিসে আর কোনও নেতা-কর্মী নেই । ফলে পুলিশের সংখ্যাও হ্রাস করা হয়েছে । এই গ্রেফতারির প্রতিবাদে কাল বিএনপি আর একটি অনাকাঙ্খিত হরতালের ডাক দিয়েছে ।

আল্লাহ হাফেজ

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৪

রওনক বলেছেন: সাধু, সাবধান!! ভেবে-চিন্তে

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪১

এস দেওয়ান বলেছেন: না ভেবে কিছুই করি না ।

২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৫

একমত না বলেছেন: জামিন থাকা অবস্থায় একজন কে আটক করে কি করে পুলিশ? এইটা আদালত অবমাননা।

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪০

এস দেওয়ান বলেছেন: আবার অপরাধ করলে গ্রেফতার তো হবেই । তিনি আগের অপরাধের জন্য জামিনে আছেন কিন্তু বর্তমান অপরাধের জন্য গ্রেফতার হয়েছেন ।

৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

বাংলার হাসান বলেছেন: সরকার অযৌক্তিক হরতালের যৌক্তিকতা প্রমান করতে বিএনপি আফিসে হামলা করে বিএনপির নেতাদের আটক করল, এবং দেখে মনে হচ্ছে সরকার আন্তরিক ভাবেই চাচ্ছে দেশে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে।

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫০

এস দেওয়ান বলেছেন: বিএনপি একটু পজিটিওভ হলে সমস্যার সমাধান সম্ভব ।

৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: শেখ হাসিনা স্বৈরাচার
এই মূহুর্তে বাংলা ছাড়!!!


ডিজিটাল বাকশাল
নিপাত যাক ধ্বংস হোক।

যতই করিস নির্যাতন
হবেই হবে তোদের পতন


এই দিন দিন নয় আরো দিন আছে-
এই দিনেরে নেব আমরা সেই দিনের কাছে....

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

এস দেওয়ান বলেছেন: রাজাকারদের ব্যাপারে আপনার কোনও আপত্তি নেই কেন ?

৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫২

কি বোর্ডের মাইর বলেছেন: সরকার প্রমান করে দিল বিএনপি বলে কিছু নেই। এখন জনগণ কে প্রমান করতে হবে দেশে আইন বলে কিছু আছে কিনা?

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

এস দেওয়ান বলেছেন: চিন্তার বিষয় ।

৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:০০

তীর্থক বলেছেন: বি এন পি তো আওয়ামীলিগের কাছ থেকে অনেক কিছু শিখছে।

বি এন পি জামাত-শিবির থেকে সরে গেলে তো আওয়ামীলিগ জামাত-শিবির'কে নিয়ে আগামি নির্বাচনে ১৫ দল গঠন করবে। সেটাকে কি দিয়ে ঠেকাবেন :-)) ১৯৮৬ তে জামাত কে নিয়ে স্বৈরাচারে'র সাথে জোট করে আওয়ামীলিগ যে নির্বাচন করে যে জাতীয় বেইমান উপাধী পেয়েছিল তা ভুলে জাননি আশা করি :-)

১৯৯৬এ ও কিন্তু আওয়ামীলিগ জামায়াত কে সাথে নিয়ে নির্বাচন করেছে। মাননিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাম আজমে'র পা ধরে সালাম করে নির্বাচনে জয়ীও হয়েছিলেন :-))

কি ভুল লিখলাম ;-)

৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৩

কনক মোমেন বলেছেন: ঘোলা পানিতে মাছ শিকার এর পরিকল্পনা। সরকার চাচ্ছে দেশে একটি সংঘাতময় পরিস্থিতি।

১২ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২২

এস দেওয়ান বলেছেন: দেখা যাক কোথাকার পানি কোথায় রগায় ।

৮| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৬

পেন্সিল চোর বলেছেন: নৌকা আর ধানের শীষ
দুই সাপের এক বিষ!!!
তবে পুলিশের কার্যালয়ে ঢুকা পুলিশের উচিৎ হয়নি।

৯| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৩

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: বাকশালী কুকুরেরা
নিপাত যাক ধ্বংস হোক।

১০| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

শরীফ িবিড বলেছেন: এই গ্রেফতারির প্রতিবাদে কাল বিএনপি আর একটি (অনাকাঙ্খিত) কাঙ্খিত হরতালের ডাক দিয়েছে ।
এই গ্রেফতারির প্রতিবাদে কাল বিএনপি আর একটি (অনাকাঙ্খিত) কাঙ্খিত হরতালের ডাক দিয়েছে ।

আপনার বাক্যের ভুলটা ঠিক করে দিলাম। সরি!

১২ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৮

এস দেওয়ান বলেছেন: হরতালে মানুষের দুর্ভোগ পোহাতে হয়, দেশের ক্ষতি হয়, তার পরও আপনার কাছে হরতাল কেন কাঙ্খিত তা আমার কাছে বোধগোম্য নয় । আমি হতালের আকাঙ্খা কখনও করি না ।

১১| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

বিজ্ঞানী সিমুল বলেছেন: সব বাইঞ্চদরাই একরকম। আওয়ামী আর বিএনপি সব বাঞ্চদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.