![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি প্রবাদ আছে- লাথির ভূত কথায় মানে না । স্বাধীনতা বিরোধী জামাত-শিবির হলো কুকুরের বাঁকা লেজের মতো । নইলে স্বাধীনতার ৪২ বছরের মতো দীর্ঘ সময়ের মধ্যে জামাতীদের সোজা হয়ে যাওয়ার কথা ছিল । আর যদি তাঁরা সোজা হয়ে যেতো তাহলে আজ এই যুদ্ধাপরাধ প্রসংগও ঊঠতো না । জামাতীরা তাদের কুস্বভাবের মাধ্যমে আমাদের ৭১-এর ক্ষতকে তাজা করে রেখেছে । জামাত নেতদের বিভিন্ন সমেয়ে স্বাধীনতা বিরোধী বক্তব্য শুনে আমাদের তরুণ প্রজন্ম প্রর্যন্ত ক্ষুব্ধ হয়ে আছে ।
যেই ভাবে প্রচলিত আইনে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া চলছে এতে অনেক বেশি সময় ক্ষেপন হচ্ছে এবং জনগণের ও রাষ্ট্রের সম্পদ নষ্ট হওয়ার পাশাপাশি অনেক প্রাণ হানিও হচ্ছে । তাই আমি মনে করি আরো সহজ ও কম খরচের উপায়ে এই স্বাধীনতা বিরোধী নেতাদেরকে শায়েস্তা করা উচিৎ । আর সেই উপায় হতে পারে ক্রস ফায়ার । যেই ভাবে এই দেশের মানুষকে তাঁরা গুলি করে মেরেছিল ঠিক সেই ভাবেই তাদেরকে মারা উচিৎ । বিএনপির উদ্ভাবিত ক্রস ফায়ারকে দেশের স্বার্থে কাজে লাগানো উচিৎ ।
জামাত নেতাদের উস্কানিতে তাদের সমর্থকরা প্রতিনিয়তই দেশ ও মানুষের ক্ষতি করে চলেছে । অতএব, আর বিলম্ব না করে জামাতের কট্টর নেতাদেরকে ক্রস ফায়ারের আওতায় আনা হোক । ক্রস ফায়ার কী ভাবে করতে হবে তা আমাদের বিজ্ঞ প্রশাসনের জানা থাকার কথা । তাই আর গভীরে যাচ্ছি না । আমার কথা মতো যদি কাজ করা হয় তাহলে আমি শত ভাগ নিশ্চিত- এক মাসের মধ্যে জামাত-শিবিরের সকল উৎপাতের অবসান হয়ে যাবে ।
©somewhere in net ltd.