![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাই ক্ষমাতায় যাওয়ার জন্য ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য কি দেশটাকে ধ্বংস করে দেবেন ? দেশের প্রতি একটু দয়া দেখান ভাই । আপনাদের প্রতি দিনের হরতালের কারণে মানুষের শ্বাস বন্ধ হয়ে এসেছে । মানুষের কষ্ট বোঝার চেষ্টা করুন । আপনাদের তো দেশের উপকার করার কথা তাহলে অপকার কেন করছেন ? আপনাদের হরতালের কারণে দেশের ব্যবসা-বাণিজ্যসহ খেটে খাওয়া দরিদ্র মানুষের জীবন আজ বিপন্ন ।
আপনাদের সরকারের সাথে যত সমস্যা আছে তা সরকারের সাথে বোঝাপড়া করুন । জনগণকে কোন অপরাধের শাস্তি দিচ্ছেন ? এই দেশের মানুষ দুই দুই বার আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে তার পরও কেন মানুষকে কষ্ট দিচ্ছেন ?
আওয়ামী লীগের সাথে আপনারা সংসদের ভেতরে লড়াই করুন, কোনও ফাকা মাঠা গিয়ে দিন রাত ২৪ ঘন্টা লড়াই করুন, আমাদের কোনও আপত্তি নেই । কিন্তু দয়া করে আমাদেরকে শান্তিতে থাকতে দিন । আর একটি হরতালও আমরা চাই না । যদি হরতাল করতে চান তাহলে দেশের প্রতিটি দরিদ্র পরিবারকে প্রয়োজনীয় সকল দ্রব্য সরবরাহ করে তার পর হরতাল করুন ।
©somewhere in net ltd.