নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস দেওয়ান

বাঙালির স্বার্থ সবার ওপরে

এস দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

গ্রীসের স্ট্রবেরি খামারে বাংলাদেশিদের উপর গুলি

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৩





গ্রীসের এক স্ট্রবেরি খামারে অভিবাসী কর্মীরা তাদের বকেয়া বেতনের দাবি জানাতে গেলে সেখানকার একজন সুপারভাইজার তাদের উপর গুলি চালিয়ে ৩২ জনকে আহত করেছে। আহত কর্মীরা সকলেই বাংলাদেশি।



খামার মালিক ও সংশ্লিষ্ট সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়েছে।



আহত বাংলাদেশি কর্মীদের বেশিরভাগকেই প্রাথমিক শুশ্রূষার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।



এখনও সাতজন কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে তাদের অবস্থা আশঙ্কাজনক থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন এখন তারা শঙ্কামুক্ত।



গতকালের (বুধবার) ঘটনায় আহত বাংলাদেশি কৃষি-শ্রমিক হারুণ তাঁর হাসপাতালের শয্যা থেকেই ঘটনার বিবরণ দিয়ে বিবিসি বাংলাকে বলেন, 'ছয় মাস ধরে আমরা মাইনে পাই নি, সেজন্য ধর্মঘট দিয়েছিলাম এবং আমরা ঠিক করেছিলাম কাজ করব না।'



তিনি বলেন এরপর প্রায় দেড়শ জনের মত কর্মী সেখানে সমবেত হলে মালিক পক্ষ সরাসরি তাদের উপর গুলি চালায়।



গ্রীসে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলার জামাল হুসেইন বিবিসি বাংলাকে জানিয়েছেন তিনি আহত বাংলাদেশি কর্মীদের দেখতে ওই এলাকায় গেছেন।



অ্যাথেন্স থেকে বিবিসির সংবাদদাতা মার্ক লোয়েন জানাচ্ছেন ঘটনাটি ঘটেছে পশ্চিম গ্রীসে অ্যাথেন্স থেকে ২৬০ কিলোমিটার দূরে নিয়া মানোলাদা এলাকায় পেলোপন্নেসিয়ান গ্রামের এক খামারে।



নিয়া মানোলাদা এলাকার কৃষি খামারে পাঁচ হাজারের মত বাংলাদেশি অভিবাসী কর্মী কাজ করেন।



ওই খামারের কর্মীরা তাদের বকেয়া বেতনের দাবি জানাতে জড়ো হলে খামারের একজন সুপারভাইজার তাদের উপর গুলি চালায় বলে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন।



ভার্দার হাসপাতালে চিকিৎসাধীন অভিবাসী কর্মীরা



খামারের মালিক এবং ওই ফোরম্যানকে গ্রেপ্তার করা হয়েছে এবং খামারের আরও দুজন কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে বলেও বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন।



বিবিসি বাংলা- এখানে ক্লিক করে মূল স্টোরি দেখুন

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৪

এস দেওয়ান বলেছেন: বন্ধুরা, এই সংবাদটি আন্তর্জাতিক সাইট গুলোতে প্রচার করুন ।

২| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৮

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: হায়রে অবহেলিত বাঙ্গালি নিজের দেশেও নির্যাতিত বিদেশেও নির্যাতিত ।

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৩

এস দেওয়ান বলেছেন: দেশের অর্থনৈতিক উন্নতিই এই সমস্যার সমাধান দিতে পারে ।

৩| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩০

তারেক বলেছেন: এত পরে আপনি এই সংবাদ দিলেন । এটা অলরেডি সমস্ত দেশবাসি জানে।

৪| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৫

শহিদশানু বলেছেন: আমি ওদের দাবীর সাথে একাত্মতা ঘোষণা করছি এবং দুষিদের উপযুক্ত শাস্তি কামনা করছি এবং এ বিষয়ে আন্তর্জাতিক নিয়মে জরুরী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির দৃষ্টি আকর্ষণ করছি ।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

এস দেওয়ান বলেছেন: সহমত ।

৫| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৯

জাহাঙ্গীর জান বলেছেন: আমাদের রাষ্টদূত এলাকা দেখতে গেছেন ? না আহত শ্রমিকদের দেখতে গেছেন ?

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২২

এস দেওয়ান বলেছেন: চিন্তার বিষয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.