![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর প্রায় সকল গণতান্ত্রিক দেশেই দলীয় সরকারের দ্বারা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ফ্রী এ্যান্ড ফেয়ার ইলেকশন হয় । আমাদের দেশে তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন নির্বাচন হলে তা ফ্রী এ্যান্ড ফেয়ার হবে না । এটা আমার কথা নয়, আমাদের রাজনীতিবিদদের কথা । আমাদের রাজনীতিবিদরা যে কতটা দুর্নীতিবাজ তাঁদের এই কথা থেকেই তা পরিস্কার । এক সময় আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল এখন বিএনপি চাচ্ছে । এই তত্ত্বাবধায়ক সরকার আমাদেরকে সারা বিশ্বে দুর্নীতিবাজ জাতিতে পরিণত করেছে । যাদেরকে আমরা ভোট দিয়ে জয়ী করি তাঁদের কাছ থেকে এত টুকু ঈমানদারির আশা আমরা কেন করতে পারি না ?
একটি কথা সবাই জানে যে, যেখানে দুর্নীতি আছে সেখানেই তত্ত্বাবধায়কের প্রয়োজন হয় । গত বারের সাধারণ নির্বাচনের সময় বিএনপি তার নিজস্ব লোক আজিজকে প্রধান নির্বাচন কমিশনার করে এবং অসাংবিধানিক ভাবে নিজস্ব লোক ইয়াজ উদ্দীনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করে নির্বাচন জেতার মাস্টার প্লান রচনা করেছিল, এখন বিএনপির ভয় হলো আওয়ামী লীগ আবার সেই রকম কিছু করে কিনা ! যদিও আওয়ামী লীগ এখন পর্যন্ত অসাংবিধানিক কিছুই করেনি । এখন পর্যন্ত আমরা যা দেখেছি, আওয়ামী লীগ সব কিছুই সংবিধান ও আইনের ভিত্তিতে করবার চেষ্টা করছে । তার পরও জামাত/বিএনপির দ্বারা অযৌক্তিক ধর্মঘট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার প্রয়াস দুর্ভাগ্য জনক ।
সরকার বিরোধী দলকে সংলাপের প্রস্তাব দিয়েছে, সংলাপের মাধ্যমেই সমস্যার সমাধান খুঁজতে হবে । রাজনীতিবিদদের গ্রহন যোগ্য নির্বাচন করে তাঁদের দুর্নীতিবাজের কলঙ্ক মুছতে হবে । আর জাতির কপাল থেকে দুর্নীতিবাজের কলঙ্ক মুছতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে । বিএনপিকে বলবো- তত্ত্বাবধায়কের জন্য ধর্মঘট করে দেশের ক্ষতি করবেন না । এতে মানুষ আপনাদেরকে ভালোবাসার চেয়ে ঘৃণাই বেশি করবে ।
©somewhere in net ltd.