![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপি ১০০% একটি স্বাধীনতা বিরোধী দল । এই দলের উদ্দেশ্য হলো বাংলাদেশের স্বাধীনতাকে ভুল প্রমণিত করা । এই দল স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুকে সম্মান করে না । এই দল যুদ্ধাপরাধীদের সমর্থন করে । এমনকি এই দল স্বাধীনতা আন্দোলনের চেতনা তথা বাংলা শিল্প- সংস্কৃতিকেও সঠিক ভাবে মূল্যায়ন করে না । সরল-সোজা সাধারণ জনগণকে বোকা বানিয়ে দলটি ভোটের রাজনীতি করছে । এমন স্বাধীনতা বিরোধী দলের বাংলাদেশে রাজনীতি করার কোনও অধিকার নেই । তাই আমি সরকারের কাছে অনুরোধ করছি, বিএনপিকে নিষিদ্ধ ঘোষণা করে দলটির সকল নেতাকে আইনের আওতায় আনা হোক ।
আমরা বিএরনপির মতো স্বাধীন বিরোধী দলকে ক্ষমতায় বসানোর জন্য দেশ স্বাধীন করিনি । এই দল ক্ষমতায় গিয়ে দেশের তো কোনও উন্নতি করতে পারেনি, পেরেছে শুধু রাজাকারদের পুনর্বাসিত করতে । অতএব, এমন অপদার্থদের দলকে দেশের ক্ষমতা দখল করার সুযোগ দেওয়াটা হবে মারাত্বক ভুল । সরকার যেন এই ভুল না করে । জামাত-বিএনপি ছাড়া দেশে আরো অনেক দল আছে সেই সব দলকে নিয়ে নির্বাচন করুন । ওই ৩০ সিট ওয়ালা বিএনপির নির্বাচনে অংশ নেওয়া আর না নেওয়াতে কিছুই যায় আসে না ।
বিএনপি যদি ভালো মানুষের দল হতো তাহলে হরতাল আর ভাংচুর করে দেশের এত সর্বনাশ করতো না । খালেদা জিয়ার বক্তব্য শুনলে মনে হয় তিনি এই দেশের মানুষ চান না, চান শুধু ক্ষমতা । এতটুকু আদর্শ তাঁর মধ্যে নেই । বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে তিনি তাঁর মিথ্যা জন্মদিন পালন করেন । খালেদার অপকর্মের কথা আর কি লিখবো সবই তো আপনারা দেখছেন, লিখতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে । খালেদা যাতে মানুষকে আর উস্কানি দিতে না পারেন অবিলম্বে সেই ব্যবস্থা সরকারের করা উচিৎ । আওয়ামী লীগ নেতাগন, আপনারা তো পাকিস্তান আর্মিকেও ভয় করেননি, তবে আজ বিএনপিকে এত ভয় পাবার কারণ কি ? শেষ করে দিন স্বাধীনতা শত্রু বিএনপিকে । বিএনপির নাশকতা থেকে মুক্ত করুন দেশের জনগণকে । আর যদি স্বাধিনতা বিরোধী বিএনপিকে শেষ করতে না পারেন তাহলে মনে রাখবেন আগামীতে আপনাদের অস্তিত্ব থাকবে না ।
©somewhere in net ltd.