![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামাত-বিএনপির সন্ত্রাসীরা দেশের মানুষকে মেরে লাল করে ফেলছে আর সরকার এখনো ভাবছে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় । সরকারের মনে হয় এও জানা নেই যে যারা দেশের ক্ষমতা দখলের জন্য রাষ্ট্রীয় বাহিনীর ওপর আক্রমণ করে তাঁরা রাষ্ট্রদ্রোহীর পর্যায়ে পড়ে ।
যুদ্ধাপরাধী জামাত নেতাদের বিচার যেই ভিত্তিতে করা হচ্ছে ঠিক একই ভিত্তিতে বিএনপি নেতাদের বিচার করা যেতে পারে । যেহেতু ১৯৭১-এর মতো একই ভাবে বিএনপি নেতাদের নির্দেশে দলটির সন্ত্রাসীরা সাধারণ নাগরিকদেরকে হত্যা করছে । তাই, কে বোমা মারলো তাকে না খুঁজে যে নির্দেশ দিচ্ছেন তাঁকে ধরা হোক এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক । অর্থাৎ পাতায় পাতায় না খুঁজে আসল মূল উপড়ে ফেলুন ।
যারা বোমা মারে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য নগদ অর্থ পুরস্কারের ব্যবস্থা করা যেতে পারে । আকর্ষনীয় পুরস্কার দিলে সাধারণ মানুষই সন্ত্রাসী বোমাবাজদের ধরিয়ে দেবে । এতে করে সাধারণ নাগরিকরাও সরকারের সাথে সম্পৃক্ত হয়ে যাবে ।
১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯
এস. দেওয়ান বলেছেন: যথার্থই বলেছেন ।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৫
দর্পণ বলেছেন: বোমা মেরে দিয়ে মানুষ খুন করার পর গুলি মেরে লাভ নেই, গুলি মারতে হবে বোমা মারা আগে। এমন হতেই পারেনা যে অপরাধ করবে তারপর সাজা, একজন মানুষ অপরাধ করার মানে অন্য একজন বা বহুজন প্রাণহানী। সুতরাং অপরাধ করবে এমন ভাব লক্ষণ দেখা যাওয়া মাত্রই গুলি।
আর হিউম্যান রাইটস নামে কোন সংঠন এসে কথা বললে তাকেও গুলি মারা উচিৎ, গনতন্ত্র রক্ষা করবেন মানুষ নিধন করে সে গণতন্ত্র কার জন্য? ভাত ফেলে ভোট দিবেন এটা কেমন জীবন?
অনেক হয়েছে তামাশা, আর না।
১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭
এস. দেওয়ান বলেছেন: সহমত । বিজিবি প্রধানও এমনই ইঙ্গিত দিয়েছেন ।
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪০
সাবু ছেেল বলেছেন: দর্পণ বলেছেন: বোমা মেরে দিয়ে মানুষ খুন করার পর গুলি মেরে লাভ নেই, গুলি মারতে হবে বোমা মারা আগে।[/sb
সম্পূর্ণরূপে একমত।
১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০২
এস. দেওয়ান বলেছেন: আর কত জ্বলবে আমাদের জনগণ ? ধর্য্যের সীমা ছাড়িয়ে গেছে ।
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৮
থার্ড পার্সন প্লুরাল বলেছেন: নোংরা রাজনীতির কবলে যতসব সাধারন জনগন ।
এর থেকে তাদের মুক্তি পাওয়ার দরকার ।নিজের ভাত খেয়ে অন্যের বিড়াল মারার কবলে তাদের পড়তে হয় ।
১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৯
এস. দেওয়ান বলেছেন: ঐ ক্ষমতা লোভীদের ক্ষমতার লড়াইয়ে বলির পাঁঠা হচ্ছে আমাদের সাধারণ জনগণ । এ একেবারেই অসহ্য ।
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০০
এরশাদ বাদশা বলেছেন: বিজিবি প্রধান যখন বললেন, বোমাবাজদের গুলি মারার কথা, আমাদের ছুশীল সমাজের চুলকানি উঠে গেলো। আমার মনে হয়, দেশের সবচাইতে বড়ো শত্রু হলো টকশোতে নিয়মিত বুদ্ধিজীবিরা। মাদারচোদেরা টিভির ক্যামেরায় বসে মানবাধিকার চুদায় আর রাস্তায় জ্বলে-পুড়ে ছারখার হয় সাধারন মানুষ।
১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬
এস. দেওয়ান বলেছেন: ঐ তথাকথিত সুশীল সমাজ আসলে কুশীল সমাজ । তাঁরা সত্যিকারের সুশীল সমাজ হলে আজ দেশটার এই অবস্থা হতো না ।
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৭
নতুন বলেছেন: যেহেতু সরকারী লোক আগুন লাগায় তাই এদের গুলি করলে তো বিএনপির সমস্যা হবার কথা না.....
আবার যেহেতু বিএনপি আগুন লাগায় তাই আমলিগের সমস্য নাই...
দুই দিকেই কোন সমস্যা নাই.... জনগন বাচবে.. তাই আগুন দিতে আসলে গুলি করে আত্নরক্ষা করার অধিকার তো জনগনের আছেই তাই না...
১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১১
এস. দেওয়ান বলেছেন: সহমত ।
৭| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
এই আমি সেই আমি বলেছেন: পিপার স্প্রে ছুড়ায় এই মানবতাবাদী ছুছিলদের সেকি থর থর কান্না। আর গ্রেনেড ছুড়লে কবি নীরব হয়ে যায়।
২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬
এস. দেওয়ান বলেছেন: ওগুলো বিএনপির কুশীল সমাজ ।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৩
নিস্পাপ একজন বলেছেন: সহমত, যারা মানুষ পুড়ায় তাদের নিবৃত করা প্রয়োজন।