![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার সকল দলের রয়েছে কিন্তু মানুষের ওপর আক্রমণ করার অধিকার কোনো দলের নেই । লড়াই সরকারের সাথে আর মারবে সাধারণ মানুষকে তা তো হতে পারে না । সাধারণ মানুষের ওপর আক্রমণের জন্য তিনিই দায়ী যার নির্দেশে এই মারমুখী অবরোধ হচ্ছে ।
যেহেতু যান-বাহন চললে অবরোধ সফল হয় না তাই যান-বাহন চলাচল জোর করে বন্ধ রাখার জন্য গাড়িতে বোমা মারা হয় এবং যাত্রীরা যাতে গাড়িতে না চড়ে সেই জন্য যাত্রীদেরকেও বোমা আক্রমণের আওতায় আনা হয় । যদি স্বেচ্ছায় বিএনপির ডাকা অবরোধে জনগণ অংশ গ্রহন করতো তাহলে হয়তো পেট্রোল বোমা মারার প্রয়োজন হতো না । কিন্তু বিএনপির জন্য সমস্য হলো মানুষ হরতাল অবরোধে সাড়া দিচ্ছে না ।
দেশের প্রচলিত আইন অনুযায়ী কারো ওপর আক্রমন করা অপরাধ । যার নির্দেশে আক্রমণ হচ্ছে সেই প্রধান অপরাধী । সুপরিকল্পিত পেট্রোল বোমার আক্রমণ খালেদা জিয়ার নির্দেশেই হচ্ছে তাই খালেদা জিয়াই প্রধান অপরাধী । যেই কারণে বোমা দ্বারা আক্রান্তদের উচিৎ আদালতে গিয়ে খালেদা জিয়ার নামে মামলা করা । এই জাতীয় বিচার কার্যে বাদীর যত রকমের সহায়তার প্রয়োজন হবে তার ব্যবস্থা সরকার করবে ।
বিচার হয় না বলেই হরতাল-অবোরধের নামে বিরোধীরা মানুষের জীবন ও সম্পদ নষ্ট করার সাহস পাচ্ছে । বিরোধীরা অবশ্যই আন্দোলন করবে তবে মানুষের জীবন ও সম্পদ নষ্ট করে নয় ।
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৪
এস. দেওয়ান বলেছেন: ঠিকই বলেছেন ।
২| ২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৩
শেষ অধ্যায় বলেছেন: তাহলেতো আপনাকে ফিরে যেতে হবে ২ বছর আগে। ২০১২-২০১৩ তে যখন বিরোধি দল আন্দলন শুরু করে তখন পুলিশ কেন বিনা কারনে মিছিলে টিয়ার শেল রাবার বুলেট নিক্ষেপ করে(যদি আন্দলন বিরোধি দলে অধিকার হয়ে থাকে)? আচ্ছা মানলাম মিছিলে রাস্তায় জ্যম হয় জনগনের দুর্ভগ বারে। তাহলে টানা এক বা দের মাস গনজাগরন মঞ্চ শাহবাগের মত একটি ব্যস্ততম রাস্তায় অবস্থান করল, তখন কেন প্রশাষন কিছু বলল না?
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩১
এস. দেওয়ান বলেছেন: শাহবাগীরা শুধু একটি মোড়ে বসে আন্দোলন করেছে, পুরো ঢাকা বা দেশকে অবরোধ করেনি । শাহবাগীদের আন্দোলন সরকারের পক্ষে গিয়েছিল বলে প্রথম পর্যায়ে তাদেরকে সরকার কিছু বলেনি । তবে পরে সরকার তাদের প্রতি কঠোর হয়েছিল ।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫০
নতুন বলেছেন: ক্রসফায়ারের মানুষ হত্যার জন্য হাসিনাকে ১ নং হুকুমের আসামী করে...
গাড়ীতে আগুন দেওয়ার জন্য খালেদাকে ১নং হুকুমের আসামী করে...
মামলা করা দরকার...
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৩
এস. দেওয়ান বলেছেন: দেখুন সরকার ও বিএনপির মধ্যে তো বিবাদ রয়েছে তাই তাদের একে অপরের ওপর আক্রমণ করার একটা যুক্তি আছে । কিন্তু নির্দলীয় সাধারণ মানুষের ওপর আঘাত করার তো কোনো যুক্তি নেই । পোস্টে আমার মূল কনসার্ন টা সাধারণ মানুষকে নিয়ে ।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৩
যোগী বলেছেন:
এর পরেও খালেদা জিয়ার নামে মামলা না হলে বুঝবো সরকার তারেক খালেদা কে লালন করতেছে।