![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক সময় আওয়ামী লীগের মধ্যে হেফাজত বিদ্বেষ থাকলেও বর্তমানে লীগ সরকার হেফাজতের কথায় উঠছে আর বসছে ।
কিন্তু কেন ?
আমি মনে করি মাননীয়া প্রধানমন্ত্রী যা করেন তা দেশের মঙ্গলের জন্যই করেন । আমার পূর্ণ আস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আছে ।
তবে দেশের বিশিষ্ট জনেরা সরকারের এই হেফাজতমুখি নীতিকে কিভাবে দেখেন ?
চলুন দেখা যাক নিচের ভিডিওটিতে-
আমার প্রশ্ন- গ্রীক দেবীর ভাষ্কর্য কোর্টের সামনে থাকলে কি ইসলামের ক্ষতি হবে ?
২| ১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৭
ওসেল মাহমুদ বলেছেন: মোল্লা শফির মূল্যায়ন করতে চাই না !
তবে আমরা গ্রীক নই ! গ্রীক দেবীকেও আমাদের কোনো প্রয়োজন আছে বলে মনে করি না !
৩| ১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪০
শূন্যনীড় বলেছেন: বীর বাঙালি জাতির অনেক বীরত্বকাব্য আছে, ভাড়াকরা ভাস্কর্য রাখার প্রয়োজন পড়বে কেন
সরকার সম্ভবত সম্মানিত করছে, এই।
বোঝতে হলে অপেক্ষা করতে হবে আমাদের।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৮
আহা রুবন বলেছেন: দেশে বিএনপি নামে একটা দল ছিল। যেটা এখন ইতিহাস! তাই শেখ হাসিনা বিএনপির ভূমিকা পূরণ করতে চাইছে।
৫| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৪
প্রভুরূপী মানুষ বলেছেন: মোল্লা শফি ১৯৭১ এ বাংলাদেশ চাইনি।সেটা অাপনি কি করে বুঝলেন? অাপনার বাপ দাদা কোনদিন ১৯৭১ এ বাংলাদেশ চেয়েছে কিনা, সেটা নিয়েই তো এখন সন্দেহ হচ্ছে???? মোল্লা দেখলেই চুলকানি শুরু হয় চাঁদগাজী।।।।।
ভিডিওতে যাকে দেখলাম সে বিশিষ্ট ব্যক্তি?????
বিশিষ্ট অাবালটার উদ্দেশ্যে,
মাদ্রাসার ছেলেরা রাজনীতি না বুঝলে ও ধর্মটা তোদের থেকে হাজার গুণ ভালো বুঝে।
ওরা জ্ঞান অর্জন করতে পারে না?তোরা পারিস।।। ওরা শুধু জ্ঞান অর্জন না, তোদের থেকে শতগুণে ভালো মানুষ হয়ে গড়ে উঠে।
দেশটা যেমন তোদের মত কুত্তার বাচ্চাদের না,তেমনি মোল্লাদের ও না।দেশটা সবার। এখানে তোদের কারণে দেশে অাজ এত ভেদাভেদ।অার প্রধানমন্ত্রীর কথায় তোদের নাক গলানোর অধিকার কে দিয়েছে??????
দেশের অভ্যন্তরীন ব্যাপারে প্রধানমন্ত্রী থেকে ভালো বুঝার চেষ্টা করবি না। দেশ নিয়ে নাক গলানোর ইচ্ছা থাকলে, দেশে এসে নাক গলা।
জয় বাংলা
১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:২৪
এস. দেওয়ান বলেছেন: বেটা মুর্খের সন্তান, ভদ্রতা শিখে আমার পোস্টে মন্তব্য করতে এসো । তোমাদের মতো গালিবাজ ছোটো লোকদের জন্য আমার পোস্টে প্রবেশ নিষেধ । তোমাদের মানুষ সমাজ বহির্ভুত । সমাজে কথা বলার কোনো অধিকার নেই তোমাদের ।
৬| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০২
টারজান০০০০৭ বলেছেন: এরে ! মগাচীপ হইলো বিশিষ্টজন? হ্যায়তো পাঁঠাদের গেলমান ! এমনকি ছাগুরাও ওরে চুম্মা দেয় !
@ চাঁদগাজী। বাংলাদেশ অনেকেই অনেক কারণে চাহেনি। তাই বলিয়া গণহত্যাও সমর্থন করেনি।যাহারা গণহত্যাকে সমর্থন ও সক্রিয় সহযোগিতা করেছে তাহারা অপরাধী। সবাইকে এককাতারে ফেলা কি ঠিক হইলো ? কম্যুনিজমের সমর্থক বলিয়া সর্বহারা ডাকাইত ও আপনার মতো মুক্তিযোদ্ধারে কি এক কাতারে ফেলা যাইবে ? নিজামী আর ফররুখ আহমেদরে কি এক কাতারে ফেলা যাইবে ?
ভারত ভাগের সমালোচনা করিয়া মহাস্বেতা দেবী যে কবিতা লিখিয়াছিলেন "তেলের শিশি ভাঙলো বলে খুকির উপর রাগ করো , তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো , তার বেলায় !" তাহলে কি সে দেশদ্রোহী ছিল ?
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:০১
চাঁদগাজী বলেছেন:
মোল্লা শফি ১৯৭১ সালে নিশ্চয় বাংলাদেশ চাননি, কমপক্ষে