নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস. দেওয়ান

আমি একজন ব্লগার । ব্লগিং হলো আমার নেশা । আমি আমার দেশ, জাতি, সংস্কৃতি ও ভাষাকে সব চেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি ।

এস. দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

রোহিঙ্গা সমস্যা এবং তার সমাধান

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬


রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ

রোহিঙ্গা সমস্যা একটি অতি পুরনো সমস্যা যার সমাধান কোনো ভাবেই হচ্ছে না । রোহিঙ্গাদের স্বাধীন দেশ আরাকান বর্মিজ বাহিনী দখল করে নেওয়ার পর রোহিঙ্গাদের ওপর শুরু হয় অমানবিক অত্যচার । বর্মা চায় রোহিঙ্গা মুসলিমরা বর্মা ত্যাগ করে বাংলাদেশে চলে আসুক । রোহিঙ্গা মুসলিমদের বৌদ্ধ প্রধান বর্মা তার নাগরিক মানতে রাজি নয় । বার্মার দাবি, ঐতিহাসিক ভাবে মুসলিমরা কখনোই বর্মার নাগরিক ছিল না । তা সত্যি, যেহেতু ঐতিহাসিক ভাবে আরাকান বর্মার অঞ্চল ছিল না তাই এই অঞ্চলের মানুষও বর্মার ছিল না ।

বর্মা জোরপূর্বক আরাকান রাজ্য দখল করে এই অঞ্চল নিজের দখলে রেখে এখানকার মানুষদেরকে তাড়িয়ে দেবে- এই হলো বৌদ্ধ বর্মিজদের আকাঙ্খা । এই জন্য বর্মা বলে থাকে রোহিঙ্গারা নাকি বাঙালি । রোহিঙ্গারা যেই হোক তাঁরা তো তাদের অঞ্চলে থাকে, বর্মাই তো জোর করে তাদের অঞ্চল দখল করেছে । এতে রোহিঙ্গাদের কি দোষ ? এখন বর্মার উচিৎ- হয় রোহিঙ্গাদেরকে নিজের নাগরিক হিসেবে সসম্মানে রাখুক নয় তাঁদের অঞ্চল আরাকানকে মুক্ত করে দিক । যেই ভাবে রোহিঙ্গা জাতিকে বর্মা শেষ করে দিতে চাইছে তা কোনো ভাবেই গ্রহন যোগ্য নয় ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন অত্যাচারিত-নিপীড়িত মানুষের জন্য লড়েছেন । এখন তাঁর কন্যা রোহিঙ্গা ইস্যুতে কি করবেন ? শুধু বাংলাদেশিদের স্বার্থের কথা ভাববেন নাকি অত্যাচারের শিকার বিশ্বের অন্যান্য জাতির কথাও ভাববেন ? সেদিন তো তিনি নিজেই সংসদে বল্লেন যে, ১৯৭১-এ এরকম পরিস্থিতির শিকার আমরাও হয়েছিলাম তাই এর কষ্ট আমরা বুঝি । মাননীয়া প্রধানমন্ত্রী মানবিক কারণে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছেন কিন্তু এটা কোনো স্থায়ি সমাধান নয় । রোহিঙ্গারা যাতে তাদের ঘর-বাড়িতে গিয়ে নিরাপদে থাকতে পারে সেই ব্যবস্থার কথাও প্রধানমন্ত্রীকে ভাবতে হবে ।

বর্মার ভেতর রোহিঙ্গারা কখনোই নিরাপদে থাকতে পারবে না । তাই এবার রোহিঙ্গাদের জন্য অন্য রকম করে ভাবতে হবে । এই সমস্যার সমাধানের কিছু প্রস্তাব নিম্নে দিলাম-
১- বাংলাদেশ বর্মাকে বলতে পারে যদি তুমি রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতে চাও তাহলে রোহিঙ্গাদের অঞ্চলও আমাদের কাছে হস্তান্তর করো ।
২- জাতিসংঘের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য (আরাকানকে) স্বাধীন রাষ্ট্র গঠন করা, যেই ভাবে ইহুদীদেরর জন্য ইস্রায়েল রাষ্ট্র গঠন করা হয়েছিল ঠিক সেই ভাবে । ও
৩- মুসলিম দেশ গুলোকে নিয়ে ন্যাটোর মতো একটি শক্তিশালী সামরিক জোট গড়ে তুলে বল প্রয়োগ করে এই সমস্যার সমাধান করা যেতে পারে ।

তথাকথিত সেকুলার ভারতের প্রধানমন্ত্রী মোদী বর্মা সরকারের পক্ষ নিয়ে বুঝিয়ে দিয়েছেন যে বর্তমানে সব কিছু ধর্মের ভিত্তিতেই হচ্ছে । যেখানে বাংলাদেশ নির্যাতিত রোহিঙ্গা জানগণের পক্ষে সেখানে আমাদের প্রতিবেশি দেশ ভারত অত্যাচারি বর্মা সরকারের পক্ষে অবস্থান নিয়েছে । তুর্কি ও ইন্দোনেশিয়া এত দূরে থেকেও শুধু মুসলমান হওয়ার কারণে আমাদের পক্ষে অবস্থান নিয়েছে । এমনকি আমাদের শত্রু পাকিস্তানের জনগণও বাংলাদেশের সাথে একাত্মতা প্রকাশ করছে ।

আগে বিশ্বসমাজ অন্য রকম ছিল । ৯/১১ নিউ ইয়োর্ক আক্রমণেরে পর সব কিছু পাল্টে গেছে । জেহাদী সন্ত্রাসীরা সকল মুসলমানদেরকে অমুসলিমদের শত্রুতে পরিনত করে দিয়েছে । এখন কে ভালো কে মন্দ তা কেউ দেখে না, সাবাই মুসলমানদের শত্রু ভাবে। মুসলিম দেশ গুলোকে দুর্বল ভেবেই যত ষড়যন্ত্র হচ্ছে । তাই এর মোকাবেলা করার জন্য অবিলম্বে মুসলিম সামরিক জোট গড়ে তুলতে হবে । মুসলমানদের সুরক্ষার প্রশ্নে এর কোনো বিকল্প নেই ।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


"১- বাংলাদেশ বর্মাকে বলতে পারে যদি তুমি রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতে চাও তাহলে রোহিঙ্গাদের অঞ্চলও আমাদের কাছে হস্তান্তর করো । "

-যাদের নানার বাড়ী ওখানে তাদের কথাও শুনছে না বার্মার সরকার।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

এস. দেওয়ান বলেছেন: সব কথা লিখে দেওয়া যায় না । বর্মা চীন, ভারত বা যুক্তরাষ্ট্র নয়, বাংলাদেশকে শক্ত হয়েই পদক্ষেপ নিতে হবে । আমার দেশ বর্মার কাছে হারবে না ।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


" আমার দেশ বর্মার কাছে হারবে না । "

-আপনি যুদ্ধে গেলে (সোমালিয়ার পক্ষে অস্ত্র হাতে নিলে) সোমালিয়াও হারবে না।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫১

এস. দেওয়ান বলেছেন: হয়তো দেশের বেশির ভাগ মানুষ আপনার মতো হী্নমন্যতার শিকার, তাই ১৭ কোটি মানুষের দেশ এত দুর্বল । আমাদের অর্ধেক জনসংখ্যার সমান বর্মার জনসংখ্যা , সেই বর্মা আমাদেরকে টেক্কা দেয় । কোনো শক্তিশালী দেশের মানুষের সাথে মনে হয় আপনার কখনো দেখা হয়নি, হলে বুঝতেন তাদের চিন্তা-চেতনা কত বলিয়ান । একটা দেশ এমনি এমনি শক্তিশালী হয় না । দেশের মানুষ যেমন হয় দেশটাও তেমন হয় । আপনি বরং ভারত চলে যান তাহলে আর আপনার টেনশন থাকবে না ।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৪

রবাহূত বলেছেন: ১- বাংলাদেশ বর্মাকে বলতে পারে যদি তুমি রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতে চাও তাহলে রোহিঙ্গাদের অঞ্চলও আমাদের কাছে হস্তান্তর করো ।
২- জাতিসংঘের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য (আরাকানকে) স্বাধীন রাষ্ট্র গঠন করা, যেই ভাবে ইহুদীদেরর জন্য ইস্রায়েল রাষ্ট্র গঠন করা হয়েছিল ঠিক সেই ভাবে । ও
৩- মুসলিম দেশ গুলোকে নিয়ে ন্যাটোর মতো একটি শক্তিশালী সামরিক জোট গড়ে তুলে বল প্রয়োগ করে এই সমস্যার সমাধান করা যেতে পারে ..
ভাই এসবের মানে কি! একি ছেলে খেলা? ১৭ বার আমাদের আকাশ সীমা লংঘন করার পরও আমরা টুঁ শব্দটি করতে পারিনি, আর আপনি জমি চান? হাসব না কাঁদব?

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫২

এস. দেওয়ান বলেছেন: এই জন্যই তো বলছি মুসলিম দেশ গুলোর সাথে মিলে সামরিক জোট গরতে ।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:


"লেখক বলেছেন: হয়তো দেশের বেশির ভাগ মানুষ আপনার মতো হী্নমন্যতার শিকার, তাই ১৭ কোটি মানুষের দেশ এত দুর্বল । "

-১৭ কোটী লাগবে না, আপনি একাই আমাদের ভরসা; আপনি একাই বার্মা জয় করতে পারবেন, এটা আমার বিশ্বাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.