নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস. দেওয়ান

আমি একজন ব্লগার । ব্লগিং হলো আমার নেশা । আমি আমার দেশ, জাতি, সংস্কৃতি ও ভাষাকে সব চেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি ।

এস. দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

বিপদে বন্ধুর পরিচয়

০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৯



বাংলাদেশে হাজার হাজার রোহিঙ্গাদের আগমন বাংলাদেশকে বিপদে ফেলেছে । এই রোহিঙ্গা শরনার্থীরা না এলে আমরা বুঝতেই পারতাম না যে বিশ্বের কোন দেশ আমাদের শত্রু আর কোন দেশ মিত্র । রোহিঙ্গা ইস্যু মূলত বাংলাদেশকে সমস্যায় ফেলেছে । রোহিঙ্গাদের আসার কারণে শুধু বাংলাদেশের ক্ষতি হচ্ছে, বাকি মুসলিম বিশ্বের কোনো ক্ষতি হচ্ছে না । রোহিঙ্গাদেরকে বর্মায় বাঙালি বলে মারা হয়, তাঁদেরকে বলা হয় তোমরা বাংলাদেশের নাগরিক । এসব জেনেও মুসলিম বিশ্বের বেশ কিছু দেশ বাংলাদেশের পাশে
দাঁড়িয়েছে । কারণ, বাংলাদেশি ও রোহিঙ্গাদের অধিকাংশই মুসলমান । একই কারণে ভারত বাংলাদেশের পেছন থেকে সরে গিয়েছে । আজ যদি বাংলাদেশ কোনো মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধে নামতো তাহলে ভারত বাংলাদেশের পেছন থেকে পালাতো না । বলা হয় রোহিঙ্গারা বাঙালি, তাহলে ভারতের হিন্দু বাঙালি জনগণ রোহিঙ্গাদের পক্ষে কেন কথা বলে না ? সোশাল মিডিয়ায় ভারতের বাঙালিদের কমেন্ট গুলো পড়লেই বুঝতে পারবেন যে তাঁরা কত অমানুষ ।


৯/১১-এর বিন লাদেনের কুকর্মের পর অমুসলিমরা মুসলিম বিদ্বেশি হয়ে গেছে । এখন তাঁরা মানবতার আগে ধর্মকে রাখে । সারা বিশ্ব বাংলাদেশিদের মতো ধর্ম নিরপেক্ষ মন দিয়ে ভাবে না । আমি মনে করি ধর্ম নিরপেক্ষতার ক্ষেত্রে আমরা বাংলাদেশিরা মহান । কাগজে-কলমে যাই হোক, প্রকৃতপক্ষে বাংলাদেশের আশি শতাংশ মুসলিম ধর্ম নিরপেক্ষ, এই কারণেই আমরা বাঙালি জাতি ভিত্তিক রাষ্ট্র গঠন করতে সক্ষম হয়েছি । তবে এখন সময় এসেছে বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের সঠিক বন্ধু দেশকে চিনে নেওয়ার । আমি দেশের বাইরে অন্য একটি মুসলিম দেশে আছি । এই রোহিঙ্গা ইস্যুতে জাতি-ভাষার উর্ধ্বে উঠে মুসলিমদেরকে যেই ভাবে চিন্তা করতে দেখেছি এমন আর কাউকে দেখিনি । এত দিন যাদেরকে আমরা সব চাইতে বেশি বন্ধু ভাবতাম সেই ভারত, চীন ও রাশিয়া আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে । বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মুসলিম জনগণ রোহিঙ্গাদের জন্য যুদ্ধে নামতেও প্রস্তুত । একেই বলেই আত্মার সম্পর্ক ।


সবার আগে নিজের বাহু শক্ত হওয়া জরুরি নইলে আপনাকে মানুষ যা-তা মনে করবে । সামরিক শক্তিতে বর্মা বিশ্বে ৩১তম আর বাংলাদেশ ৫৭তম । বর্মা ভালো করেই জানে যে বাংলাদেশ অধিক শক্তিশালী বর্মার সাথে সামরিক লড়াইয়ে নামবে না তাই দেশটি বাংলাদেশকে কোনো গুরুত্ব না দিয়ে রোহিঙ্গাদের পিটিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে । আমাদের নেতারা (সব দলের) সামরিক শক্তিতে দেশকে এতটাই দুর্বল করে রেখেছে যে ভুটান, নেপাল, শ্রীলঙ্কার মতো দেশকে আমাদের ভয় পেতে হবে । কোন দেশ আপনার পেছনে আছে আর কোন দেশ নেই সেটা পরের কথা, সবার আগে নিজের শক্তি । আপনি দুর্বল হলে কেউ আপনাকে মূল্যায়ন করবে না । ৮ কোটি জন সংখ্যার দেশ তুর্কি সামরিক শক্তিতে বিশ্বে ৮ নম্বরে । এমনি এমনি তুর্কি এত কথা বলে না । সামরিক শক্তির বিকল্প নেই, তাই দেশের সামরিক শক্তি বাড়াতে হবে । অন্তত বর্মার চেয়ে বাংলাদেশের শক্তি বেশি থাকা চাই ।



বৈশ্বিক সম্পর্ক দুই রকমের হয়, ১- কৌশলগত সম্পর্ক ও ২- আত্মিক সম্পর্ক ।

কৌশলগত সম্পর্ক যে কোনো দেশের সাথে থাকতে পারে । তবে আত্মিক সম্পর্কের জন্য কিছু দেশকে চিনে রাখা দরকার । ঐ সব দেশের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কিছু নীতিতে পরিবর্তন আনা দরকার । এবারের জাতিসংঘ অধিবেশনে দেখেছি কারা আমাদের পক্ষে কথা বলছে । ঐ সব দেশ আত্মার সম্পর্ক থেকেই আমাদের পক্ষে কথা বলেছে । ভারত হলো হিন্দু রাষ্ট্র, তাঁরা বাংলাদেশের পক্ষে কেন কথা বলবে । আমাদের দেশে হিন্দুরা তথা তাদের সম্পত্তি নিরাপদ নয় । তারপরও ভাবছেন ভারত আপনার পক্ষে থাকবে । শত শত হিন্দু পরিবার বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছে- যারা পাকিস্তান আমলে এই দেশেই ছিল, আজ কেন চলে যাচ্ছে ? রোহিঙ্গাদের বর্মা পিটিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে এতে ভারতের চেয়ে বেশি আনন্দিত আর কে হতে পারে ? সমস্যা হলো- আমাদের দেশের নেতারা বিশ্ব রাজনীতিতে এখনও নাবালক । তাঁরা বুঝতেই পারছেন না পানি কোন দিকে গড়াচ্ছে । মাঝে মাঝে মনে হয় আমাদের দেশের নেতারা অন্য কোনো গ্রহে বাস করেন । রোহিঙ্গা দুর্ঘটনার পর এই দেশের মানুষ নিজেদেরকে অসহায় মনে করছে ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে এই দেশের মানুষকে মুক্তির পথে এনেছিলেন, আজ তাঁর সুযোগ্য কন্যার পালা । প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এই দেশেকে সঠিক পথে নিয়ে যাবেন এই আশাই রইলো ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৭

Imtiaz Al Mamun বলেছেন: ভাই। মনে হয় নিজেকে গুটিয়ে ফেলি। বুঝিনা মানুষের দেশপ্রেম কেনো এত নিচে হয়। সামরিক শক্তিতে আমরা এত পিছিয়ে যেটা সত্যিই ন্যক্কারজনক আমাদের জন্য। ৭১ এর বীরদের দেশ ৫৭তম???? জানিনা কবে মাথার তার ছিঁড়ে যায়। কুত্তার বাচ্চা দেশটাকে ব্যবহার করেই যাচ্ছে। সামান্যতম দেশের মানুষ ও তার ভবিষ্যৎ চিন্তা করে না। মনে হয় দেশ না। একটা জেলখানায় আমারা বাংলাদেশিরা বন্ধি সেখানে পাহারাদার হচ্ছে আমলা আর নেতারা

০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:১০

এস. দেওয়ান বলেছেন: একেবারে মনের মতো মন্তব্যটি করেছেন । ধন্যবাদ ।

২| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৬

চাঁদগাজী বলেছেন:


জিয়া, এরশাদ, বেগম ও শেখ হাসিনা জাতিকে পংগু জাতিতে পরিণত করেছেন; উনাদের পলিসি দেশে ১ কোটি লোকের ধনীক একটা শ্রেণী গঠন করেছেন, সব সম্পদ ওদের দখলে, বাকীরা সামান্য পড়ালেখার সুযোগও পায়নি; তাই আজ জাতি সহায়হীন

৩| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৮

চাঁদগাজী বলেছেন:



চীন, রাশিয়া ও ভারত বাংলাদেশের পেছন থেকে সরে যায়নি; ওদের সাথে আমাদের সপর্ক এটুকুই; ওরা বাংলাদেশে বিয়ে করেনি, বাংলাদেশ ওদের শ্বশুর বাড়ী নয়।

০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৪

এস. দেওয়ান বলেছেন: অতিত ভুলে গেছেন মনে হয় । ১৯৭১-এ ভারত ও রাশিয়া বাংলাদেশের পাশেই ছিল । তবে এবার বর্মার পাশে ।

৪| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:২৪

পুকু বলেছেন: Mr. GAJIর সাথে সহমত।International politics and relation changes with time and every country has it's
won strategy.ভারতের সাথে একসময় রাশিয়ার খুব দহরম মহরম ছিল।এখন নেই।আমেরিকার সাথে সম্পর্ক স্থাপনে বেশি ইচ্ছুক।international politics revolves with time।এখানে কেউ কারোর বন্ধু বা শত্রু নয়।তবে একটা কথা অবশ্যই বলবো যে বাংলাদেশ থেকে হিন্দুদের ভারতে পলায়ন ভারতের বিজেপি সরকার কিন্তু ভাল চোখে দেখছে না। দেশের জনমতকে মানতেই হবে দিল্লীর গদিতে টিকে থাকতে হলে।সে যে পার্টিই হোক না কেন।বর্তমান ভারতে জনগন কিন্তু খুব সজাগ।কোনো রাজনৈতিক পার্টিকে ছেড়ে কথা বলে না।ভুল করলে মাশুল গুনতে হবে।বর্তমান ভারতের সাথে সম্পর্ক ভাল রাখতে হলে এই বিষয়টিকে মনে রাখতে হবে।

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১০:০৫

এস. দেওয়ান বলেছেন: হিন্দুত্ববাদই ভারতের মূল কথা । অতএব, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সাথে ভারতের মধুর সম্পর্ক কখনোই সম্ভব নয় । ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে শুধু কৌশলগত থাকবে ।

৫| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৩

ইফতেখার ভূইয়া বলেছেন: হাসিনা খালেদা দিয়ে কিছু যে হবার নয় তা বাঙালী কবে বুঝবে? জেনে শুনে ঘুরে ফিরে এদেরকেই বার বার নির্বাচিত করা আমাদেরকে নপুংশক জাতিতে পরিণত করেছে। একজন বাবার, আর একজন জামাইয়ের কাহিনী দিয়ে কতদিন ক্ষমতা ধরে বসে থাকবে? একজনতো ছেলেকে লন্ডনে পাঠিয়ে নিজেও লাপাত্তা আর আরেকজন, লন্ডনী বোন আর আমেরিকান ছেলেকে নিয়ে এসে ক্ষমতা আগামীতেও পাকাপোক্ত করার ধান্দায় আছেন। খাও খাও লুটে পুটে খাও আর অনলাইনে এসে কান্নাকাটি করো।

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৯

এস. দেওয়ান বলেছেন: বাংলাদেশের অনেক দল ও অনেক নেতা ক্ষমতায় আসতে মরিয়া । ক্ষমতায় সেই আসে যাকে জনগণ চায় । আর্মি ছাড়া জোর করে ক্ষমতায় আসার সাধ্য কারো নেই । সব জেনেশুনে হাসিনা খালেদাকে যে মানুষ ভালোবাসে এটা অস্বীকার করার উপায় নেই ।

৬| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:০৯

নীরদ অর্ণব বলেছেন: ওরা সামরিক শক্তিতে এগিয়ে এটা যেমন সত্য ঠিক তেমনি ওদের সাথে যুদ্ধ হলে আমরা জিতবো এটাও সত্য । ওদের বিপুল পরিমাণ খনিজ সম্পদ ওদের পরাজয়ের কারণ হবে। তখন অনেক শক্তিশালী দেশ বাংলাদেশকে সাপোর্ট করবে।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১২:২৮

এস. দেওয়ান বলেছেন: ভা আপনি একা নন, আপনার মতো মন-মানসিকতার লোক বাংলাদেশের শাসক মহলে অনেক আছে এই জন্যই দেশ সামরিক ক্ষেত্রে এত দুর্বল ।

৭| ০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

অনল চৌধুরী বলেছেন: জিয়া, এরশাদ, বেগম ও শেখ হাসিনা জাতিকে পংগু জাতিতে পরিণত করেছেন; উনাদের পলিসি দেশে ১ কোটি লোকের ধনী-তথ্যটা সম্পূর্ণ ভুল।৩৫/৪০ লাখ ধনী থাকতে পারে।
অার কোন কাজেই না লাগলে হাজার হাজার কোটি টাকার অস্ত্র কেন কেনা হচ্ছে,তার উত্তর কে দেব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.