![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভিডিও ব্লগ
দেখুন মুকুট হারিয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ কি বললেন ?
মানুষ এত অমানুষ কেন ? মেয়েটিকে নিয়ে অনলাইনে যে ভাবে কুৎসা গাওয়া হচ্ছে এগুলো তো অমানুষের কাজ ।
নারীর প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিৎ ।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৩
এস. দেওয়ান বলেছেন: সহমত ।
২| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫৩
আল-শাহ্রিয়ার বলেছেন: চোর ধরা পড়বার পর এভাবেই কাঁদে। সে বাদ পড়েছে মিথ্যা তথ্য দেবার জন্য। ডিভোসি হবার জন্য না।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ২:২০
কানিজ রিনা বলেছেন: তুমি হলিউড বলিউড টালিউড নায়িকা হতে
পারতে যদি তুমি মিস ওয়ার্ল্ড হতে।
এবং তুমি তাই হতে চেয়েছ।
ধরে নাও তুমি যদি বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক
বা জজ ব্যারিস্টার বা ইঞ্জিয়ার ডাক্তার বা
কোনও প্রতিষ্ঠানের বড় কর্মকর্তা হতে চাইতে
নিশ্চয় হতে পারতে। স্ট্রাগল করতে চাইলে
অনেক কিছুই হওয়া যায়। কিন্তু তুমি হতে
চেয়েছ মিস ওয়ার্ল্ড বা মিডিয়ার ব্যক্তির
সুন্দরী হতে। যেটা তোমার বাবা মায়ের মতা
মত নেই। এখন বলো বাবা মা যেখানে তোমার
বিরোধী সেখানে অন্যরা তো বলতে দিধা
করবে না।
আজ তুমি বলছ আমার মায়ের মত আমি
সংশার জীবন বেছে নিলে কি হোত
চারটা বাচ্চা কাচ্চা নিয়ে জীবন শেষ হোত
ইত্যাদী। আরে মেয়ে তোমার মাইত তোমাকে
ছোটকাল থেকে এত বড় করেছে তাইনা।
তানা হলে তুমি এত বড় হতে কিভাবে।
তুমি চট্টগ্রামের মেয়ে আর চট্টগ্রামের মায়েরা
অত্যান্ত রক্ষনশীল সেইহেতু বাবা মা তোমার
আপার লেবেল ওভারস্মর্টনেস মেনে নিতে
পারে নাই।
ডির্ভোস নিয়েছ ভালকথা সেটা দোশের না।
কিন্ত উচ্চ পদস্থ কোনও ডিগ্রি নিয়ে বাবা
মাকে দেখিয়ে দিতে বাল্য বিবাহ আমি মানি
নাই।
তবে সব শেষে একটি কথাই সত্য তুমি মেয়ে
তোমার ভুলটা সবাই আগে দেখবে। তোমার
উপর যত অন্যায়ই হোক ঘুরে ফিরে দোশটা
তোমারই হবে কারন তুমি নারী।
আমাদের সমাজের পুরুষরা রাতে পতিতা
নিয়ে কাটায় সকাল হলে কোটটাই পড়া
সাহেব, পতিতার মুখে থুতু মারে।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০২
এস. দেওয়ান বলেছেন: কানিজ, জান্নাতুলের ভবিষ্যৎ শেষ হয়ে যায়নি, আজ সে যভাবে আলোচনায় এসেছে এই আলোচনাই হবে তাঁর পরবর্তী সাফল্যের আশির্বাদ । আপনারা শুধু দেখতে থাকুন ।
৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৪৭
এম আর তালুকদার বলেছেন: নারী তুমি স্বামীর ঘরের রানী হও লম্পটের বিছানার পতিতা নয়। পুরুষ ডাকলেই বিছানায় যান আবার দোষ দেন !?
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৮
এস. দেওয়ান বলেছেন: একটি নারী কার বিছানায় যাবে সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার, তৃতীয় ব্যাক্তির কিছু বলার অধিকার নেই ।
৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৯
কানিজ রিনা বলেছেন: এম আর তালুকদার, কথাটা ঠিক বলেন
নাই। পতিতালয়ে পতিরা যায় পতিতার ডাকতে
হয়না। অসহায় নারীরা বিক্রিহয় পতিতালয়।
লম্পট পুরুষের জন্যই পতিতালয়। আর প্রতিটা
পতিতালয়ের মালিক পুরুষ তাদের গায়ে দাগ
পড়েনা। তারা সাহেব কোর্টটাই পড়া বড় লোক।
আরও কিছু শুনতে চান? বেশ্যার কোনও
জেন্ডার নাই নারী পুরুষ উভয়ই।
নিশ্চয় আপনার ঘরের বোনকে ডাকলেই
অন্য পুরুষের ঘরে ঢুকবেনা। তাকে নিতে
হলে আপনার চক্ষুর আড়ালে ট্রাফে ফেলে
নিয়ে যায় তারা কারা তারা পুরুষ।
আমার কাজের বুয়ার মেয়ে মিথ্যা বিয়ে করে
নিয়ে পতিতা লয়ে বিক্রি করা হয়েছে।
৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:১২
অনল চৌধুরী বলেছেন: টাকার লোভে নিজেকে স্বেচ্ছা পতিতা বানানো মেয়েদের প্রতি কারোই সহানুভূতি থাকা উচিত না।এইসব সুন্দরী প্রতিযোগিতা যে পতিতা সংগ্রহ প্রতিযোগিতা,তা সবাই জানে।
৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:১৫
অনল চৌধুরী বলেছেন: এই মেয়ে পাকা অভিনেত্রী।
আনোয়ার আলদীন ইত্তেফাক,০৪ অক্টোবর, ২০১৭ ইং ২২:৪৩ মিঃ
আমিনা থেকে এভ্রিল
জান্নাতুল নাঈম এভ্রিলের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’প্রতিযোগিতার চ্যাম্পিয়ন খেতাব বাতিল হয়েছে।
বিবাহিত হওয়া সত্বেও নিজেকে অবিবাহিত কুমারী দাবি করে মিথ্যা তথ্য দেয়ার পর তীব্র সমালোচনার মুখে প্রতিযোগিতাটির আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ বুধবার বিকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এভ্রিলকে অযোগ্য ঘোষণা করে নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঘোষণা করেছে জেসিয়া ইসলামকে। পরে জেসিয়ার মাথায় মুকুট পরিয়ে দেন গ্র্যান্ড ফিনালেতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করা ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। প্রথম রানারআপ হয়েছেন ফাতেমা তুজ জোহরা, যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন রুকাইয়া জাহান চমক ও সঞ্চিতা দত্ত।
অনুষ্ঠানে বিচারকদের মধ্যে ছিলেন অভিনেত্রী শম্পা রেজা, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। এ ছাড়া সাংবাদিকদের সামনে কথা বলেন আয়োজক অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, সহ-আয়োজক ওমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান মেহেদী হাসান ও টাইটেল স্পন্সর লাভেলোর ব্যবস্থাপনা পরিচালক মো. একরামুল হক। বিতর্ক এড়াতে গতকাল বিচারক ও সাংবাদিকদের সামনে রেখেই 'স্বচ্ছ' ফল ঘোষণা করেন আয়োজকরা। উক্ত সংবাদ সম্মেলনে জান্নাতুল নাঈম এভ্রিল ছাড়া বাকি ৯ প্রতিযোগীকে ডাকা হয়েছিল। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হওয়া জেসিয়া ইসলামই হলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’।
আগামী ১৮ নভেম্বর চীনের সানিয়া শহরে অনুষ্ঠিত হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের জমকালো আসর। এবার বাংলাদেশসহ বিশ্বের ১১৩ সুন্দরী এ প্রতিযোগিতায় সেরার মুকুটের জন্য লড়বেন। বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে নতুন মিস ওয়ার্ল্ডের মাথায় মুকুট পরিয়ে দেবেন।
গত ২৯ সেপ্টেম্বর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি মিলনায়তনে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে জান্নাতুল নাঈম এভ্রিলের নাম ঘোষণা করা হয়। তবে বিচারকরা দাবি করেন, এভ্রিল মিস ওয়ার্ল্ড হননি। বিচারকদের নম্বরের তোয়াক্কা না করেই আয়োজকরা নিজেদের পছন্দে তাকে মিস ওয়ার্ল্ড ঘোষণা করে। জেসিয়াকে করা হয় দ্বিতীয় রানারআপ। প্রথমে শীর্ষ ১০ প্রতিযোগীর মধ্যে জান্নাতুল সুমাইয়া হিমিকে বিজয়ী ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই আয়োজকরা জানান, তিনি হয়েছেন দ্বিতীয় রানারআপ! পরে জান্নাতুল নাঈম এভ্রিলকে বিজয়ী ঘোষণা করেন তারা।
এরপর থেকেই অনুষ্ঠানটিকে ঘিরে আলোচনা-সমালোচনায় মুখর বিনোদন অঙ্গন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এভ্রিলের বিয়ের ছবি, ভিডিও, সাবেক স্বামীর সাক্ষাৎকার ছড়িয়ে পড়লে বিব্রতকর অবস্থায় পড়েন আয়োজকরা। ফেসবুক লাইভে মঙ্গলবার বিকেলে জান্নাতুল নাঈম এভ্রিল ‘বিবাহিত ও ডিভোর্সি’ বলে স্বীকার করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এভ্রিল যেহেতু তথ্য গোপন করেছেন তাই শাস্তিস্বরূপ তাকে বাদ দেয়া হবে। মূল আয়োজনকারীরা চান না একজন মিথ্যাবাদী একটি দেশের প্রতিনিধি হয়ে আসুক।
এদিকে জান্নাতুল নাঈম এভ্রিলকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা-তর্ক-বিতর্ক। কে এই এভ্রিল? কি তার অতীত-বর্তমান? তার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন খেতাব অর্জনের রহস্য কি ? এসব নিয়ে অনুসন্ধানে নেমে সাংবাদিকদের সামনে উন্মোচিত হয়েছে সিনেমার মতো গল্প। আমেনা থেকে এভ্রিল হওয়ার গল্প। এভ্রিলের প্রকৃত নাম আমিনা। ১৯৯০ সালের ৪ সেপ্টেম্বর আমেনার জন্ম চট্টগ্রামের চন্দনাইশের সেবন্দী গ্রামের একটি দরিদ্র কৃষক পরিবারে। তার বাবা তাহের মিয়া। তারা দুই ভাই, দুই বোন। চন্দনাইশ বড়মা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েই বিয়ের পিড়িতে বসে জান্নাতুল নাঈম আমেনা। স্বামী চন্দনাইশ বাজারের কাপড় ব্যবসায়ী সুদর্শন মনজুর উদ্দিন রানা। বিয়ে হয় ২০১৩ সালের ১১ জুন খুব ঘটা করে। বিয়ের দেনমোহর ছিল আট লাখ টাকা। সুখেই চলছিল তাদের সংসার। তখন দুই মাসের অন্ত:সত্বা আমিনা। আমিনার শ্বশুরালয়-পিত্রালয়ের সবাই খুশি। ইতিমধ্যে হঠাৎ একদিন নিরুদ্দেশ হয়ে যান জান্নাতুল নাঈম আমেনা। কয়েকদিন পর তার বাবা-মা জানতে পারেন-স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে তার হাত ধরে কক্সবাজার চলে গেছে।
আমেনার স্বামী মনজুর উদ্দিন রানা সাংবাদিকদের জানিয়েছেন, বিয়ের দুই মাস পর আমিনার বাবা আমাকে ফোন দিয়ে জানালো আমেনাকে পাচ্ছি না। সে কী কারণে বাড়ি থেকে পালিয়ে গেছে তা জানি না। তার কি কোনো মাথায় সমস্যা আছে? তাও বুঝতে পারছি না। ও পালিয়ে যাওয়ার এক সপ্তাহের মধ্যে তাকে আমি ডিভোর্স দিয়েছি। চিটাগাং লালদীঘির পাড়ে ফৌজিয়া হোটেলে আমাদের ডিভোর্স হয়। ও একদিন ফোন দিয়ে আমাকে ডিভোর্স দাও, নইলে আমি তোমাকে ডিভোর্স দেব। ডিভোর্সের জন্য আমি এক সপ্তাহ অপেক্ষা করেছি। পরে জান্নাতুলের বাবার সঙ্গে যোগাযোগ করে দুই পক্ষের সমঝোতায় ২০১৩ সালের ১১ জুন কাজির উপস্থিতিতে জান্নাতুল এবং আমি সই করে আনুষ্ঠানিকভাবে বিয়ে বিচ্ছেদ ঘটাই। বিয়ের দেনমোহরের টাকা আমি দিয়ে দেই। আমি তাকে বলেছিলাম -আমাদের সন্তানটা নষ্ট করো না আমিনা। কিন্তু আমিনা আমার কথা শোনেনি। এর পর জানা যায়, আমিনা ডিভোর্সের টাকা নিয়ে তার এক বয়ফ্রেন্ডের সাথে চট্রগ্রাম শহরে বসবাস শুরু করে। তার বাবা আমিনাকে ঘরে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করে ব্যর্থ হন।
আমিনার বাবা তাহের মিয়া জানিয়েছেন, ‘আমি মেয়েকে উচ্ছৃংখল পথ থেকে ফেরানোর অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছি। সে খারাপ হয়ে যাওয়ার পর তাকে এখন মেয়ে বলে স্বীকার করি না। তার ভাল বা মন্দ কোনো কাজের দায়ভার আমি কোনোদিনই নেব না। এক সময় আমেনা নামে আমার একটা মেয়ে ছিল এখন সে মারা গেছে।’
আমিনাদের ৫নং বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ‘তার নাম জান্নাতুল নাঈম আমিনা। এলাকায় তার বিয়ে হয়েছিল ভাল একটি ছেলের সঙ্গে। তবে আমিনা সেই সংসার বেশিদিন করেনি।
এদিকে জানা যায়, চট্টগ্রামে থেকে ঢাকায় কিছু ব্যবসায়ীর সাথে তার যোগাযোগ বাড়তে থাকে। এক পর্যায়ে চলে আসেন ঢাকায়। ঢাকায় এসে জান্নাতুল নাঈম আমেনা হয়ে যান ’জান্নাতুল নাঈম এভ্রিল’।
চট্টগ্রাম থেকে ঢাকা আসার প্রসঙ্গে এভ্রিল জানান, তিনি অল্প বয়সেই মোটরবাইক চালানো শেখেন। এরপর ধীরে ধীরে একে শখে পরিণত হয়। এ যানকে ঘিরেই চলতে থাকে তার নানা কসরত। যা সে ফেসবুকে আপলোড করতে থাকে নিয়মিত। বাড়তে থাকে ফ্যান-ফলোয়ার। অনেকের নজর কাড়ে তাতে। নজর পড়ে ইয়ামাহা কোম্পানির। বাংলাদেশের হাইস্পিড লেডি বাইক রাইডার হিসেবেও পরিচিতি পান তিনি। ঢাকায় জান্নাতুল নাঈম এভ্রিল বিভিন্ন আড্ডায় এবং বন্ধুমহলে তাকে ‘মাফিয়া গার্ল’ হিসেবেই অভিহিত করা হয়। মোটরসাইকেল নিয়ে বিভিন্ন নৈপুণ্য দেখাতে পারদর্শী এভ্রিল ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন।
এদিকে সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হলে এভ্রিল তাতে অংশ নেন। ২৫ হাজার আবেদনকারীর মধ্যে সে ছিল একজন। সেখান থেকে নানা পথ-ঘাট উৎরে পৌঁছে যান শীর্ষ দশে। সেখানে বিচারকদের রায়ে এই এভ্রিল চ্যাম্পিয়ন না হলেও আয়োজক প্রতিষ্ঠানটি চ্যাম্পিয়ন ঘোষণা করে। তবে সব চলছিল ভালোই। হঠাৎ বিগড়ে বসেন কয়েকজন বিচারক। তারা বলেন আমাদের বিচার মানেনি আয়োজকরা। শুরু হয় বিতর্ক। পরে বেরিয়ে আসে এই এভ্রিলের আদ্যোপান্ত।
নিজের অতীত গোপন করে এভ্রিল পৌঁছে গেছেন সুন্দরী প্রতিযোগিতায় সেরার আসনে। বিয়ে গোপন করে, বয়স গোপন করে তিনি নিজেকে আড়াল করতে চেয়েছিলেন। হলফ নামায় তিনি বলেছেন, তিনি অবিবাহিত, ঢাকায় নিজেদের বাড়ি-গাড়ি, বাবা থাকেন সিঙ্গাপুর, বড় ভাইও বড় ব্যবসায়ী। শেষমেষ সামাল দিতে পারেননি তিনি। তবে এখন কানাঘুষা চলছে এই ইভেন্টের সাথে সংশ্লিস্ট কারো কারো সাথে এভ্রিলের অনৈতিক সম্পর্ক নিয়ে।
এদিকে এভ্রিল দাবি করেছেন, তার যখন বিয়ে হয় তখন তার বয়স ১৬ ছিল। জোর করে বিয়ে দেয়ায় বিয়ের রাতেই তিনি পালিয়ে যান। অথচ কাবিনে লেখা তখন তার বয়স ২৩ বছর। বিয়ের ভিডিও তে দেখা যাচ্ছে-জাকজমক করে, বিয়ে হচ্ছে। বিয়েতে উচ্ছল দেখা যাচ্ছে আমিনাকে।
এভ্রিলকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলেন ‘লভেলো’ চেয়ারম্যান
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র মুকুট হারানো জান্নাতুল নাঈম এভ্রিলকে খালি হাতে ফিরতে দেয়নি এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ‘লভেলো’ চেয়ারম্যান এমদাদ হক। তিনি প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন এভ্রিলকে। বুধবার হোটেল ওয়েস্টিনে এক অনুষ্ঠানে এভ্রিল মুকুট হারান। আবার সেই অনুষ্ঠানেই এভ্রিলকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা দেন এমদাদ।
৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৯
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, সে এখন ভয়ংকর খারাপ অবস্হানে আছে; তার পরিবারের কাছে ফিরে যাওয়াই ঠিক হবে।
৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: ওনার চেয়ে তো সুচী বেশি খারাপ তার নোবেল ছিনিয়ে নেয়া হবে না কেন? অন্য বিষয় হলে না হয় মানতাম শান্তিতে নোবেল মানুষ। এমন মানুষের হাতে একজন মানুষ মারা যাওয়াও অনুচিত । এই মেয়ে পুরষ্কার কেড়ে নেয়ার চেয়ে সুচীর পুরষ্কার কেড়ে নিলে বেশি খুশি হতাম ।
১০| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: সৌন্দর্যের খুব বেশী রকমের ভক্ত আমি। তবে হাল জমানার এই সুন্দরী প্রতিযোগিতা পুরুষতন্ত্রের একটি নোংরা বিলাস। দুঃখ লাগে এর করাল গ্রাসে মুসলিম দেশগুলোও আক্রান্ত।
১১| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নটী নারী-পুরুষকে সবসময়ই পরিত্যাগ করা শ্রেয়।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
১২| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধিক এইসব প্রতিযোগীদের আর প্রতিযোগীতার আয়োজকদের।
১৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
নতুন বলেছেন: চাঁদগাজী বলেছেন: বাংলাদেশের ৮০% পুরুষ মেয়েদের বিরুদ্ধে কুৎসা রটনায় অংশ নেয়; মেয়েদের নিয়ে ধর্মীয়দের মানসিক ভয়ংকর
বাদপড়া ঠিকই আছে এবং তথ্য গোপনের জন্য তার ক্ষমা চাওয়া উচিত।
কিন্তু এই ঘটনা নিয়ে মানুষ খুবই বাড়াবাড়ী করছে।
কিছু মানুষ অনেক বাজে মন্তব্য করে তাদের বিকৃত মনের পরিচয় দিচ্ছে।
১৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮
নায়না নাসরিন বলেছেন:
১৫| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১১
এস. দেওয়ান বলেছেন: আলোচনায় অংশ নেয়ার জন্য সবাইকে ধন্যবাদ ।
১৬| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২৪
চুলবুল পান্ডে বলেছেন: নটি বিনোদনী। প্রমোদবালাদের কিছু পিম্পের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে
১৭| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৫০
অনল চৌধুরী বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: ওনার চেয়ে তো সুচী বেশি খারাপ তার নোবেল ছিনিয়ে নেয়া হবে না কেন? অন্য বিষয় হলে না হয় মানতাম শান্তিতে নোবেল মানুষ। এমন মানুষের হাতে একজন মানুষ মারা যাওয়াও অনুচিত । এই মেয়ে পুরষ্কার কেড়ে নেয়ার চেয়ে সুচীর পুরষ্কার কেড়ে নিলে বেশি খুশি হতাম । [/sbকিসের সাথে কিসের তুলনা!!!!! নোবেল শান্তি সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় দেয়া একটা পুরস্কার।কিন্ত এটা সুন্দরী প্রতিযোগিতাগুলির মতো পতিতা সংগ্রহ প্রতিযোগিতা না।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৩
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের ৮০% পুরুষ মেয়েদের বিরুদ্ধে কুৎসা রটনায় অংশ নেয়; মেয়েদের নিয়ে ধর্মীয়দের মানসিক ভয়ংকর