|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 তুন্না
তুন্না
	“I'm selfish, impatient and a little insecure. I make mistakes, I am out of control and at times hard to handle. But if you can't handle me at my worst, then you sure as hell don't deserve me at my best.” I Love to travel, write, and like to share my experiences and feelings with people......."
 
   
   
 শব-ই-বরাতে সব সময় দেখা যায় হালুয়া আর রুটি। আমি এই বার একটু বাতিক্রম করার চেষ্টা করলাম। এই ডিস বছরের যেই কোন দিন খেতে পারবেন। আসা করি এইটা খাবার জন্য কোন ওকেশনের (Occasion) দরকার হবে না।
চকলেট ফাজ ( Chocolate Fudge )
 
উপকরন:
১. কনডেন্স মিল্ক (Condense Milk) - ১ টিন
২. আইসিং সুগার (Icing Sugar) - ২ কাপ
৩. কোকো পাউডার (Cocoa Powder) - ১ কাপ
৪. চিনা বাদাম (Peanut) - ২ প্যাকেট ( মাঝারি )
৫. মেরি বিস্কুট (Marie Biscuit) - ১ প্যাকেট ( বড় )
প্রণালি:
১. প্রথমে চিনা বাদাম কে একটু ভেজে নিন তারপর বাদাম আর মেরি বিস্কুট কে আধা ভাংগা করে নিন।
২. একটি ডিসে সব উপকরন গুলো এক সাথে মিশিয়ে, সমান ভাবে একটি প্লেটে সাজিয়ে ফেলুন।
৩. তারপর ১ ঘন্টা ফ্রিজে রেখে, কেটে , ঠান্ডা পরিবেশন করুন মজার চকলেট ফাজ (chocolate fudge)।
বাচ্চাদের অতি পছন্দের একটি রেসিপি। আসা করি আপনাদের ও ভাল লাগবে।
 ১৬ টি
    	১৬ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৬ শে জুন, ২০১৩  রাত ৯:৪১
২৬ শে জুন, ২০১৩  রাত ৯:৪১
তুন্না বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
বল্গে স্বাগতম।  
 
২|  ২৬ শে জুন, ২০১৩  রাত ৮:৫৯
২৬ শে জুন, ২০১৩  রাত ৮:৫৯
মেহেদী হাসান '' বলেছেন:   
   
   ছবি দেইখা মন ভরে না
  ছবি দেইখা মন ভরে না  
   
 
  ২৬ শে জুন, ২০১৩  রাত ৯:৪৩
২৬ শে জুন, ২০১৩  রাত ৯:৪৩
তুন্না বলেছেন: ভাইসা বানায় খেয়ে দেখেন, মন ভরে যাবে।  
   
 
৩|  ২৭ শে জুন, ২০১৩  রাত ১২:৪৯
২৭ শে জুন, ২০১৩  রাত ১২:৪৯
পরিযায়ী বলেছেন: ইমরাজ কবির মুন বলেছেন: 
আমার খুব পছন্দ হৈসে ।
আপনার দেয়া ছবিটা সুন্দর হৈসে, নাইসলি ডেকোরেটেড |
আসলে কি পছন্দ হইছে? কোন জিনিসটা নাইসলি ডেকোরেটেড???   
   
   
   
 
  ২৭ শে জুন, ২০১৩  সকাল ৯:৩৮
২৭ শে জুন, ২০১৩  সকাল ৯:৩৮
তুন্না বলেছেন:  #:-  
   
 
৪|  ২৭ শে জুন, ২০১৩  সকাল ৯:৫৮
২৭ শে জুন, ২০১৩  সকাল ৯:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন: 
শিখা রাখলাম কাজের পোস্ট +++ 
  ২৭ শে জুন, ২০১৩  দুপুর ১২:১২
২৭ শে জুন, ২০১৩  দুপুর ১২:১২
তুন্না বলেছেন:   
   
 
৫|  ২৮ শে জুন, ২০১৩  রাত ১০:৩৫
২৮ শে জুন, ২০১৩  রাত ১০:৩৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আম্মারে কওয়া লাগবো.........
  ২৯ শে জুন, ২০১৩  বিকাল ৪:১৬
২৯ শে জুন, ২০১৩  বিকাল ৪:১৬
তুন্না বলেছেন: ইরফান ভাই আপনে নেজেই করতে পারবেন আসা করি। এখোনো আম্মুর ছেলে হয়ে আছেন........  
 
৬|  ২৯ শে জুন, ২০১৩  বিকাল ৪:৩৫
২৯ শে জুন, ২০১৩  বিকাল ৪:৩৫
আহলান বলেছেন: চেখে দেখতে হয় .. রাস্তায় যে ভাজা চিনা বাদাম বিক্রি করে সেগুলো কিনলে তো আর ভাজার দরকার নাই নাকি?
  ২৯ শে জুন, ২০১৩  বিকাল ৫:০২
২৯ শে জুন, ২০১৩  বিকাল ৫:০২
তুন্না বলেছেন: একটু বাসায় বাদামটা ভেজে নিলে স্মেলটা ভাল আসে, খেতে ও ভালো লাগবে।
৭|  ৩০ শে জুন, ২০১৩  রাত ৯:৪৭
৩০ শে জুন, ২০১৩  রাত ৯:৪৭
বাংলার হাসান বলেছেন: +++++++
  ০১ লা জুলাই, ২০১৩  সকাল ১১:০৫
০১ লা জুলাই, ২০১৩  সকাল ১১:০৫
তুন্না বলেছেন: Thank you
৮|  ০১ লা জুলাই, ২০১৩  রাত ২:০০
০১ লা জুলাই, ২০১৩  রাত ২:০০
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ রান্নার বাহার 
খুব মজা এ আহার 
  
   
 
  ০১ লা জুলাই, ২০১৩  সকাল ১১:০৬
০১ লা জুলাই, ২০১৩  সকাল ১১:০৬
তুন্না বলেছেন:   
   
   
 
©somewhere in net ltd.
১| ২৬ শে জুন, ২০১৩  রাত ৮:৫৩
২৬ শে জুন, ২০১৩  রাত ৮:৫৩
ইমরাজ কবির মুন বলেছেন: ।
।
আমার খুব পছন্দ হৈসে
আপনার দেয়া ছবিটা সুন্দর হৈসে, নাইসলি ডেকোরেটেড ||