![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাঁচ দিনের হলিডে শেষ করে ফিরছি মরক্কো থেকে। ছিলাম মারাকেশ শহরের এভিনিউ আবদেল করিম আল খাত্তাব এলাকায়। সেখান থেকে এয়ারপো্র্টে নামিয়ে দিয়ে ট্যাক্সী ড্রাইভার বলল, হ্যাভ আ সেফ জার্ণী। ভাড়ার সাথে বকশিস দিয়ে বললাম, থ্যান্ক ইউ।
বোর্ডিং পাস নেয়ার পরে দেখলাম এখনো ঘন্টা দুয়েক বাকি। বসে থাকা অথবা কয়েকটি শপে ঢুঁ মারা ছাড়া করার কিছুই নেই। সঙ্গে থাকা মরক্কান দিরহাম চেন্জ করার জন্য গেলাম একটি মানি এক্সচেন্জে। ইউকে মুদ্রায় দশ পাউন্ড এর একটি নোট দিয়ে আরো পয়ত্রিশ মরক্কান দিরহাম ফিরিয়ে দিল মেয়েটি। আমি এক বোতল পানীয় কেনার জন্য বিশ দেরহাম রেখে বাকিগুলো বকশিস হিসাবে দিয়ে দিলাম মেয়েটিকে। খুশী মনে একটি সুন্দর হাসি দিয়ে বলল, থ্যান্ক ইউ।
এয়ারপো্র্ট সিকিউরিটি পেরিয়ে দাড়ালাম ইমিগ্রেশনের লাইনে। অনেকগুলো লাইন। অপেক্ষাকৃত কম ভীড় দেখে এগিয়ে গেলাম একটি লাইনে। ইমিগ্রেশন পুলিশ ইউরোপীয়ানদের ট্যুরিস্ট্যদের পাসপোর্ট দেখছে আর সিল মারছে।এক সময় এল আমার পালা।
পাসপোর্ট দেখে প্রতিটি পাতা উল্টাতে লাগল। কয়েকটি দেশের ভিসা লাগানো আমার পাসপোর্টে। কি করি জিগ্ঙেস করলো। বললাম, প্রাইভেট সার্ভিস। বলল, তোমার অকুপেশন তো প্রাইভেট সার্ভিস না।
আমি বললাম, পাসপোর্টে আমার অকুপেশন স্টুডেন্ট কারন যখন পাসপোর্ট করি তখন আমি স্টুডেন্ট ছিলাম। এখন আমার ভিসা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা। সে জন্যই আমি এখন আর স্টুডেন্ট নই।
এখানকার ইমিগ্রশনের লোকজন ভাল ইংরেজী বলতে পারে না।ফ্রেন্চ আর অ্যারাবিক এদের অফিসিয়াল ভাষা। আমার কথার মাঝখানেই থামিয়ে দিল। এরপর সে বলল, তোমার তো ভিসা নেই!তুমি এখানে ওভারস্টে করেছো।
হোয়াট! বলে কি সে। এখানে উল্লখ্য, আমার ভিসার মেয়াদ দশ দিনের। আগস্টের ১৬ তারিখ পেয়েছিলাম ভিসা। মরক্কোতে প্রবেশের শেষ দিন ২৫সে সেপ্টেম্বর। আমি সে দিনই আসি এখানে। ছিলাম পাঁচ দিন। সে হিসাবে আরও পাঁচ দিন বাকি। কিন্তু সে দিকে গেল না ইমিগ্রশন অফিসার।
আমাকে ভিসার তারিখ দেখিয়ে বলল, এখানে কয় তারিখ লেখা আছে। আমি বললাম, ২৫ তারিখ।
আজ কয় তারিখ?
২৯ তারিখ।
সো?
আমি বললাম, ২৫ তারিখ হচ্ছে এখানে 'ইন' করার শেষ দিন। এরপর থেকে আরও দশ দিনের ভিসা আছে আমার। এমনকি, আমি যদি ১৬ই আগস্ট আসতাম তাতেও আমার দশ দিনের ভিসা ছিল। এটা ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আসতো না।
আবার সে বলল, আজ কয় তারিখ?
২৯।
এখানে কি লেখা আছে?
আমি বললাম, ২৫।
কয়দিন?
৫দিন।
সে আবার বলল,তুমি এখানে পাঁচদিন ওভারস্টে করেছো।
আমি বললাম, দেখ, আমি ভিসা নিয়ে এখানে বেড়াতে এসেছি। এই দেশে ঢুকেছি এই এয়ারপোর্ট দিয়েই। আমার যদি ভিসা না-ই থাকতো তাহলে সে দিন ইমিগ্রেশন অফিসার বলে নি কেন? আমি ফেরত চলে যেতাম।
সে আমার কোন কথা শুনতে রাজী না। আবার কথার মাঝখানে হাত তুলে থামিয়ে দিল। সাথে অশোভন ভাবে এ্যা এ্যা করলো। আমাকে আর কিছু বলতেই দিল না।
বলল, তুমি এখানে ওভার স্টে করেছো। এরপর চোখ রাঙিয়ে যে ইঙ্গিত করলো তাতে আমার মনে ভয় ধরে গেল। অশূভ কোন কিছুর আভাস পেলাম।
সমস্যা হল সে ভাল ইংরেজী বলতে পারেনা। আবার আমার কোন কথা শুনতেও চায় না।
আমাকে কাউন্টারে দাড় করিয়ে রেখে সে উঠে গেল কার কাছে জানি। আমার তো বিপর্যস্ত অবস্থা। অনেক কথাই মাথায় আসতে লাগল। কী জন্য যে হলি ডে কাটাতে আসলাম এখানে! এরা গায়ের চামড়া দেখে মানুষ বিচার করে। আমি ইউ কে থেকে তোমার দেশে এসে ওভারস্টে করতে যাব কোন কারনে! যেখানে আমার নিরাপদ চাকুরী ও ব্যক্তি স্বাধীনতা আছে। ইউ কে'তে হলে তুমি আজ এখানে বসে এমন অশোভনভাবে এ্যা এ্যা করতে পারতে না!
প্রায় বিশ মিনিট পর ফেরত আসল সে। রাগে গরগর করতে লাগল। সম্ভাব্য শিকার হাত ফসকে গেলে যে রকম হয় সে রকম ভাবেই। সম্ভবত তার বড়কর্তা বলেছেন সব কিছু ঠিক আছে।
আমাকে আর কিছু না বলেই সিল মেরে পাসপোর্ট ফেরত দিল। নিতান্ত অনিচ্ছায় তাকে থ্যান্ক ইউ বললাম।
বিনা কারনে আমাকে হয়রানি করার জন্য তার অন্তত এপোলজি প্রকাশ করাটা উচিত ছিল। কিন্তু সে কিছুই বলল না।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫১
পরদেশী মেঘ বলেছেন: ধন্যবাদ।
২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩৯
সীমানা ছাড়িয়ে বলেছেন: ঐটারে ধইরা পিটানো দরকার।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫৭
পরদেশী মেঘ বলেছেন: পরে মনে হয়েছিল ঘুষ নেয়ার জন্যই এমন করেছিল সে। ধন্যবাদ।
৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪২
মাক্স বলেছেন: লিন্কিন পার্ক বলেছেন:
খাটাইশ !!
আমারও এমনই ধারনা।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫৭
পরদেশী মেঘ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪৭
আতাউররহমান১২০০৭ বলেছেন: মরক্কো তে পোশাকের সংকট চলছে নাকি?
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:০২
পরদেশী মেঘ বলেছেন: জানা নেই, পোশাক রপ্তানিকারক হলে হয়তো খবর নিয়ে জানতাম
৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪৯
আব্দুল্লাহ নাটোর বলেছেন: মাক্স বলেছেন: লিন্কিন পার্ক বলেছেন:
খাটাইশ !!
আমারও এমনই ধারনা।
সহমত
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:০৯
পরদেশী মেঘ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:০০
মো: ইলিয়াস বলেছেন: সবুজ পাসপোর্টটা নিয়ে খুব বিপদে আছি ভাই। এমন অনেক অভিগ্গতা হয়েছে এই জীবনে। কিন্তু সিন্গাপুর এয়ারপোর্ট আমার দেখা এশিয়ার সবচেয়ে ভাল ইমিগ্রেশন।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:১৪
পরদেশী মেঘ বলেছেন: সিঙ্গাপুরের ষ্ট্যান্ডার্ড ইউরোপের মতই, যদিও আমাকে ২০০৫ সালে চাঙ্গী এয়ারপোর্টে অনেকক্ষণ জেরা করেছিল । তাদের আচরন খুবই ভাল। মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিন।
৭| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:০১
মো: ইলিয়াস বলেছেন: ইউরোপের কোন ইমিগ্রেশনকে এমন করতে দেখিনি কখনো।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:২২
পরদেশী মেঘ বলেছেন: ইউরোপে সত্যিকারের জবাবদিহিতা আছে। আপনি সন্তুষ্ট নাহলে অভিযোগ জানাতে পারবেন, আদালতে যেতে পারবেন এমনকি ক্ষতিপূরণ ক্লেম করতে পারবেন। কাষ্টমার সার্ভিস এবং কাষ্টমার রাইটস বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হয়। আপনিও জেনে থাকবেন নিশ্চয়ই।
৮| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:২৬
রিফাত হোসেন বলেছেন: lol আমি লাল নিয়াও দৌড়া রের উপর ছিলাম দুবাইতে, ৩ বার হয়রানি করছে।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৩৪
পরদেশী মেঘ বলেছেন: লাল সবুজের সাথে আপনার গায়ের রঙ ও বিবেচ্য
৯| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৩৮
মিজভী বাপ্পা বলেছেন: এত দেখি বিডি এয়ারপোর্টের অনুরুপ রে ভাই
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৫৫
পরদেশী মেঘ বলেছেন: কোন তফাৎ নাই ভাই .....
১০| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:২৬
আতাউররহমান১২০০৭ বলেছেন: ভাই বাঙালি আর মরক্কো দেখি ভাই ভাই , দুই দেশের ইমিগ্রেশনে কোন তফাত নাই ।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:০১
পরদেশী মেঘ বলেছেন: ধন্যবাদ।
১১| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৪৪
পাখা বলেছেন: ভাইডি মরক্কোর কোথায় কোথায় ঘুরলেন তা কইলেন না...
ইমিগ্রসেন ঝামেলা করলেও ঐ দেশের কন্যারা মাশাল্লা.. ..
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:০৬
পরদেশী মেঘ বলেছেন: আস্তে কন ভাই বঙ্গদেশী ললনারা শুনলে আবার মাইন্ড করবে
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩২
লিন্কিন পার্ক বলেছেন:
খাটাইশ !!