![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The Prophet (pbuh) said: "Don't waste water even if you are on the bank of a flowing river."
কেন ? নদীর ধারে থাকলে পানি অপচয় হবে কিভাবে ?
অজু করতে আমি ১ বালতি বা ১০ বালতি বা ১০০ বালতি পানি যতটুকুই ব্যবহার করি সব ই তো নদীতেই গিয়ে মিশবে । এখানে অপচয় কি ?
এখানে আমি বেশি পানি ব্যবহার করলে ও তো পানি কমেতেছে না বা কারো কম পড়ছে না ।
অনেকে বলি যে অন্য দেশে মানুষ না খেয়ে আছে, আর আমরা অপচয় করতেছি এটা অন্যায় - সে ক্ষেত্রে যদি এমন অবস্থা কখনো আসে যে বিশ্বের সকল প্রান্তে সবাই ভালো মত খাবার পায় তখন কি খাবার নষ্ট করা যাবে?
অপচয় না করা তাহলে কি জিনিস বাচানোর উদ্দেশ্যে নয় ? অন্য কোনো উদ্দেশ্য আছে ?
উদ্দেশ্য হচ্ছে আমাদের নফস বা দিল বা আত্বার সাথে, জিনিস বাচানো নয়। অপচয় করা একটা আত্বিক অসুস্থতা।
এতে মানুষের আত্বা বেপরোয়া ও উদ্ধত হয়ে যায়।অপচয়কারী শয়তানের ভাই - মানে শয়তানের বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া যায় , শয়তানের বৈশিষ্ট্য হলো অবাধ্যতা ও সীমালংঘনকারীতা ।
আল্লাহর দেয়া নিয়ামতের না শোকরি জন্মে , অহংকার জন্মে।
এজন্যে যে কোনো ধর্মের ই হোক না কেন, বিনয়ী লোকের মধ্যে অপচয় কম দেখা যায় আর অহংকারী লোকের মধ্যে অপচয় বেশি দেখা যায়।
০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
ধুলোময়বৃষ্টি বলেছেন: ধন্যবাদ
২| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
ঠোঁটকাটা বলেছেন: ভাল পয়েন্ট।
০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
ধুলোময়বৃষ্টি বলেছেন: আমরা আসলে চিন্তা করি না যে কেন বা কোন উদ্দেশ্যে ইসলামে এইসকল কথা বলা হয়েছে ।
যেমন নামাজ , আমরা নামাজ পড়লে মনে করি আল্লাহর কাজ করলাম , আসলেই কি তাই?
সারা দুনিয়ার সবাই নামাজি হইলে কি আল্লাহর বিরাট লাভ হয়ে যাবে বা সবাই নামাজ ছেড়ে দিলে কি আল্লাহর অনেক ক্ষতি হয়ে যাবে ?
আল্লাহর লাভ বা ক্ষতি কিছুই হবে না। নামাজ আমাদের ভালোর জন্য আল্লাহ দিয়েছেন - নামাজ পড়লে আমাদের লাভ না পড়লে আমাদের ক্ষতি |
ধন্যবাদ
৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: হুম
০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
ধুলোময়বৃষ্টি বলেছেন: আপনের হমমম আমার জন্যে অনেক । আপনার লেখা ভালো লাগে । ধন্যবাদ হমমম দেয়ার জন্য
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
মাস্টার৭১ বলেছেন: স হমত।
ধন্যবাদ শেয়ার করার জন্য।